পাতা:শ্রীশ্রীচৈতন্যভাগবত.djvu/১৭১

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

vy3 মধ্যমখণ্ড গ্রীধর আমার তুমি দাস। এতেকে দেখিলে তুমি আমার প্রকাশ। এতেকে তো মার মতি ভেদ না হইল। বেদগোপ্য ভক্তিযোগ তোরে আমি দিল ॥ জয়২ স্বনি হৈল বৈষ্ণব মণ্ডলে । শ্ৰীধর পাইল বর শুনিল সকলে ॥ ধন নাহি জন নাহি না হিক পাণ্ডিত্য। কে চিনিব এসকল চৈতন্যের ভূত্য ৷ কিকরিব বিদ্যা ধন ৰূপে যশে কুলে। অহঙ্কার বাড়ি সব পড়য়ে নিৰ্ম্মলে। কলামুল বেচিয়া ঐধর পাইল যাহা । কোটি কম্পে কোটীশ্বরে না পাইবতাহা । অহঙ্কার দ্রোহ মাত্র বিষয়ে তে আছে। অধঃপাত ফল তার নাজানয়ে পাছে ৷ দেখি মুখ দরিদ্রযে স্বজনেরে হাসে। কুম্ভিপাক যায় সেই নিজকৰ্ম্ম দোষে। বৈষ্ণব চিনিতেপারে কাহার শকতি। আছয়ে সকল সিদ্ধি দেখিতে দুৰ্গতি ৷ খোলাবেচা গ্রীধর তাহার এই সাক্ষী। ভক্তি মাত্র নিল অষ্টসিদ্ধিকে উপেক্ষি যত দেখ বৈষ্ণবের ব্যবহার দুঃখ । নি শ্চয় জানিহ সেই পরানন্দ সুখ । বিষয় মদীন্ধ সব কিছুই না জানে। বিদ্যামদে ধনমদে ৰৈষ্ণব না চিনে ॥ ভাগবত পড়িয়াও কারো বুদ্ধি হাস। নিত্যানন্দ নিন্দ করে যাইবেক নাশ ॥ ঐধর পাইল বর করিয়া স্তবন। ইহা যেই শুনে তার বন্ধ বিমোচন ॥ প্রেম ভক্তি হয় কৃষ্ণ চরণারবিন্দে। সেই কৃষ্ণ পায় যে বৈষ্ণব নাহি নিন্দে। নিন্দায়ে নাহিক কার্ষ্য সবে পাপ লাভ । এতেকে না করে নিন্দ মহামহা ভাগ । অনিচ্ছুক হই যে সকৃত কৃষ্ণ বোলে। সত্য২ ক্লষ্ণ তারে উদ্ধারিব হেলে ; বৈষ্ণবের পায়ে মোর এই মনস্কাম। চৈতন্যের নিত্যানন্দ হউ মোর প্রাণ ॥ শ্রীচৈতন্য নিত্যানন্দ চান্দ পহুজান। বৃন্দাবনদাস তছু পদযুগে গান। ইতি শ্ৰীমধ্যখণ্ডে মহাপ্রকাশ দর্শনং নবমোহধ্যায়ঃ ॥ ৯ ॥ দশম অধ্যায় ॥ --ممهeوseeمم۔ জয়ং মহাপ্রভু শ্ৰীগৌরমুন্দর। জয়ং নিত্যানন্দ অনাদি ঈশ্বর ৷ হেনমতে প্ৰভু ঐধরেরে বর দিয়া। নাঢাং নাঢাবোলে মন্তক চলাইয়া। প্রভুবোলে আচাৰ্য মাগ হ নিজকাৰ্য্য। যে মাগিনু তাহ পাইনু বলয়ে জাচার্য। হুঙ্কার করয়ে জগন্নাথে র নন্দন। হেনশক্তি নাহি কারে বলিতে বচন। মহা পরকাশ প্রভু বিশ্বম্ভর রায়। গদাধর যোগায় তামুল প্ৰভু খায়। ধরণী ধরেন্দ্র নিত্যনিন্দ ধরে ছত্র। সমুখে অ দ্বৈত আদি সৰ মহাপাত্র । মুরারিরে আজ্ঞ হৈল মোর রূপ দেখ। মুরারি দে খয়ে রঘুনাথ পরতেক । দুৰ্ব্বাদলশ্বাম দেখে সেই রিশ্বম্ভর । বীরাসনে বসি আছে মহা ধনুৰ্দ্ধর। জানকী লক্ষণ দেখে বামেতে দক্ষিণে । চৌদিগে করয়ে স্তুতি বান । রেন্দ্র গণে। আপন প্রকৃতি বাসে যেহেন বানর। সরুত দেখিয়া মুচ্ছ পাইল বৈদ্য ।