পাতা:শ্রীশ্রীচৈতন্যভাগবত.djvu/৩৩৪

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

চৈতন্যভাগবত । কুম্প্রাপ্য ○ > ঐবাসের উদার চরিত্র। ত্রিভুবন হয় যার স্মর বাইরে ଝି বলেন চৈত ন্যেরে শ্ৰীনিবাস । যার ঘরে চৈতন্যের সকল বিলাস ॥ হেন রঙ্গে ঐবাস মন্দিরে গৌররায়। রছিলেন কথোদিন শ্ৰীবাস ইচ্ছায়। ঠাকুর পণ্ডিত সৰ্ব্ব গোষ্ঠীর সহিতে। আনন্দে ভাসেন প্ৰভু দেখিতে দেখিতে । কথোদিন থাকি প্রভু শ্ৰীবাসের ঘরে। তরে গেল পানিহাটী রাঘব মন্দিরে । কৃষ্ণ কার্য্যে আছেন ঐরাঘব পণ্ডিত। সমুখে শ্ৰীগৌরচন্দ্র হইল বিদিত ॥ প্রাণনাথ দেখিয়া শ্রীরাঘব পণ্ডিত। দশুবৎ হইয়া পডিলা পৃথিবীত ॥ দৃঢ় করি ধরি রম। বল্লভ চরণ আনন্দে রাঘবানন্দ করেন ক্ৰন্দন ॥ প্রভুও রাঘব পণ্ডিতেরে করি কোলে। সিঞ্চি লেন অঙ্গ তান প্রেমানন্দ জলে ॥ হেন সে আনন্দ হৈল রাঘব শরীরে । কোন বিধি করিবেন কিছুই নাফুরে । রাঘবের ভক্তি দেখি ঐবৈকুণ্ঠ নাথ । রাঘবেরে করিলেন শুভ দৃষ্টিপাত ৷ প্ৰভু বলে রাঘবের আলয়ে আসিয়া। পাসরিনু সব দুঃখ রাঘব দেখিয়া । গঙ্গায় মজন কৈলে যে সন্তোষ হয়। সেই মুখ পাই লাম রাঘর আলয় ৷ হাসি বলে প্রভু শুন রাঘব পণ্ডিত। কৃষ্ণের রন্ধন গিয়া করহ ত্বরিত ॥ আজ্ঞা পাই রাঘব পরম সন্তোষে । চলিলেন রন্ধন করিতে প্রেম রসে। চিত্ত বিত্ত মানস যতেক আপনার । সেইমত পাক বিপ্র করিলা অপার আইলেন মহাপ্রভু করিতে ভোজন। নিস্তানন্দ সঙ্গে আর যত আপ্তগণ ॥ ভোজন করেন গৌরচন্দ্র লক্ষ্মীকান্ত । সকল ব্যঞ্জন প্রভু প্রসংশে একান্ত ॥ প্রভু বলে রাঘবের কি সুন্দর পাক । এমত কোথাও আমি নাহি খাই শাক ॥ শাকেতে প্রভুর প্রীত রাঘব জানিয়া। রান্ধিয়া আছেন শাক বিবিধ করিয়৷ এইমত রঙ্গে প্রভু করিয়া ভোজন। বসিলেন গিয়া প্রভু করি আচমন । রাঘব মন্দিরে শুনি ঐগেীরসুন্দর। গদাধর দাস ধাই আইলা সম্বর। প্রভুর পরম প্রিয় গদাধর দাস ভক্তি সুখে পূর্ণ যার বিগ্রহ প্রকাশ। প্রভুও দেখিয়া গদাধর সুরুতিরে। শ্রীচরণ তুলিয়া দিলেন তার শিরে। পুরন্দর পণ্ডিত পরমেশ্বর দাস। যাহার বিগ্রহে গৌরচন্দ্রের প্রকাশ ॥ সত্বরে ধাইয়া আইলেন সেইক্ষণে। প্রভু দেখি প্রেম যোগে কান্দে দুইজনে ॥ রঘুনাথ বৈদ্য আইলেন ততক্ষণে। পরম বৈষ্ণব অন্ত নাহি যার গুণে ॥ এইমত যথা যত বৈষ্ণব আছিল । সভেই প্রভুর স্থানে অসি য়া মিলিলা ॥ পানিহাটী গ্রামে হৈল পরম আনন্দ । আপনে সাক্ষাৎ যথ। প্রভু গৌরচন্দ্র ॥ রাঘব পণ্ডিত প্রতি শ্ৰীগেীরসুন্দর । নিভৃতে করিলা কিছু মধুর উত্তর । রাঘব তোমারে আমি নিজ গোপ্য কহি । আমার দ্বিতীয় নাহি নিত্য নন্দ বহি ৷ এই নিত্যানন্দ যেই করায় আমারে । সেই করি আমি এই বলিল তোমারে। আমার সকল কৰ্ম্ম নিত্যানন্দ দ্বারে । এই আমি অকপটে কহিল তোমারে। যেই অামি সেই নিত্যানন্দ ভেদ নাই। তোমার ঘরেই সব জানিব