পাতা:শ্রীশ্রীচৈতন্যভাগবত.djvu/৫৩

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

SS उग्रांप्नj श्रृंॐ শিশুর পায়ে বহু নমস্কার । নিত্যানন্দ সঙ্গে যার একত্র বিহার ॥ এইমত ক্রীড়। করে নিত্যানন্দ রায় । শিশু হৈতে কৃষ্ণলীলা বহি নাহি ভায় ৷ অনন্তের লীল৷ কেবা পারে কহিবারে । তাহান রূপায় যেনমত স্ফুরে যারে ॥ হেনমতে দ্বাদশ ৎসর থাকি ঘরে । নিতানন্দ চলিলেন তীর্থ করিবারে ৷ তীর্থ যাত্রা করিলেন বিংশতি বৎসর । তবে শেষে আইলেন চৈতন্য গোচর ॥ নিত্যানন্দ তীর্থ যাত্রা শুন আদিখণ্ডে । যে প্রভুরে নিন্দে দুষ্ট পাপীষ্ঠ পাষণ্ডে ॥ যে প্রভু করিল সর্ব জগত উদ্ধার করুণ সমুদ্র যাহা বহি নাহি আর ॥ যাহার রূপায় জানি চৈত ন্যের তত্ব। যে প্রভুর দ্বারে ব্যক্ত চৈতন্য মহত্ব। শুন শ্রীচৈতন্য প্রিয়তমের কথন। যেমতে করিলা তীর্থ মণ্ডলী ভ্রমণ ॥ প্রথমে চলিলা প্রভু তীর্থ বক্রেশ্বর । তবে বৈদ্যনাথ বনে গেল। একেশ্বর ॥ গয়া গিয়া কাশী গেল। শিব রাজধানী । যহি ধারা বহে গঙ্গ। উত্তর বাহিনী ॥ গঙ্গা দেখি বড় সুখি নিত্যানন্দ রায় । স্নান করে পান করে আৰ্ত্তি নাহি যায় ॥ প্রয়াগে করিয়া মাঘমাসে প্রাতমান । তবে মথুরায় গেল। পূৰ্ব্বজন্ম স্থান। যমুনা বিশ্রাম ঘাটে করি জলকেলি । গোবৰ্দ্ধন পৰ্ব্বত ভুমেণ কুতুহলী । বৃন্দাবন আদি যত দ্বাদশাদি বন । একে২ প্রভু সব ক রেন ভ্ৰমণ। গোকুলে নদের ঘর বসতি দেখিয়া। বিস্তর রোদন প্রভু করিলা ব সিয়। তবে প্রভু মদনগোপাল নমস্করি। চলিলা হস্তিনাপুর পণ্ডিবের পুরী ৷ ভক্তস্থান দেখি প্রভু করেন ক্ৰন্দন। নাবুঝে তৈর্থিক ভক্তি শূন্যের কারণ ॥ বল রাম কীৰ্ত্তি দেখি চস্তিনা নগরে ৷ ত্ৰাহি হলধর বলি নমস্কার করে ৷ তবে দ্বারকায় আইলেন নিতানন্দ। সমুদ্রে করিয়া স্নান হইলা আনন্দ । সিন্ধুপুর গেল। যথা কপিলের স্থান । মৎস্য তীর্থে মৎস্যকে করিলা অন্নদান ॥ শিবক। ঞ্চি বিষ্ণকাঞ্চি গেলা নিতানন্দ। দেখি হাসে দুইজনে মহামত্ত দ্বন্দ। কুরুক্ষে ত্ৰ পৃথুদক বিন্দু সরোবর। প্রভাসে গেলেন সুদর্শন তীর্থবর ॥ ত্রিতন্তুক মহা তীর্থ গেলেন বিশাল। । তবে ব্ৰহ্মতীর্থ চক্র তীর্থেরে চলিল। প্রতিশ্রোতা গেল। প্রভু প্রাচি সরস্বতী। নৈমিসারণ্যে তবে গেলা মহামতি । তবে গেল। নিতা নন্দ অযোধ্যানগর । রামজন্ম ভূমি দেখি কান্দিলা বিস্তর। তবে গেল। গুহক চণ্ডাল রাজ্য যথা ! মহা মুচ্ছ নিন্ত্যানন্দ পাইলেন তথা ৷ গুহক চণ্ডালে মাত্র করিলা স্মরণ। তিনদিন আনন্দে আছিল অচেতন। যে যে বনে আছিল। ঠাকুর রামচন্দ্র । দেখিয় বিরহে গড়ি যায় নিত্যানন্দ ৷ তবে গেলা সরাজু কৌশিকী করি স্নান । তবে গেল পুলহ আশ্রম পুণ্যস্থান ॥ গোমতি গণ্ডকী শৈলে তীর্থে স্নান করি। তবে গেল। মহেন্দ্ৰ পৰ্ব্বত চুড়াপরি । পরশুরামেরে তথা করি নম স্কার। তবে গেলা গঙ্গা জন্ম ভূমি হরিদ্বার ॥ পম্পা ভীমরথি গেলা সপ্ত গোদাব রীণ বেণ তীর্থে পিপাসায় মজন আচরি। কাৰ্ত্তিক দেখিয়া নিত্যানন্দ মহামতী । গ্ৰীপৰ্ব্বত গেলt. যথা মহেশ পাৰ্ব্বতী ॥ ব্রাহ্মণ ব্রাহ্মণী ৰূপে মহেশ পাৰ্ব্বতী