পাতা:শ্রীশ্রীচৈতন্যভাগবত.djvu/২৩২

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

চৈতন্যভাগবত ১২৫ সাদ মুরারি গুপ্তেরে প্রভু করে । তাহ বাঞ্ছে রম অজ অনন্ত শঙ্করে । এসব দেবতা চৈতন্যের ভিন্ন নহে। ইহারা অভিন্ন ক্লষ্ণ বেদে এই কহে। সেই গৌর চন্দ্র শেষৰূপে মহীধরে। চতুৰ্ম্ম খ ৰূপে সেই প্রভু স্বষ্টি করে। সংহারেও গৌরচন্দ্র ত্রিলোচন ৰূপে । আপনারে স্তুতি করে আপনার মুখে ॥ ভিন্ন নাচি ভেদ নাহি এসকল দেবে এসকল দেব চৈতন্যের পদ সেবে ৷ পক্ষ মাত্র যদি লয় চৈতন্যের নাম। সেহ সত্য যাইবেক চেতন্যের ধাম ॥ সন্ন্যাসীও যদি নাহি মানে গৌরচন্দ্র জানিছ সে দুষ্টগণ জন্ম জন্ম অন্ধ ॥ যেন তপস্বীর বেশে থাকে বাটোয়ার। এইমত নিন্দক সন্ন্যাসী দুরাচার। নিন্দুক সন্যাসী বাটোয়ারে নাহি ভেদ। দুইতে নিন্দক বড় দ্রোহী কহে বেদ ৷ তথাহি । কপট পতিতঃ শ্রেষ্ঠে ষ একে ত্যবঃ স্বয়ং । বকরুিতিঃ স্বয়ং পাপঃ পাতয়ত্য পরনিপি। হরন্তি দস্যব কুট্যাং বিমোহ স্ত্রৈৰূর্ণাং ধনং। পাবিত্রৈ রতি তীক্ষুগ্রৈ" বানৈরেবং বকত্রতাঃ ॥ * ॥ ভালরে আইসে লোক তপস্বী দেখিতে ৷ সাধু নিন্দ শুনি মরি যায় ভালমতে ॥ সাধু নিন্দ শুনিলে সুরুতি হয় ক্ষয় । জন্ম জন্ম অধঃপাত চারি বেদে কয় ॥ বাটোয়ারে সবে মাত্র এক জন্ম মারে । জন্মে২ ক্ষণে২ নিন্দক সংহরে ৷ অতএব নিন্দক সন্যাসী বাটোয়ার। বাটোয়ার হৈতে এ অনন্ত ফুরাচার আব্রহ্ম স্তস্তাদি সব কৃষ্ণের বৈভব। নিন্দামাত কৃষ্ণ রুষ্ট কহে বেদ সব ॥ আনি মদক হয়ে সকৃত কৃষ্ণ বোলে। সত্য২ কৃষ্ণ তারে উদ্ধারিব হেলে ॥ চারিবেদ পড়ি য়াও যদি নিদাকরে । জন্ম২ কুন্তীপাকে ভুবিয়া সে মরে ৷ ভাগবত পড়িয়াও কারো বুদ্ধি নাশ। এই নবদ্বীপে গৌরচন্দ্রের প্রকাশ ॥ নামানে নিন্দক সব সে সব বিলাস ॥ চৈতন্য চরণে যার অাছে রতি মতি । জন্ম২ হয় যেন তাহার সং হতি । অষ্টসিদ্ধি যুক্ত চৈতন্যেতে ভক্তি শূন্য। কভু যেন না দেখি সে পাপি হীনপুণ্য । মুরারি গুপ্তেরে প্রভু শান্তন করিয়া । চলিলা আপন ঘরে হরষিত হৈয়া । হেনমতে মুরারি গুপ্তেরে আত্ম ভাব। আমি কি বলিব ব্যক্ত তাহার প্রভাব ॥ নিত্যানন্দ প্রভু মুখে বৈষ্ণবের তথ্য। কিছুই শুনিলাম সভার মহত্য ॥ জন্ম জন্ম নিত্যানন্দ হউ মোর পতি । যাহার প্রসাদে হৈল চৈতন্যেতে রতি। জয়২ জগন্নাথ মিশ্রের নন্দন । তোর নিত্যনন্দ হউ মোর প্রাণ ধন ॥ মোর প্রাণ নাথের জীবন বিশ্বম্ভর। এবড় ভরসা চিত্তে ধরিয়ে অন্তর ॥ শ্রীচৈতন্য নিত্যানন্দ চাদ পহু জান । বৃন্দাবন দাস তছু পদযুগে গান। ইতি মধ্যমণ্ডে ক্রমুরারি গুপ্তাখ্যান বিংশতি অধ্যায় ॥২• ।