পাতা:শ্রীশ্রীচৈতন্যভাগবত.djvu/১৫০

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

চৈতন্যভাগবত $°Ꮿ করিলা ঈশ্বরে ॥ নবদ্বীপে হইলেন ঈশ্বর প্রকাশ। বিদ্যানিধি না দেখিয়া ছাডেন নিশ্বাস ॥ নৃত্য করি উঠিয়া বসিলা গৌর রায় । পুণ্ডরীক বাপ বলি কাব্দে উচ্চ রায়। পুণ্ডরীক আরে মোর বাপরে বন্ধুরে। কবে মো দেখিব তোমা আরে বাপরে ॥ হেন চৈতন্যের প্রিয়পাত্র বিদ্যানিধি। হেন সব ভক্ত প্রকাশিল গেীর নিধি। প্ৰভু যে কীৰ্ত্তন করে তান নাম লঞা। ভক্ত সব কেহ কিছু না বুঝেন ইহা । সভে বোলে পুণ্ডরীক বোলেন ক্লষ্ণরে। বিদ্যানিধি নাম শুনি সভেই বিচারে। কোনো প্রিয় ভক্ত ইহা সভে বুঝিলেন। বাহ্যহৈলে প্ৰভু স্থানে সভে বলিলেন। কোন ভক্ত লাগি প্রভু করহ ক্ৰন্দন। সত্য আমাসভা প্রতি কহত কথন । আমরা সভের ভাগ্য হউ তানে জানি। তান জন্ম কৰ্ম্মকোথা কহ প্ৰভু শুনি ৷ প্ৰভু বোলে তোমরা সকল ভাগ্যবান। শুনিতে হইল ইৎসা তাহান আখ্যান। পরম অস্তুত তান সকল চরিত্র। তান নাম শ্রবণেও সংসার পবিত্র ॥ বিষয়ীর প্রায় তান সব পরিচ্ছেদ। চিনিতে না পারে কেহো তেহোষে বৈষ্ণব ॥ চাটিগ্রামে জন্ম বিপ্ৰ পরম পণ্ডিত। পরম সাচার সর্বলোকে অপেক্ষিত। কৃষ্ণভক্তি সিন্ধু মাঝে ভাষে নিরন্তর। অশ্রুকম্প পুলকে বেষ্টিত কলেবর ॥ গঙ্গাস্নাম না করয়ে পাদ স্পর্শ ভয়ে। গঙ্গার দর্শন করে নিশার সময়ে। গঙ্গায়ে যে সবলোক করে অ নাচার । কল্লোল দন্তধাবন কেশ সংস্কার ৷ এ সকল দেখিলে পারেন মনে ব্যথা । এতেক দেখেন গঙ্গা নিশায়ে সৰ্ব্বথা ॥ বিচিত্র বিশ্বাস আর এক শুন তান । দে বাৰ্চন পূৰ্ব্বে করে গঙ্গাজল পান। তবে যে করেন পুজা আদি নিত্য কৰ্ম্ম । ইহ। সৰ্ব্ব পণ্ডিতেরে বুঝায়েন ধৰ্ম্ম । চাটিগ্রামে আছেন এথাও বাড়িআছে। অাসি বেন সংপ্রতি দেখিবা কিছু পাছে ৷ তানে ঝাঁট কেহো চিনিবারে না পারিব । দেখিলে বিষয়ী জ্ঞান মাত্র সে করিব ॥ তানে না দেখিয়া আমি স্বাস্ত্য নাহি পাই। সভে তানে আকৰ্ষিয়৷ আনহ এখাই ॥ কহি তান কথা প্রভু আবিষ্ট হুই লা। পুণ্ডরীক বাপ বলি কান্দিতে লাগিলা ৷ মহা উচ্চস্বরে প্রভু রোদন করেন। তাহান ভক্তির তত্ব তেহে যে জানেন। ভক্ত তত্ব চৈতন্য গোসাঞি মাত্র জানে। সেই ভক্ত জানে যারে কছেন আপনে । ঈশ্বরের আকর্ষণ হৈল র্তার প্রতি । নবদ্বী পে আসিতে তাহান হৈল মতি ॥ অনেক সেবক সঙ্গে অনেক সম্ভার। অনেক ব্রাহ্মণ সঙ্গে শিষ্য ভক্ত ষার আসিয়া রহিলা নবদ্বীপে গুঢ়ৰূপে। পরম ভে গীর প্রায় সৰ্ব্ব লোক দেখে। বৈষ্ণব সমাজ ইহা কেহো নাহি জানে। সবে মাত্র মুকুন্দ জানিলা সেইক্ষণে। মুকুন্দ তাহান তত্ত্ব বিশেষত জনে। এক সঙ্গে মুকু ন্দের জন্ম চাটিগ্রামে। বিদ্যানিধি আগমন জানিয়. গোসাঞি। যে হইল আনন্দ তাহাঁর অন্তনাঞি ॥ কোনো বৈষ্ণবেরে প্রভু না কন্তে ভাঙ্গিয় । পুণ্ডরীকে আছেন বিষয়ী প্রায় হৈয়া। ষত কিছু তান প্রেম ভক্তির মহত্ব। মুকুন্দ জানেন আর