পাতা:শ্রীশ্রীচৈতন্যভাগবত.djvu/১৬৭

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

Ve - মধ্যমখ পাঞা । দুঃখ পাই মনে ত্তমি বিরলে বসিলা । আরবার ভাগবত চাহিতে লাগি লা। দেখিয়া তোমার দুঃখ বৈকুণ্ঠ হইতে। অাবিৰ্ভাৰ হইলাম তোমার দেহেতে। অবে আমি এই তোর হৃদয়ে বসিয়া । ক্ৰন্দন করাইনু অামি মনে পড়ে তাহা ॥ আনন্দ হইল দেহ শুনি ভাগবত । সবতিতি স্থান হৈল বরিষার মত। সেই দিন আমি তোর হৃদয়ে বসিয়া । কান্দাইনু আপনার প্রেমযোগ দিয়া ৷ অনুভব পাইয়া বিহবল ক্রনিবাস। গড়াগড়ী যায় কান্দে বহে ঘনশ্বাস ॥ এইমত অদ্বৈ তাদি যতেক বৈষ্ণব। সভারে দেখিয়া করায়েন অনুভব । আনন্দ সাগরে মগ্ন সব ভক্তগণ বসিয়া করেন প্রভু তাম্বল চৰ্ব্বন। কোনো ভক্ত নাচে কেহো করে সংকীৰ্ত্তন । কেহ বলে জয় জয় শ্ৰীশচীনন্দন ৷ কদাচিৎ যে ভক্ত বা নাথাকে সে স্থানে। আজ্ঞা করি প্রভু তারে আনায় আপনে ॥ কিছু দেহ খাই বলি পাতেন শ্ৰীহস্ত। যেই যাহা দেন তাহ খায়েন সমস্ত ॥ খাইয়া বলেন প্রভু তোর মনে আছে। অমুক নিশায় আমি বসি তোর কাছে। বিপ্ৰৰূপে তোর জ্বর করি লাম নাশ । শুনিয়া বিহবল হঞ পডে সেই দাস ॥ গঙ্গাদাসে দেখি বোলে তোর মনে জাগে । রাজ ভয়ে পলাইস যবে নিশাভাগে ৷ পূৰ্ব্ব পরিকর সনে আসি খেয়াঘাটে। কোথাও নাহিক নৌকা পড়িল সঙ্কটে । রাত্রি শেষ হৈল তুমি নৌকা না পাইয়। কান্দিতে লাগিলা তুমি দুঃখিত হইয়া । মোর অগ্রে যবনে স্পশিবে পরিবার। গাঙ্গে প্রবেশিতে চিত্ত হইল তোমার। তবে আমি নৌকা নিয়া থিয়ারির রূপে । গঙ্গায়ে বাহিয়ে যাই তোমার সমীপে ॥ তবে নৌকা দেখি তুমি সন্তোষ হইলা । অতিশয় প্রীত করি বলিতে লাগিলা। অায় ভাই আমারে রাখহ এইবার । জাতি প্রাণ ধন যত সকল তোমার ॥ রক্ষাকর পরিকর সঙ্গে কর পার। এক তঙ্ক এক জোড় বস্ত্র সে তোমার। তবে তোমা সঙ্গে পরিকরে করি পার। তবে পুন বৈকুণ্ঠে গেলাম আরবার। শুনি ভাষে গঙ্গাদাস আনন্দ সাগরে। হেনলীলা করে প্রভু গৌরাঙ্গ সুন্দরে। গঙ্গায় হইতে পার চিন্তিলে আমারে। মনে পড়ে পার আমি করিল তোমারে। শুনিয়া মুচ্ছিত দাস গড়। গড়ী যায়। এইমত কহে প্ৰভু অতি অমায়ায়। বসিয়া আছেন বৈকুণ্ঠের অধী শ্বর । চন্দন মালায় পরিপূর্ণ কলেবর । কোন প্রিয়তম করে ঐ অঙ্গে ব্যজন । শ্ৰীকেশ সংস্কার করে অতি প্রিয়তম । তামুল যোগায় কেহ অতি প্রিয় ভূত্য । কেহ গায় কেহ বা সমুখে করে মৃত্য ৷ এইমত সকল দিবস পূর্ণ হৈলা। সন্ধ্য আসি পরম কৌতুকে প্রবেশিলা। ধূপদীপ লইয়া সকলভক্তগণ। অর্জন করিতে লাগি লেন ততক্ষণ ॥ শঙ্খ ঘণ্টা করতাল মন্দির। মৃদঙ্গ। বাজায়েন বহুবিধ উঠিল আন নদ । অমান্নায় বলিয়া আছেন গৌরচন্দ্র। কিছু নাহি বোলে যত করে ভক্তবৃন্দ ॥ নানা বিধ পুষ্প সভে পাদপদ্মে দিয়া । ত্ৰাহি প্ৰভু বলি পড়ে দণ্ডবৎ হঞা । কেহ