পাতা:শ্রীশ্রীচৈতন্যভাগবত.djvu/৩১৭

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

c. 3 अनृ१५४ তথাপিও প্ৰভু দেখি সভার সন্তোষ । দূরে থাকি সৰ্ব্বলোক দণ্ডবৎ করি। সভে মেলি উচ্চ করি বলে হরি হরি। শুনিমাত্র প্রভু হরি নাম লোক মুখে । বিশেষে উল্লাস বাড়ে প্রেমানন্দ মুখে । বোল বোল বোল প্রভু বলে বাহু তুলি। বিশে ষে বলেন সভে হয় কুতুহলী ॥ হেন সে আনন্দ প্রকাশেন গেীর রায়। ষবনেও বলে হরি অন্যের কিদায় । যবনেও দুরে থাকি করে নমস্কার । হেন গৌর চন্দ্রের কারুণ্য অবতার। তিলাদ্ধেক প্রভুর নাহিক অন্যকৰ্ম্ম। নিরন্তর লওয়ায়েন সংকীৰ্ত্তন ধৰ্ম্ম । চতুদিগে হৈতে লোক আইসে দেখিতে। দেখিয়া কাহার চিত্ত নালয় যাইতে ॥ সভে মেলি আনন্দে করেন হরিধনি । নিরন্তর চতুর্দিগে আর নাহি শুনি । নিকটে যবন রাজ পরম দুৰ্ব্বার। তথাপিও চিত্তে ভয় না জন্মে কাহার ॥ নির্ভয় হইয়া সৰ্ব্বলোক বলে হরি । দুঃখ শোক ঘর দ্বার সকল পাস রি ॥ কোতোয়াল গিয়া কহিলেক রাজস্থনে এক ন্যাসী আসিয়াছ রামকেলি গ্রামে । নিরবধি করয়ে ভূতের সংকীৰ্ত্তন । নাজানি তাহার স্থানে মিলে কত জন ॥ রাজ বলে কহ কহ সন্ন্যাসী কেমন । কিখায় কিনাম কেমন দেহের গঠন । কোতোয়াল বলে শুন শুনহ গোসাঞি । এমন অদ্ভুত কভু দেখি শুনি নাই ৷ সন্ন্যাসির শরীরের সৌন্দর্য্য দেখিতে । কাম দেব মোহ হেন নাপারি বলিতে । জিনিয়া কনক কান্তি প্রকাগু শরীর । আজানু লম্বিত ভুজ মুনাভি গভীর। সিংহ গ্রীব গজস্কন্ধ কমল নয়ন । কোটিচন্দ্র সে মুখের নাহি করি সম । সুরঙ্গ অধর মুক্ত জিনিয়া দশন। কাম শরাসন যেন ক্রভঙ্গ পত্তন । সুতুঙ্গ স্থপীন বক্ষ লেপিত চন্দন । মহাকোটি তটে শোভে অরুণ বসন ৷ রাস্তুল চরণ যেন কমল যুগল। দশ নখ যেন দশ দর্পণ নিৰ্ম্মল । কোনবা রাজ্যের কোন রাজার নন্দন। জ্ঞান পাই ন্যাসী হই করয়ে ভ্রমণ। নবনীত হৈতেও কোমল সৰ্ব্ব অঙ্গ। তাহাতে অন্তত শুন আছাড়ের রঙ্গ এক দণ্ডে পড়েন আছাড় শত শত। পাষাণ ভাঙ্গয়ে তভো অঙ্গ নহে ক্ষত ॥ নিরস্তুর সন্ন্যাসির উদ্ধ রোমাবলী। পনষের প্রায় যেন পুলক মুণ্ডলী ॥ ক্ষণে২ সন্ন্যাসির হেন কম্প হয়। সহস্ৰ জনেও ধরিবারে শক্তি নয় ॥ দুই লো চনের জল অস্ত ত দেখিতে। কত নদী বহে হেন না পারি কহিতে ॥ কখন বা সন্ন্য। সির হেন হাস্য হয়। অট্ট২ দুই প্রহরেও ক্ষমানয় । কখন মুচ্ছিত হয় শুনিয়া কীৰ্ত্তন। সতে ভয় পায় কিছু না থাকে চেতন ৷ বাহু তুলি নিরস্তর বলে হরি নাম। ভোজন শয়ন কিছু নাহি আর কাম । চতুর্দিগে থাকি লোক আইসে দেখিতে । কাহার না লয় চিত্ত ঘরেতে যাইতে । কত দেখিয়াছি আমি ন্যাসী যোগী জ্ঞানী। এমত অস্তুত কভো দেখি নাহি শুনি। কছিলাম এই মহ রাজ তোম স্থানে। দেশ ধন্য হৈল এ পুরুষ আগমনে ॥ নাখায় ন লয় কার