পাতা:শ্রীশ্রীচৈতন্যভাগবত.djvu/৩৬

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

চৈতন্যভাগবত । 업 সে আসনে। সব খাই পরি তবে করে পলায়নে ॥ আরো বলে তুসি কেনে দুঃখ ভাবে মনে। যার লাগি কৈলে সেই খাইল আপনে ॥ কেহো বলে সন্ধ্যা করি জলেতে নাম্বিয়। ডুবদিয়া লৈয়া যায় চরণে ধরিয়া ॥ কেহো বলে আমার না রহে সাজি ধুতি । কেহে বলে আমার চোরায় গীতা পুথি । কেহো বলে পুত্ৰ আতি বালক আমার । কর্ণে জল দিয়া তারে কান্দায় অপার ॥ কেহে বলে মোর পিষ্ঠদিয়া কৗন্ধে চড়ে । মুঞিরে মহেশ বলি বাপ দিয়া পড়ে। কেহে বলে বৈসে মোর পূজার আসনে। নৈবেদ্য খাইয়া বিষ্ণু পূজয়ে আপনে। স্নান করি উঠিলেই বালুকা দেয় অঙ্গে। যতেক চপল শিশু সব তার সঙ্গে। স্ত্রী বাসে পুরুষ বাস করয়ে বদল। পরিবার বেল সভে লজ্জায়ে বিকল ॥ পরম বান্ধব তুমি মিশ্র গজন্নাথ । নিতি এই মত করে কহিল তোমাত ৷ দুই প্রহরেও নাহি উঠে জল হৈতে। দেহবা তাহার ভাল থাকিব কেমতে ॥ হেনকালে আইলেন যতেক বালিকা। কোপ মনে আইলা সভে শচীদেবী যথা ॥ শচী সম্বোধিয়া সভে বলেন বচন। শুন ঠাকুরাণী নিজ পুত্রের করণ। বসন করয়ে চুরি বলে অতি মন্দ । উত্তর করিলে জল দেয় করে দন্দ্র ৷ ব্ৰত করিবারে যত আনি ফুল ফল । ছড়া ইয়৷ পেলে বল করিয়া সকল ॥ স্নান করি উঠিলে বালুক দেই অঙ্গে । যতেক চপল শিশু সব তার সঙ্গে ॥ অলক্ষিতে আসি কর্ণে বলে বড় বেলি ] কেহে বলে মোর মুখে দিলেক কুল্লোল। ওকড়ার বিচি দেয় কেশের ভিতরে। কেহে৷ বলে মোরে চাহে বিবা করিবারে ॥ প্রতি দিন এই মত করে ব্যবহার । তে৷ মার নিমঞি কিবা রাজার কুমার । পুরুবে শুনিল যেন নন্দের কুমার। সেই মত তোমার পুত্রের ব্যবহার। দুঃখে মাত্র বাপেরে বলিব যেই দিনে। ততক্ষণ কন্দল হইবে তোমা সনে ॥ নিবারণ কর ঝাট আপন ছাওয়াল। নদীয়ায় হেন কৰ্ম্ম নহিবেক ভাল। শুনিয়া হাসেন মহা প্রভুর জননী। সভা কোলে করিয়া ক হেন প্রিয় বাণী ॥ নিমাঞি আইলে আজি এড়িব বান্ধিয়া। আর যেন উপদ্র না করে কভু গিয়। শচীর চরণ ধূলী লঞ সভে শিরে। সভেচলিলেন গঙ্গাস্নান করি বfরে। যতেক চাঞ্চল্য প্রভু করে যার সনে। পরমার্গে সভার সম্ভোষ হয় মনে ॥ কেীৰ্ত্তকে কহিতে আইসেন মিশ্র স্থানে । শুনি মিশ্র তজ্জে গজ্জে স দম্ভ বচনে ॥ নিরবধি অব্যবহার করে যে সভার । ভালমতে গঙ্গাস্নান না দেয় করিবার। এই বাট যাঙ তার শাস্তি করিবারে । সভে রাখিলেন কেহ রাখিতে না পারে। ক্রোধ করি যখন চলিলা মিশ্রবর। জানিলাগৌরাঙ্গ সৰ্ব্বভূতের ঈশ্বর ॥ গঙ্গাঙ্গলে কেলি করে গৌরাঙ্গ সুন্দর। সৰ্ব্ব বালকের মধ্যে অতি মনোহর। কুম। রিকাগণ বলে শুন বিশ্বম্ভর । মিশ্র আইলেন এই পলাহ সম্বর । শিশুগণ সঙ্গে প্ৰভু যায় ধরিবারে। পলাইল ব্রাহ্মণ কুমারী সব ডরে। সভারে শিখান প্রভু মিশ্রে কহিবার। স্নানে নাহি আইলেন তোমার কুমার। সেই পথে গেল। ঘর পড়িয়া