পাতা:শ্রীশ্রীচৈতন্যভাগবত.djvu/২৪২

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

टेकठनाउाशंदष्ठ । `උද් ব্ৰহ্মচারী প্রতি কৃপা করিয়া ঠাকুর । আনন্দ আবেশ মৃত্য করেন প্রচুর । সেই বিপ্র চরণে আমার নমস্কার। চৈতন্যের দণ্ড হৈল হেন বুদ্ধি যার । এইমত প্রতি নিশা করয়ে কীৰ্ত্তন। দেখিবার শক্তি নাহি ধরে অন্যজন । অন্তরে দুঃখিত সব লোক নদীয়ার। সভে পাষণ্ডিরে মন্দ বলয়ে অপার পাপীষ্ঠ নিন্দক বুদ্ধি নাশের লাগিয়া । হেন মহোৎসব দেখিবারে নারে গিয়া। পাপীষ্ঠ পাষণ্ডী সব সবে নিন্দ জানে। বঞ্চিত হইয়া মরে এহেন কীৰ্ত্তনে ॥ পাপীষ্ঠ পাষণ্ডী লাগি নিমাঞি পণ্ডিত। ভালরে ও দ্বার নাহি দেয় কদাচিৎ ৷ তেঁহেঁ। সে কুষ্ণের ভক্ত জানেন সকল । তাহার হৃদয় পুণ্য পরম নিৰ্ম্মল । আমরা সভের যদি তাকে ভক্তি থাকে। তবে মৃত্য দেখিব অবশু কোন পাকে । কোন নগরিয়া বলে বসি থাক ভাই নয়ন ভরিয়া দেখিবাঙ এই ঠাঞি সংসার উদ্ধার লাগি নিমাঞি পণ্ডিত। নদীয়ার মাঝে আসি হইল বিদিত । ঘরে২ নগরে২ প্রতিদ্বারে । করি বেন সংকীৰ্ত্তন বলিল তোমারে ৷ ভাগ্যবন্ত নগরিয়া সৰ্ব্ব অবতারে । পণ্ডিতের গণ সব নিন্দ করিমরে । দিবস হইলে সব নগরিয়াগণ । প্ৰভু দেখিবার তরে করেন গমন । কেহ বা নূতন দ্রব্য কার হাতে কলা। কেহে মৃত কেহ দধি কেহ দিব্য মালা। লইয়া চলেন সতে প্ৰভু দেখিবারে। প্ৰভু দেখি সৰ্ব্বলোক দণ্ডবৎ করে। প্ৰভু বোলে কৃষ্ণভক্তি হউক সবার । কৃষ্ণনাম গুণ বহি ন বলিহ আর আপনে সভারে প্রভু করে উপদেশে। কৃষ্ণ নাম মহামন্ত্র শুনহ হরিষে ; হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ২ হরে২ হরে রাম হরে রাম রামং হরে ৷ প্ৰভু বোলে কহি লাম এই মহামন্ত্র। ইহা জপ গিয়া সভে করিয়া নিৰ্ব্বন্ধ । ইহা হৈতে সৰ্ব্বসিদ্ধি হইব সভার । সৰ্ব্বক্ষণ বল ইথে বিধি নাহি আর ঐ দশে পাচে মিলি নিজ দ্বারে তে বসিয়া। কীৰ্ত্তন করহ সভে হাতে তালী দিল্লী। হরয়ে নমকৃষ্ণ যাদবায় নম গোপাল গোবিন্দ রাম শ্ৰীমধুস্থদন। কীৰ্ত্তন কহিনু এই তোমা সভাকারে। স্ত্রী পুত্রে বাপে মেলি করগিয়া ঘরে । প্রভু মুখে মন্ত্র পাই সভার উল্লাস । দণ্ডবৎ করি সভে চলে নিজবাস ॥ নিরবধি সভেই জপেন কৃষ্ণ নাম। প্রভুর চরণ কায়মনে করি ধ্যান ॥ সন্ধ্যাহৈলে আপনার দ্বারে সবে মেলি । কীৰ্ত্তন করেন সভে দিয়; হাতে তালী ৷ এইমত নগরে২ সংকীৰ্ত্তন। করাইতে লাগিলেন শচীর নন্দন সভারে অসিয়া প্রভু আলিঙ্গন করে । আপন গলার মালা দেই সভাকারে । দন্তে তৃণ করি প্রভু পরিহার করে। অহন্নিশি ভাই সব ভজহু কৃষ্ণেরে। প্রভুর দেখিয়া আৰ্ত্তি কাব্দে সৰ্ব্বজন । কায়মন বাক্য লইলেন সংকীৰ্ত্তন। পরম আনন্দে সব নগরিয়াগণ । হাথে তালী দিয়া বোলে রাম নারায়ণ । মৃদঙ্গ মন্দির শঙ্খ আছে সৰ্ব্ব ঘরে। দুর্গোৎসব কালে বাদ্য বাজাবার তরে। সেই সব বাদাইবে কীৰ্ত্তন সময়ে। গায়েন বায়েন সত্তে আনন্দ হৃদয়ে । হরিও রাম রাম হরিও রাম ৷ এইমত