পাতা:শ্রীশ্রীচৈতন্যভাগবত.djvu/১৮৫

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ዓv 命 寓如可苓 স্বর। মহাজ্যোভিৰ্ম্ময় তনু দেখিতে সুন্দর । আখে ব্যৰ্থে প্রভু নিজ মস্তকের বাস । পরাইয়া খুইলেন তথাপিহ হাস। আপনে লেপিলা তান অঙ্গ দিব্য গন্ধে। শেষে মালা পরিপূর্ণ দিলেন শ্ৰীঅঙ্গে বসিতে দিলেন নিজ সম্মুখে আসন। স্তুত করে প্রভু শুনে সৰ্ব্ব ভক্তগণ ॥ নমো নিত্যানন্দ তুমি ৰূপ নিত্যানন্দ । এই তুমি নিত্যানন্দ রস মূৰ্ত্তিমস্ত ॥ নিত্যানন পর্যটন ভোজন বেভার। নিত্যানন্দ বিনা কিছু নাহিক তোমার ॥ তোমারে বুঝিতে শক্তি মনুষ্যের কোথা। পরম সুসভ্য তুমি যথা কৃষ্ণ তথা । চৈতন্যের রসে নিত্যানন্দ মহামতি। যে বোলেন যে ক রেন সর্বত্র সম্মতি ৷ প্ৰভু বোলে এক খানি কেীপীন তোমার। দেহ ইহা বড় ইচ্ছা আছয়ে আমার । এত বলি প্ৰভু তান কৌপান আনিয়া। ছোট করি চিরিলেন অনেক করিয়া। সকল বৈষ্ণব মণ্ডলীরে জনে জনে। খানিং করি প্রভু দিলেন আপনে ॥ প্ৰভু বোলে এবত্র বান্ধহ সবে শিরে। অন্যের কি দায় ইহা বাঞ্ছে যোগেশ্বরে। নিত্যানন্দ প্রসাদে সে হয় বিষ্ণু ভক্তি। জানিহ কৃষ্ণের নিতানন্দ পূর্ণ শক্তি। কৃষ্ণের দ্বিতীয় নিত্যানন্দ বহি নাই। সঙ্গী সখী শয়ন ভূষণ বন্ধু ভাই । বেদের অগম্য নিত্যানন্দের চরিত্র । সৰ্ব্বজন রক্ষক হন সৰ্ব্বজীব মিত্র । ইহান বেভার সব কৃষ্ণ রসময় । ইহানে সেবিলে কৃষ্ণ প্রেমভক্তি হয়। ভক্তি কৱি ইহান কৌপীন বান্ধ শিরে । মহাযত্নে ইহা পূজা কর গিয়া ঘরে পাইয় প্রভুর আজ্ঞা সৰ্ব্ব ভক্তগণ। পরম আদরে শিরে করিলা বন্ধন। প্রভু বোলে শুনহ সকল ভক্তগণ । নিত্যlনন্দ পাদোদক করহ গ্রহণ ॥ করিলে ইহান পাদোদক রস পান। কৃষ্ণে দৃঢ় ভক্তি হয় ইথে নাহি আন আজ্ঞা পাই সভে নিত্যানন্দে র চরণ। পাখালিয়। পাদোদক করয়ে গ্রহণ ॥ পাঁচবার সাতবার একো জনে খায়। বাহ নাহি নিত্যানন্দ হাসয়ে সদায় । আপনে বসিয়া মহাপ্ৰভু গৌররায় । নিত্যানন্দ পাদোদক, কৌতুকে লোটায়। সভে নিত্যানন্দ পাদোদক করি পান। মত্তপ্রায় হরি বলি করয়ে আহবান ॥ কেহ বলে আজি ধন্য হইল জীবন ৷ কেহে। বলে আজি সব খণ্ডিল বন্ধন ॥ কেহ বলে আজি হইলাম কৃষ্ণ দাস। কেহ বলে আজি ধন্য দিবস প্রকাশ ॥ কোহে বলে পাদোদক বড় স্বাছু লাগে। এখনেই মুখের মিষ্টত। নাহি ভাঙ্গে ॥ কিসে নিত্যানন্দ পাদোদকের প্রভাব। পান মাত্রে সভে হৈল৷ চঞ্চল স্বভাব। কেহো নাচে কেঙ্গে হাসে গড়াগড়ি যায়। হুঙ্কার গজ্জন কেহো করয়ে সদায় ৷ উঠিল পরমানন্দ ক্লষ্ণের কীৰ্ত্তন। বিহ্বল হইয: মৃত্য করে ভক্তগণ ক্ষণেকে শ্ৰীগৌরচন্দ্র করিয়া হুঙ্কার । উঠিয়া লাগিল৷ মৃত; করিতে আপার। নিত্যানন্দ স্বৰূপ উঠিলা ততক্ষণ। মৃত্য করে দুই প্ৰভু বেড়ি সৰ্ব্বগণ। কার গায়ে কেবা পড়ে কেবা কারে ধরে। কেবা কার চরণের ধূলী লয় শিরে। কেব; কার গল। ধরি করয়ে ক্রন্দন। কেবা কোনৰূপ করে না যায় বর্ণন ॥