পাতা:শ্রীশ্রীচৈতন্যভাগবত.djvu/৩৪৭

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

१९ অস্তুখ গু পাচনী জঠরতটে শোভে। যার দরশনে ধানে জগমন লোভে। রজত নুপুর মল্ল শোভে শ্রীচরণে | পরম মধুর ধনি গজেন্দ্র গমনে ॥ যেদিগে চাহেন মহ প্রভু নিতানন্দ । সেই দিগে হয় কৃষ্ণ রস মূৰ্ত্তিমস্ত। হেনমতে নিতানন্দ পরম কৌতুকে। আছেন চৈতন্য জন্মভূমি নবদ্বীপে । নবদ্বীপ যেহেন মথুরা রাজধানী। কত২ লোক অাছে অন্ত নাহি জানি ॥ হেনসব সুজন আছেন যাহা দেখি। সৰ্ব্ব মহাপাপ হৈতে মুক্ত ছয় পাপী ! তথিমধ্যে দুর্জনেও কতো কতে বৈসে । সৰ্ব্ব ধৰ্ম্ম ঘুচে তার ছায়ার পরশে । তাহারাও নিতানন্দ প্রভুর রূপায়। কৃষ্ণে রতি মতি হৈল অতি অমায়ায় ॥ আপনে চৈতন্য কথো করিলা মোচন। নিতানন্দ দ্বারে উদ্ধারিল ত্রিভুবন । চোর দস্থ অধম পতিত নাম যার। নানামতে নিত্য নন্দ কৈলেন উদ্ধার । শুনহ নিত্যনন্দ প্রভুর আখ্যান। চোর দসু্য যেনতে করিল পরিত্রাণ ॥ নবদ্বীপে বৈসে এক ব্রাহ্মণ কুমার। তাহার সমান চোর দকু নাহি অর। যত চোর দস্থ্য তার মহা সেনাপতি ॥ নাম সে ব্রাহ্মণ অতি পরম কুমতি । পরবধে দয়ামাত্র নাহিক শরীরে। নিরন্তর দমু্যগণ সংহতি বিহরে ॥ নিত্যানন্দ স্বৰূপের অঙ্গে অলঙ্কার । সুবর্ণ প্রবাল মণি মুক্ত দিব্যহার ॥ প্রভুর ঐঅঙ্গে দেখি বহুবিধ ধন । হরিতে হইল দসু্য ব্রাহ্মণের মন ॥ মায়া করি নিরবধি নিত্য। নন্দ সঙ্গে। ভ্রময়ে তাহার ধন হরিবার রঙ্গে ৷ অন্তরে পরম দুষ্ট বিপ্র ভাল নহে । জানিলেন নিত্যানন্দ অনন্ত হৃদয়ে ॥ হিরণ্য পণ্ডিত নামে এক সুব্রাহ্মণ সেই নবদ্বীপে বৈসে মহা অকিঞ্চন ॥ সেই ভাগ্যবন্তের মন্দিরে নিত্যানন্দ । থাকি ল। বিরলে প্রভু হইয়া অসঙ্গ। সেই দুষ্ট ব্রাহ্মণ পরম দুষ্ট মতি । লইয়া সকল দস্থ্য করয়ে যুকতি । আরে ভাই সব আর কেনে দুঃখ পাই । চণ্ডীমায়ে নিধি মিলাইল এই ঠাঞি ॥ এই অবধূতের অঙ্গেতে অলঙ্কার। সোনা মুক্ত হিরাকস বহি নাহি আর । কত লক্ষ টাকার পদার্থ নাহি জানি । চণ্ডীমায়ে এক ঠাঞি মিলাইল আনি । শূন্য বাডি মাঝে থাকে হিরণ্যের ঘরে । কাটিয়া আনিব এক দণ্ডের ভিতরে ॥ ঢাল খাড়া লই সভে হও সমরায় । আজি গিয়া হানা দিব কথোক নিশায়। এইমত যুক্তি করি সব দক্ষগণ। সভে নিশাভাগ করি করিল গমন ॥ খাড ছুরি ত্রিশূল লইয়া জনে জনে। আসিয়া মিলিলা নিত্যানন্দ যেই স্থানে ॥ এক স্থানে রহিয়া সকল দসু্যগণ । আগে চর পাঠাইয়া দিল একজন নিত্যানন্দ মহাপ্রভু করেন ভোজন । চতুর্দিগে হরিনাম লয় ভক্তগণ কৃষ্ণানন্দ মত্ত নিত্যানন্দ ভূত্যগণ । কেহ করে সিংহনাদ কেহব। গজ্জন ৷ ক্ৰন্দন করয়ে কেহ পরানন্দ রসে । কেহ করতালি দিয়া অট্টঅট্ট হাসে ॥ ইহই হায় হায় করে কোন জনে। কৃষ্ণানন্দে নিদ্রা নাহি সভে সচেতনে ॥ চরে আসি কহিলেক দক্ষুগণ স্থানে। ভাত খায় অবধূত জাগে সৰ্ব্বজনে। দস্থ্যগণ