পাতা:শ্রীশ্রীচৈতন্যভাগবত.djvu/৩৫২

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

চৈতন্যভাগবত । ११ বিনে ॥ পতিত তারণ হেতু চৈতন্য গোসাঞি অবতরি অাছেন ইহাতে অন্য নাঞি শুন বিপ্ৰ যতেক পাতক কৈলি ভুঞি । আর যদি না করিস সব নিম্ন মুঞি । পরহিংসা ডাকাচুরি সব অনাচার। ছাঢ় গিয়া সব তুমি না করিহ আর ধৰ্ম্ম পথে গিয়া তুমি লও হরিনাম । তবে তুমি অন্যেরে করিব পরিত্রাণ ॥ যত চোর দস্থ্য সব ডাকিয়া আনিয়া । ধৰ্ম্ম পথ সভারে লওয়াও তুমি গিয়া। এতবলি আপন গলার মালা আনি । তুষ্ট হই ব্রাহ্মণেরে দিলেন আপনি ॥ মহা জয় জয় ধনি হইল তখন। বিপ্রের হইল সৰ্ব্ব বন্ধ বিমোচন। কাকু করে বিপ্রবর চরণে ধরিয়া। ক্ৰন্দন করয়ে অতি ডাকিয়া ডাকিয় ৷ প্ৰভু মোর নিত্যানন্দ পাতকী পাবন । মুঞি পাতকিরে দেহ চরণে শরণ ॥ তোমার হিংসাতে হৈল মোর এই মতি। মুঞি পাপীষ্ঠের কোন লোকে হৈবে গতি । নিতানন্দ মহাপ্রভু করু ণ সাগর। পাদপদ্ম দিলা তার মন্তক উপর ॥ চরণারবিন্দ পাই মস্তকে প্রসাদ ব্রাহ্মণের খণ্ডিল সকল অপরাধ ৷ সেই বিপ্র দ্বারে যত চোর দস্তাগণ । ধৰ্ম্ম পথে লইলেন চৈতন্য শরণ ॥ ডাকাচুরি পরহিংসা ছাড়ি অনাচার। সভে লই লেন অতি সাধু ব্যবহার ॥ সভেই লয়েন হরিনাম লক্ষ লক্ষ । সভে লইলেন বিষ্ণু তক্তি যোগ দক্ষ কৃষ্ণপ্রেমে মত্ত কৃষ্ণগায় নিরন্তর । নিত্যানন্দ প্রভু হেন করুণ সাগর ॥ অন্য অবতারে কেহ ঝাট নাহি পায় । ‘নিরবধি নিত্যানন্দ চৈতন্য লওয়ায়। যে ব্রাহ্মণ নিত্যানন্দ স্বৰূপ না মানে। তাহারে লওয়ায় সেই চোর দস্থ্যগণে ॥ যোগেশ্বর সব বাঞ্ছে যে প্রেম বিকার । যে অশ্রু যে কম্প যেবা পুলক হুঙ্কার। চোর ডাকাইতের হইল যেন ভক্তি। দেখ দেখ অবধূত চন্দ্রের এ শক্তি ভজ ভজ ভাই হেন প্রভু নিতানন্দ। যাহার প্রসাদে পাই প্ৰভু গৌরচন্দ্র ৷ যে শুনয়ে নিত্যানন্দ প্রভুর আখ্যান। তাহারে মিলয়ে গৌরচন্দ্র ভগবান। দস্থ্যগণ মোচন যে চিত্ত দিয়া শুনে । নিতানন্দ চৈতন্য দেখিবে সেই জনে ॥ হেনমতে নিত্যানন্দ স্বৰূপ কৌতুকে। বিহরেন অভয় পরমানন্দ সুখে। নিজানন্দে সকল পার্ষদগণ সঙ্গে। প্রতি গ্রামে গ্রামে ফিরেণ সংকীৰ্ত্তন রঙ্গে ॥ খান চৌতা বড গাছি আর দোগাছিয়' । গঙ্গার ওপার কভে যায়েন কুলিয়া । বিশেষ সুরুতি অতি বডগাছি গ্রাম। নিত্যানন্দ স্বৰূপের বিহারের স্থান ॥ নিত্যানন্দ স্বন্ধ পের পারিষদগণ । নিরবধি সভেই পরমানন্দ মন ॥ কারো কানো কৰ্ম্ম নাহি সংকীৰ্ত্তন বিনে। সভার গোপাল ভাব বাড়ে ক্ষণে ক্ষণে ॥ বেত্রবংশী সিঙ্গাছাদ দড়ি গুঞ্জাহার। তাড় খাড় গায়ে পায়ে নুপুর সভার। নিরবধি সভার শরীরে কৃষ্ণ ভাব। অশ্রুকম্প পুলক যতেক অনুরাগ। সভার সৌন্দৰ্য যেন অভিন্ন মদন । নিরবধি সভেই করেন সংকীৰ্ত্তন। পাইয়া অভয় স্বামি প্রভু নি ত্যানন্দ নিরবধি কৌতুকে থাকেন ভক্তবৃন্দ। নিত্যানন্দ স্বৰূপের দাসের