পাতা:শ্রীশ্রীচৈতন্যভাগবত.djvu/২২৮

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

চৈতন্যভাগবত । ১২১ বিংশতি অধ্যায় ॥ حسیه به وس জয়২ গৌরসিংহ শ্ৰীশচী কুমার। জয় সৰ্ব্বতাপহর চরণ তোমার। জয় গদাধর প্রাণনাথ মহাশয়। কৃপা কর প্রভু যেন তোতে মন রয় ॥ হেনমতে ভক্তগোষ্ঠী ঠাকুর দেখিয়া । নাচে গায় কান্দে হাসে প্রেম পুর্ণ হৈয়া ৷ এইমতে প্রতিদিনে অশেষ কৌতুক । ভক্তসঙ্গে বিশ্বম্ভর করে নানাৰূপ । একদিন মহাপ্রভু নিত্য নন্দ সঙ্গে। শ্ৰীনিবাস গৃহে বসি আছে নানারঙ্গে ॥ আইলা মুরারি গুগু হেনই সময়। প্রভুর চরণে দণ্ড পরণাম হয়। শেষে নিত্যান্দেরে করিয়া পরণাম সমুখে রহিল গুপ্ত মহাজ্যোতিধাম । মুরারিগুপ্তেরে প্রভু বড় স্থখিমনে । অক পটে মুরারিরে কহেন আপনে ॥ যে করিলা মুরারি না হয় ব্যবহার । ব্যতিক্রম করিয়া করিলা নমস্কার। কোথা তুমি শিখাইবা যে না জানে। ব্যবহারে হেন ধৰ্ম্ম তুমি লঙ্ঘ কেনে মুরারি বলয়ে প্রভু জানো কেনমতে । চিত্ত তুমি লওয়াইয়া আছে যেনমতে ॥ প্ৰভু বোলে ভাল২ আজি যাহ ঘরে । সকল জানিবা কালি বলিব তোমারে । সন্ত্রমে চলিলা গুপ্ত সম্বর হরিষে ॥ শয়ন করিলা আপনার বাসে I স্বপ্ন দেখে মহাভাগবতের প্রধান । মন্তু বেশে নিত্যানন্দ চলে আগুয়ান । নিত্যানন্দ শিরে দেখে মহানাগ ফণী ॥ করে দেখে শ্ৰীহুল মুষল তান বানা। নিত্যানন্দ মুৰ্ত্তি দেখে যেন হলধর ॥ শিরে পথ। ধরি পাছে যায় বিশ্বম্ভর। স্বপ্নে প্রভু হাসি কহে জানিলা মুরারি। আমি ষে কনিষ্ঠ মনে বুঝহ বিচারি। স্বপ্নে দুই প্রভু হাসে মুরারি দেখিয়া। দুই ভাই মুর। রিরে গেল। শিখাইয়। চৈতন্য পাইয় গুপ্ত করয়ে ক্রন্দন। নিত্যানন্দ বলি মাস ছাড়ে ঘনেঘন ॥ মহাসতী মুরারি গুপ্তের পতিব্ৰতা । কৃষ্ণ২ ক্লষ্ণ বোলে হই সচকিত। বড়ভাই নিত্যানন্দ মুরারি জানিয় । চলিলা প্রভুর স্থানে আনন্দিত হৈয়। বসিয়াছে মহাপ্রভু কমললোচন ॥ দক্ষিণে সে নিত্যানন্দ প্রসন্ন বদন ॥ আগে নিত্যানন্দের চরণে নমস্করি। পাছে বন্দে বিশ্বম্ভর চরণ মাধুরী। হাসি বোলে বিশ্বম্ভর মুরারি এ কেন । মুরারি বলয়ে প্রভু লওয়াইলে যেন ॥ পবন কারণে যেন শুষ্ক তৃণ বলে। জীবের সকল ধৰ্ম্ম তোর শক্তি বলে ॥ প্ৰভু বোলে মুরারি আমার প্রিয় ভূমি। অতএব তোমারে ভাঙ্গিল মৰ্ম্ম আমি। কহে প্রভু নিজ তত্ত্ব মুরারির স্থানে। যোগায় তাল প্রিয় গদাধর বামে। প্ৰভু বোলে মোর দাস মুরারি প্রধান। এতবলি চৰ্ব্বিত তামুল কৈল দান। সংস্রমে মুরারি ষোড়হস্ত করি লয় । খাইয়া মুরারি মহানন্দে মত্ত হয়। প্রভু বোলে মুরারি マ。