পাতা:শ্রীশ্রীচৈতন্যভাগবত.djvu/৩১৩

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

Nうク অন্তখণ্ড অগ্রগণ্য নিতানন্দ রায় । কখন ধরিয়া তারে আপনে নাচায়। আপনে কখন মৃত্য করে তান সঙ্গে। আপনে বিহ্বল আপনার প্রেমরঙ্গে ৷ নৃত্য করে মহা প্রভু করি সিংহনাদ । যে নাদ শ্রবণে খণ্ডে সকল বিষাদ । যার রসে মত্ত বস্ত্র না জানে শঙ্কর। হেন প্রভু নাচে সৰ্ব্বলোকের ভিতর ॥ অনন্ত ব্ৰহ্মাণ্ড হয় যার শক্তি বশে । সে প্রভু নাচয়ে পৃথীবিতে প্রেমরসে। যে প্ৰভু দেখিতে সৰ্ব্ববেদে কাম্য করে। সে প্রভু নাচয়ে সৰ্ব্ব জীবের গোচরে ৷ এইমত সৰ্ব্বলোক মহান ন্দে ভাসে। সংসার তরল চৈতন্যের পরকাশে ॥ যতেক আইসে লোক দশদিগ হৈতে। সভেই আসিয়া দেখে প্রভুরে নাচিতে ॥ বাহনাহি প্রভুর বিহ্বল প্রেম রসে। দেখি সৰ্ব্বলোক সুখসিন্ধুমাঝে ভাসে। কুলিয়ার প্রকাশে যতেক পাপী ছিল। উত্তম মধ্যম নীচ সভে পার হৈল । কুলিয়া গ্রামেতে চৈতন্যের পরকাশ। ইহার শ্রবণে সৰ্ব্ব কৰ্ম্ম বন্ধনাশ ॥ সকল জীবেরে প্রভু দরশন দিয়া । সুখময় চিত্তবিত্ত সভার করিয়া । তবে সব আপন পার্ষদগণ লঞ। বসিলেন মহাপ্রভু বাহ প্রকাশিয়া । হেনই সময়ে এক আসিয়া ব্রাহ্মণ। দৃঢ় করি ধরিলেন প্রভুর চরণ। বিপ্র বলে প্ৰভু মোর এক নিবেন। আছে তাহা কহি যদি ক্ষণে দেহ মন ॥ ভক্তির প্রভাব মুঞি পাপী না জানিয়া । বিস্তর করিমু নিন্দ আপন খাইয়া । কলিযুগে কিসের বৈষ্ণব কি কীৰ্ত্তন । এইমত অনেক নিন্দিনু অনুক্ষণ ॥ এবে প্রভু সেই পাপ কৰ্ম্ম সঙরিতে। অনুক্ষণ চিত্ত মোর দহে সৰ্ব্বমতে ॥ সংসার উদ্ধার সিংহ তোমার প্রতাপ । বল মোর কিৰূপে খণ্ড য়ে সেই পাপ শুনি প্রভু অকৈতব বিপ্রের বচন। হাসিয়া উপায় কহে শ্ৰীশচী নন্দন ॥ শুন বিপ্ৰ বিষ করি যে মুখে ভক্ষণ । সেই মুখে করি যবে অমৃত গ্রহণ বিষ হয় জীর্ণ দেহ হয়ত অমর। অমৃত প্রভাব ইবে শুন সে উত্তর ॥ ন জানি য়া তুমি যত করিলা নিন্দন। সে কেবল বিষ তুমি করিলা ভোজন ॥ পরম অমৃত এবে কৃষ্ণ গুণ নাম। নিরবধি সেই মুখে কর তুমি পান। যে মুখে করিল। তুমি বৈষ্ণব নিন্দন। সেই মুখে কর তুমি বৈষ্ণব নিন্দন ॥ সভা হৈতে ভক্তের মহিমা বাঢ়াইয়া । সংগীত কবিত্ব ভক্তি মত করগিয়া ৷ কৃষ্ণ যশ পরানন্দে অমৃ তে তোমার। নিন্দ বিষ যত সব করিব সংহার ৷ এইসত্য কহি তোমা সভারে কেবল। নাজানিয়া নিন্দ যেবা করিলা সকল। আর যদি নিন্দ কৰ্ম্ম কভন আচার। নিরন্তর বিষ্ণু বৈষ্ণবের স্তুতি কর । এসকল পাপ ঘুচে এইসে উপায় কোটি প্রায়শ্চিত্তেও অন্যথা নাহি যায়। চল বিপ্র করগিয়া ভক্তের বর্ণন। তবে সে তোমার সব পাপ বিমোচন। সকল বৈষ্ণব প্রমুখের বাক্য শুনি। আনন্দে করেন জয়২ হরিদ্বনি ॥ নিন্দ পাতকের এই প্রায়শ্চিত্ত সার । কহিলেন শ্ৰীগৌর সুন্দর অবতার ৷ এই আজ্ঞা যেন মানে নিন্দে সাধুজন । দুঃখ সিন্ধুমাঝে