পাতা:শ্রীশ্রীচৈতন্যভাগবত.djvu/৬৮

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

চৈতন্যভাগবত । ©Ꮌ মুল্য লইবা । তন্ত্রবায় বলে তুমি আপনে যে দিবা৷ মুল্য করি বোলে প্রভু এবে কড়ি নাই। তাত বলে দশে পাচে দিব। যে গোসাঞি বস্ত্ৰ লৈয়া পর তুমি প রম সন্তোষে। পাছে তুমি কড়ি মোরে দিও সমাবেশে। তন্ত্রবায় প্রতি প্রভু শুভ দৃষ্টি করি। উঠিলেন গিয়া প্ৰভু গোআলের পুরী। বসিলেন মহাপ্ৰভু গোপের দুন্নারে । ব্রাহ্মণ সম্বন্ধে প্ৰভু পরিহাস করে ৷ প্ৰভু বোলে অারে বেট দধি দুগ্ধ অনি। আজি তোর ঘরের লইব মহা দান ॥ গোপবৃন্দ দেখে যেন সাক্ষাৎ মদন ॥ সংক্রমে দিলেন আনি উত্তম আসন ॥ প্রভু সঙ্গে গোপগণ করে পরিহাস । মামা মামা বলি সভে করেন সম্ভাষ ॥ কেহ বলে চল মাম! ভাত খাই গিয় । কোন গোপ কান্ধে করি যায় ঘরে লৈয়া ॥ কেহ বলে আমার ঘরের যত ভাত । পুৰ্ব্বে যে খাইলে মনে নাহিক তোমাত ॥ সরস্বতী সত্য কহে গোপ নাহি জানে। হাসে মহা প্ৰভু গোপগণের বচনে। দুগ্ধস্কৃত সর দধি সুন্দর নবনী। সন্তোষে প্রভূরে সব গোপে দেয় আনি ৷ গোআল কুলের প্রভু প্রসন্ন হইয়া । গন্ধবণিকের ঘরে উঠি লেন গিয়া ॥ সংস্রমে বণিক করে চরণ বন্দন। প্ৰভু বোলে আরে ভাই ভাল গন্ধ আন ॥ দিব্যগন্ধ বণিক আনিল ততক্ষণ। কিমুল্য লইৰ। ৰোলে শ্রশচীনন্দন। বণি ক বলয়ে তুমি জান মহাশয়। তোমা স্থানে মুল্য কি বলিতে যুক্ত হয় ৷ আজি গন্ধ পরি ঘরে যাহত ঠাকুর। কালি যদি গায়ে গন্ধ থাকয়ে প্রচুর । ধূইলেও যদি গায়ে গন্ধ নাহি ছাড়ে। তবে দিও মূল্য যেতোমার চিত্তেপড়ে। এতবল আপনে প্রভুর সৰ্ব্ব অঙ্গে । গন্ধদেয় বণিক না জানি কোনরঙ্গে। সৰ্ব্বভূত হৃদয়ে অাকর্ষে সৰ্ব্ব মন। সেরূপ দেখিয়া মুগ্ধনহে কোনজন বণিকেরে অনুগ্রহ করি বিশ্বম্ভর। छेळेि লেন গিয়া প্রভু মালাকার ঘর। পরম অদ্ভুতৰূপ দেখি মলিকার । সাদরে আসন দিয়া করে পুরস্কার। প্রভুবোলে ভালমালা দেহ মালাকার ৷ কড়িপাতি নাগেকিছু নাহিক আমার। সিদ্ধ পুরুষেয় প্রায় দেখি মালাকার । মালী বলে কিছুদায় নাহিক তোমার। এতবলি মালা দিল প্রভুর শ্ৰীঅঙ্গে। হাসে মহাপ্ৰভু সৰ্ব্ব পড়য়ীর সঙ্গে মালকির প্রতি প্রভু শুভ দৃষ্টি করি। উঠিল৷ তাম্বুলি ঘরে গৌরাঙ্গ শ্ৰীহরি। ত৷ স্থলী দেখয়ে ৰূপ মদনমোহন। চরণের ধুলি লই দিলেন আসন ৷ তাম্বলী কহ য়ে বড় ভাগ্য সে অামার। কোন ভাগ্য তুমি আম ছারের দুয়ার। এত বলি আপনেই পরম সন্তোষে। দিলেন তামুল আনি প্ৰভু দেখি হাসে। প্রভুবোলে কড়ি বিনা কেনে গুয়া দিল । তাফুলি কহয়ে চিত্তে হেনই লইলা । হাসে প্ৰভু তাম্বলীর শুনিয়া বচন। পরম সন্তোষে করে তাম্বল চৰ্ব্বণ। দিব্য পর্ণকপুর দি যত অনুকুল। শ্রদ্ধা করি দিল তার নাহি নিল মূল। তামূলীরে অনুগ্রহ করি গৌর রায়। হাসিয়া২ সৰ্ব্ব নগরে বেড়ায়। মধুপুরী প্রায় যেন নবদ্বীপ vপুরী। একজাতি লক্ষ লক্ষ কহিতে ন পারি। প্রভুর বিহার লাগি পূৰ্ব্বেই বি