পাতা:শ্রীশ্রীচৈতন্যভাগবত.djvu/৩৯

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

\o о f前 3 噸 ৰূপ ভগবান। না শুনে অভীষ্ট কৃষ্ণচন্দ্রের অাখ্যান ॥ গীত ভাগবত যে যেজনে বা পড়ায়। কৃষ্ণ ভক্তি ব্যাখ্যাকার না আইসে জিহ্বায়। কুতর্ক ঘুষিয়া সব অধ্য পক মরে। ভক্তিহেন নাম নাহি জানয়ে সংসারে । অদ্বৈত আচাৰ্য্য অাদি যত ভক্তগণ। জীবের কুমতি দেখি করয়ে ক্ৰন্দন। দুঃখে বিশ্বৰূপ প্ৰভু গুণে মনে মনে । না দেখিব লোক মুখ চলিবাঙ বনে ॥ উষঃকালে বিশ্বৰূপ করি গঙ্গাস্নান । অদ্বৈত সভায় আসি হয় উপস্থান ॥ সৰ্ব্বশীস্ত্রে বাখানয়ে কৃষ্ণভক্তি সার । শুনিয়া অদ্বৈত মুখে করয়ে হুঙ্কীর ॥ পূজাছাড়ি বিশ্বৰূপে ধরি করে কোলে ॥ আনন্দে বৈষ্ণব সব হরি হরি বোলে। কৃষ্ণানন্দ ভক্তগণ করে সিংহনাদ । কার চিত্তে আর নাহি স্ফুরয়ে বিষাদ ॥ বিশ্বৰূপ ছাড়ি কেহ নাহি যায় ঘরে । বিশ্বৰূপ না আইসে আপন মন্দিরে ॥ রন্ধন করিয়া শচী বোলে বিশ্বম্ভরে । তোমার অগ্রজে গিয়া আন হ সত্বরে ৷ মায়ের আদেশে প্রভু অদ্বৈত সভায়। প্রভু আইসেন জ্যেষ্ঠ নিবার ছ লায় ৷ আসিয়া দেখেন প্রভু বৈষ্ণব মণ্ডল । অন্যোন্যে করে কৃষ্ণ কথার মঙ্গল । আপন প্রস্ত,প শুনি শ্ৰীগৌরসুন্দর । সভারে করেন শুভদৃষ্টি মনোহর ॥ প্রতি অঙ্গে নিরুপম লাবন্যের সমা । কোটিচন্দ্র নহে এক নখের উপমা । দিগম্বর সর্ব অঙ্গ ধূলায় ধূষর। হাসিয়া অগ্রজ প্রতি করয়ে উত্তর। ভোজনে আইস ভাই ডাক য়ে জননী । অগ্রজ বসনধরি চলয়ে আপনি ॥ দেখি সে মোহন ৰূপ সৰ্ব্ব ভক্তগণ । চকিত হইয়া সম্ভে করে নিরীক্ষণ ॥ সমাধির প্রায় হই চাহে ভক্তগণে । কৃষ্ণের কখন কারু না আইসে বদনে। প্রভু দেখি ভক্তমোহ স্বভাবেই হয়। বিনি অনুভ বেও দাসের চিত্তনয় ॥ প্রভুও আপন ভক্তের চিত্ত হরে। একথ। বুঝিতে অন্যজন নাহি পারে ॥ এরহস্য বিদিত করিলা ভাগবতে। পরিক্ষীত শুনিলেন শুকদেব হৈতে ॥ প্রসঙ্গে শুনহ ভাগবতের আখ্যান । শুক পরিক্ষীতের সংবাদ অনুপ ম। এই গৌরচন্দ্র যবে জন্মিলা গোকুলে। শিশু সঙ্গে গৃহে২ ক্রীড়া করি বুলে। জন্মহৈতে প্রভুরে সকল গোপীগণে। নিজপুত্র হইতেও স্নেহ করে মনে ॥ যদ্য পি ঈশ্বর বুদ্ধে না জানে কৃষ্ণেরে। স্বভাবেই পুত্রহৈতে বড়ম্নেহ করে। শুনিয়া বি স্মিত বড় রাজ পরিক্ষীত। শুকস্থানে জিজ্ঞাসেন হই পুলকিত ॥ পরম অদ্ভুত কথা কহিলে গোসাঞি। ত্রিভুবনে এমত কোথাও শুনি নাই ৷ নিজপুত্ৰ হৈতে পরতনয় কৃষ্ণেরে । কহদেখি সেহহইল কেমন প্রকারে । শ্ৰীশুকে কহেন শুন রাজ পরীক্ষিত। পরমাত্মা সৰ্ব্বদেহে বল্লব বিদিত ॥ আত্মা বিনে বিফল সে যত বন্ধুগণ ॥ গৃহে হৈতে বাহির করয়ে ততক্ষণ ॥ অতএব পরমাত্মা সভার জীবন। সেই পর মাত্মা এই শ্রীনন্দনন্দন ॥ অতএব পরমাত্মা সভার কারণে কৃষ্ণেতে অধিক স্নেহ করে গোপীগণে ॥ এহোকথা ভক্তপ্রতি অন্যপ্রতি নয়। অন্যথা জগতে কেনে স্নেহ ন করয় ॥ কংসাদির আত্মা কৃষ্ণ তবে হিংসে কেনে। পূর্বে অপরাধ আছে তাছার কারণে ॥ সহজে শর্কর মিষ্ট সৰ্ব্বজনে জানে। কেহ তিক্ত বাসে জিহর। দোষের