পাতা:শ্রীশ্রীচৈতন্যভাগবত.djvu/৩০৮

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

চৈতন্যভাগবত । · උ ඌ ল বাসারে । ঈশ্বরে সে জানে ভক্ত মহিমা বাড়াতে হেন প্রভু ন ভজে কৃতজ কেনমতে ॥ ভক্ত রক্ষা লাগি প্রভু করে অবতার। নিরবধি ভক্ত সঙ্গে করেন বিহার। অকৰ্ত্তব্য করে প্রভু সেবক রাখিতে। তার সাক্ষী বালিবধ সুগ্ৰীব নি মিত্তে ॥ সেবকের দাস্য প্রভু, করে নিজানন্দে। অজয় চৈতন্য সিংহ জিনে ভক্ত বৃন্দে ॥ ভক্তগণ সঙ্গে প্রভু সমুদ্রের তীরে । সৰ্ব্ব বৈকুণ্ঠাদিনাথ কীৰ্ত্তৰে বিহুরে । বাসা করিলেন প্রভু সমুদ্রের তীরে । বিহরেণ প্রভু ভক্তি আনন্দ সাগরে ৷ এই অবতারে সিন্ধু কৃতাৰ্থ হইতে । অতএব লক্ষী জন্মিলেন তাহ হৈতে ॥ নীলা চল বাসির যে কিছু পাপ হয়। অতএব সিন্ধু স্নানে সব যায় ক্ষয় । অতএব গঙ্গাদেবী বেগবতী হঞা । সেই ভাগ্যে সিন্ধু তীরে মিলিল আসিয় ॥ হেনমতে সিন্ধু তীরে শ্ৰীকৃষ্ণ চৈতন্য। বৈসেন সকল মতে সিন্ধু করি ধন্য। যে সময়ে ঈশ্বর আইলা নীলাচলে। তখনে প্রতাপ রুদ্র নাহিক উৎকলে। যুদ্ধ রসে গিয়াছেন বিজয়া নগরে। অতএব প্রভু নাহি দেখিলা সেবারে । ঠাকুর থাকিয় কথোদিন নীলাচলে। পুনঃ গৌড়দেশে আইলেন কুতুহলে। গঙ্গা প্রতি মহা অনুরাগ বা ড্রাইয়া। অতি শীঘু গৌড়দেশে আইলা চলিয়। সাৰ্ব্বভৌম ভ্রাতা বিদ্যা বাচস্প তি নাম। শান্ত দান্ত ধৰ্ম্মশীল মহা ভাগ্যবান ॥ সব পারিষদ সঙ্গে ঐগেীর সুন্দর আচম্বিতে আসি উত্তরিলা তার ঘর। বৈকুণ্ঠ নায়ক গৃহে অতিথি পাইয়া। পড়ি লেন বাচস্পতি দণ্ডবৎ হঞা ॥ হেন সে আনন্দ হৈল বিপ্রের শরীরে। কি বিধি করিব তাহা কিছুই না ফুরে ॥ প্রভুও তাছানে করিলেন আলিঙ্গন। প্রভু বলে শুন কিছু আমার বচন। চিত্ত মোর হইয়াছে মথুরা যাইতে । কথোদিন গঙ্গাস্নান করিব এথাতে ॥ ব্রিভৃতে আমীরে একখানি দিবা স্থান। যেন কথোদিন মুfএৎকারে! গঙ্গাস্নান। তবে শেষে মোরে মথুরার চালাইবা । যদি মোরে চাহ ইহ অবশ্য করিবা। শুনিয়া প্রভুর বাক্য বিদ্যাবাচস্পতি । নাগিলেন কহিতে হইয়া নত্র মতি ॥ বিপ্র বলে ভাগ্য সৰ্ব্ব বংশের আমার । যথায় চরণধুলি আইল তোমার সুখে থাক তুমি কেহ নাজানিব আর । মোর ঘর দ্বার যত সকল তোমার ॥ শুনি তার বাক্য প্রভু সস্তোষ হইলা । তান ভাগ্যে কথোদিন সেখানে রহিলা। সুৰ্য্যের উদয় কি কখন গোপ্য হয় । সৰ্ব্বলোকে শুনিলেক প্রভুর বিজয় ॥ নবদ্বীপ আদি সৰ্ব্বদিগে হৈল স্বনি । বাচস্পতি ঘরে আইলেন ন্যসীমণি ॥ গুনিয়া লোকের হৈল চিত্তের উল্লাস। স্বশরীরে যেন হৈল বৈকুণ্ঠেতে বাস । আনন্দে সকল লোক বলে হরি২ | স্ত্রী পুত্ৰ দেখ গৃহ সকল পাসরি । অন্যোন্যে সৰ্ব্বলোকে করে কোলাহল । চল দেখি গিয়া তান চরণ যুগল । এতবলি সৰ্ব্ব লোক পরম উল্লাসে । চলিলেন কেহকারে রছিনা সম্ভাসে ॥ অনন্ত অৰ্ব্ব দ লোক বলে ইরি হরি চলিলেন দেখিবারে গৌরাঙ্গ শ্ৰীহরি ; পথ নাহি পায় লোক লোকের গল্প নে । বন 'ं