পাতা:শ্রীশ্রীচৈতন্যভাগবত.djvu/১৩৯

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

|ER মধ্যখণ্ড ডুৰিবে সে ভলুক নিতাই চান্দেরে। ষেবা গায় এই কথা হইয়া তৎপর। সগো ষ্ঠীরে বর দাতা তারে বিশ্বম্ভর । জগতে দুঙ্গ ভ বড় বিশ্বম্ভর নাম। সেই প্ৰভু চৈতন্য সভার ধন প্রণ। শ্রীচৈতন্য নিত্যানন্দ চান্দ পহুজান। বৃন্দবন দাস তছু পদ যুগে গান। ইতি মধ্যখণ্ডে গ্ৰনিত্যানন্দ মিলনং নাম চতুর্থোছধ্যায়। পঞ্চম অধ্যায় আরম্ভ । -همي مواجحسـ জয়২ ঐগেীরসুন্দর মহেশ্বর। জয়২ নিত্যানন্দ অনন্ত ঈশ্বর। হেন মতে নিত্যানন্দ সঙ্গে কুতূহলে। কৃষ্ণ কথা রসে সম্ভে হইল বিল্বলে। সতে মহাভাগবত পরম উদার। কৃষ্ণ রসে মত্ত সভে করেন হুঙ্কার। হাসে প্রভু নত্যানন্দ চারিদিগে দেখি। বহয়ে আনন্দ ধারা সভাকার অণখি ॥ দেখিয়া আনন্দ মহামত্ত বিশ্বম্ভর ॥ নিতানন্দ প্রতি কিছু করিল উত্তর। শুমং নিত্যানন্দ শ্ৰীপাদ গোসাঞি। ব্যাস পূজা তোমার হইব কোন ঠাঞি কালি হৈব পের্ণমাসী ব্যাসের পূজন। অ৷ পনে বুঝিয় বল যথা লয় মন। নিত্যানন্দ জানিলেন প্রভুর ইঙ্গীত। হাতে ধরি আনিলেন ঐবাস পণ্ডিত ॥ হাসি বোলে নিত্যানন্দ শুন বিশ্বম্ভর । ব্যাস পূজা এই মোর বামনার ঘর ॥ ঐবাসের প্রতি বলে প্রভু বিশ্বশুর। বড় ভার লাগিল যে তোমার উপর ॥ ঐবাস বলেন প্রভু কিছু নাহি ভার! তোমার প্রসাদে সৰ্ব্ব ঘরেই আমার । বস্ত্র মুদগ যজ্ঞ স্বত্র ঘৃত গুয়া পান। বিধি যোগ্য যত সজ্জ সব বিদ্যমান ॥ পদ্ধতি পুস্তক মাত্র মাগিয়া আনিব। কালি মহাভাগ্য ব্যাস পূজন দে খিব। প্রতী হএা মহাপ্রভু শ্ৰীবাসেরে বোলে। হরি হরিস্বনি করে বৈষ্ণব সকলে । বিশ্বশুর বোলে শুন শ্ৰীপাদ গোসাঞি। শুভ কর সভে পণ্ডিতের ঘর যাই। আ নন্দিত নিত্যানন্দ প্রভুর বচনে। সেইক্ষণে আজ্ঞা লই করিলা গমনে ॥ সৰ্ব্বগণে চলিলা ঠাকুর বিশ্বশুর। রামকৃষ্ণ বেড়ি যেন গোকুল কিঙ্কর ৷ প্রবিষ্ট হইলা মাত্র ঐবাস মন্দিরে। বড় কৃষ্ণানন্দ হৈল সভার শরীরে ৷ কপাট পড়িল তবে প্রভুর আজ্ঞায় । আগুগণ বিনা আর যাইতে না পায় ৷ কীৰ্ত্তন করিতে আজ্ঞা করিল ঠাকুর । উঠিল কীৰ্ত্তন ধনি বাহগেল দুর। ব্যাস পূজা অধিবাস উল্লাস কীৰ্ত্তন দুই প্রভু নাচে গায় বেড়ি ভক্তগণ ॥ চির দিবসের প্রেমে চৈতন্য নিতাই। দোহে দোহা ধ্যান করি নাচে’এক ঠাঞি। হুঙ্কার করয়ে কেহো কেহোবা গৰ্জ্জন। কেহে মুষ্ঠা যায় কেহে করয়ে ক্রমান। কম্পস্বেদ পুলকে আনন্দে মুচ্ছ যত। ঈশ্বরের বিকার কহিতে জানি কত ॥ স্বানুভাবানন্দে নাচে প্ৰভু দুই জন। ক্ষণে কোল। কোলি করি করয়ে ক্ৰন্দন। দোহার চরণ দোষ্টে ধরিবারে চাহে। পরম চতুর