পাতা:শ্রীশ্রীচৈতন্যভাগবত.djvu/২২২

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

टैकउनाडांशंदउ । >>( আমিন জনিল ভাল মন্দ হয় কায়। দুগ্ধের ছাওয়াল আজি আমারে শিখায় ॥ হাসি বোলে নিত্যানন্দ শুনহ গোসাঞি শিশুসঙ্গে তোমার বিচারে কার্য্য নাঞি আমি সে জানিল সব তোমার মহিমা। আমারে দেখিয়া তুমি চিত্তে করক্ষমা ৷ আপনার শ্লাঘা শুনি সন্ন্যাসী সন্তোষে । ভিক্ষা করিবার লাগি বলয়ে হরিষে। নিত্যানন্দ বোলে কাৰ্য্য গৌরবে চলিব। কিছু দেহ স্নান করি পথেতে খাইব ॥ সন্ন্যাসী বলয়ে স্নান কর এই খানে। কিছু খাই স্নিগ্ধ হই করহ গমনে ॥ পাতকী তারিতে দুই প্ৰভু অবতার। রহিলেন দুই প্রভু সন্ন্যাসীর ঘর। জাকুবীর মজ্জনে ঘুচিল দুঃখ শ্রম। ফলাহার করিতে বসিলা দুইজন ॥ দুগ্ধ আম্র পন্যাদি করি কৃষ্ণসাথ। সেসব খায় দুই প্রভু সন্ন্যাসী শাক্ষাৎ ৷ বামাপথি সন্ন্যাসী মদিরা পান করে। নিত্যানন্দ প্রতি তাহী কহে ঠারে ঠোরে। শুনহ শ্ৰীপাদ কিছু আনন্দ আনিব । তোম হেন অতিথী বা কোথায়ে পাইব ॥ দেশান্তরী ফিরি নিত্যানন্দ সবজানে। মদ্যপ সন্ন্যাসী হেন জানিলেন মনে ॥ আনন্দ আনিব সন্ন্যাসী বোলে বারবার। নিত্যানন্দ বোলে তবে নড় সে আমার ; দেখিয়া দোহার ৰূপ মদন সমান ; সন্ন্যাসীর পত্নীচাহে জুড়িয়া ধেয়ান ॥ সন্ন্যাসীরে নিরোধ করয়ে তার নারী। ভোজনেতে কেনে তুমি বিরোধ আচারী। প্রভু বোলে কি আনন্দ বোলয়ে সন্ন্যাসী । নিত্যানন্দ বোলয়ে মদিরা হেন বাসী ॥ বিষ্ণু২ স্মরণ করয়ে বিশ্বম্ভর । আচমন করি প্রভু চলিলা সত্ত্বর ৷ দুইপ্রভূ চঞ্চল গঙ্গায় ঝাপদিয়া । চলিলা আচার্য্য গৃহে গঙ্গায়ে ভাসিয় ॥ স্ত্রৈণ মদ্যপে প্ৰভু অনুগ্রহ করে। নিন্দুক বেদন্তি যদি তথাপি সংহরে । ন্যাসীহঞা মদ্যপীয়ে স্ত্রীসঙ্গ আচরে । তথাপি ঠাকুর গেল। তাহার মন্দিরে। বাকোবাক্য কৈল প্রভু শিখাইল ধৰ্ম্ম । বিশ্রাম করিয়া কৈল ভোজনের কৰ্ম্ম। না হয় এজন্মে ভাল হৈব আর জন্মে। সবে মিন্দুকেরে নাহি বাসে ভাল মৰ্ম্মে । দেখানাহি পায় যত অভক্ত সন্ন্যাসী। তার সাক্ষী যতেক সন্ন্যাসী কাশীবাসি ॥ শেষ খণ্ডে যখন চলিলা প্রভু কাশী । শুনিলেক যত কাশী নিবাসি সন্ন্যাসী ॥ শুনিয়া আনন্দ বঢ় হৈলা ন্যাসীগণ । দেখিব চৈতন্য বড় শুনি মহাজন সভেই বেদান্তি জ্ঞানী সভেই তপস্বী ॥ আজন্ম কাশীতে বাস সভেই যশস্বী ॥ একদোষে সকল গুণের গেল শক্তি । পড়ায়ে বেদান্ত না বাখানে বিষ্ণু ভক্তি ॥ অস্ত র্যামী গেীরসিংহ সব ইহা জানে। গিয়াও কাশীতে নাহি দিল দরশনে ॥ রামচন্দ্র পুরীর মঠেতে লুকাইয়া। রহিলেন দুইমাস বারাণসী গিয়া । বিশ্বৰূপ ক্ষেীরের দিবস দুই আছে। লুকাইয়। চলিলা দেখয়ে কেহো পাছে পাছে শুনিলেন সব সন্ন্যাসীর গণ চলিলেন চৈতন্য নহিল দরশন ॥ সৰ্ব্ব বুদ্ধি হরিলেক এক নিন্দ পাপু ॥ পাছেহ কাহার চিত্তে না জন্মিল তাপ ॥ আরো বোলে আমরা সকল পূৰ্ব্বাশ্রমী। অামা সভা সম্ভাষিয়া বিনাগেল কেনী । দুই দিনলাগি কেনে স্বধৰ্ম্ম