পাতা:শ্রীশ্রীচৈতন্যভাগবত.djvu/৮৩

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

48 তাদ্যের্থ গু ইষ্ট মন্ত্ৰ সদা জপে রাত্রি দিনে। সোয়াস্ত্য নাহিক চিত্তে সাধনাঙ্গ বিনে ॥ ভা বিতে চিস্তেতে একদিন রাত্রি শেষে। সুস্বপ্ন দেখিল বিপ্ৰ নিজ ভাগ্যবশে ॥ স মুখে অসিয়া এক দেব মুৰ্ত্তিমান। ব্রাহ্মণেরে কহে গুপ্ত চরিত্র অাখ্যান। শুন২ অহে বিপ্র পরম সুধীর । চিন্তা না করিহ তার মন কর স্থির ॥ নিমাঞি পণ্ডিত পাশ করহ গমন । তিহেঁ কহিবেন তোমার সাধ্য সাধন ॥ মনুষ্য নহেন তিহে। নর নারায়ণ। নরন্ধপ লীলা র্তার জগত কারণ ॥ বেদ গোপ্য এসকল না কহি বে কারে | কহিলে পাইবে দুঃখ জন্ম জন্মান্তরে। অন্তদ্ধান হৈলা দেব ব্রাহ্মণ জাগিলা । সুস্বপ্ন দেখিয়া বিপ্র কান্দিতে লাগিলা ॥ অহোভাগ্য মানি পুনঃ চেতন পাইয়া। সেইক্ষণে চলিলেন প্ৰভু ধেয়াইয়া। বসিয়া আছেন যথা গ্রগেীর সুন্দ র। শিয্যগণ সহিত পরম মনোহর। আসিয়া পড়িল বিপ্র প্রভুর চরণে ॥ যোড় হস্তে দাণ্ডাইল সভার সদনে ॥ বিপ্র বলে আমি অতি দীন হীন জন। রূপ। দৃষ্টে কর মোর সংসার মোচন। সাধ্য সাধন তত্ব কিছুই ন জানি। কৃপা করি আম প্রতি কহিবা আপনি ॥ বিষয় আদি মুখ মোর চিত্তে নাহি লয়। কিসে যু ড়াইবে প্রাণ কহ দয়াময় ৷ প্ৰভু বোলে বিপ্র তোমার ভাগের কি কথা। কৃষ্ণ ভজি বারে চাহ সেই সে সৰ্ব্বথা । ঈশ্বর ভজন অতি দুর্গম অপার । যুগ ধৰ্ম্ম স্থাপিয়া ছে করি পরচার। চারি যুগে চারি ধৰ্ম্ম রাখি ক্ষিতিতলে। স্বধৰ্ম্ম স্থাপিয়া প্ৰভু নিজ স্থানে চলে। তথাহি। পরিত্রণায় সাধুনাং বিনাশায়চ চুস্কতাং ধৰ্ম্ম সংস্থা পনার্থায় সম্ভবামি যুগে যুগে। তথাহি আসন বর্ণ স্ত্রায়োহ্যস্য গৃহতোনু যুগং তমু। শুক্লোরভ স্তথাপত ইদানীং কৃষ্ণতাং গতঃ কলি যুগ ধৰ্ম্ম হয় নাম ংকীৰ্ত্তন। চারি যুগে চারি ধৰ্ম্ম জীবের কারণ ॥ তথাহি। সত্যে ধ্যায়তে বি ষ্ণু স্ত্রেতায় যযতেমখৈঃ । দ্বাপরে পরিচর্যায়াং কলেীতদ্ধরি কীৰ্ত্তনাৎ ॥ * । অত এব কলি যুগে নাম যজ্ঞ সার। আর কোন ধৰ্ম্ম কৈলে নাহি হয় পার। রাত্রি দিন নাম লয় খাইতে শুইতে । তাহার মহিমা বেদে নাহি পারে দিতে ॥ শুন মিশ্র কলি যুগে নাহি তপ যজ্ঞ। যেই জন ভজে ক্লষ্ণ তার মহাভাগ্য। অতএব গৃহে তুমি কৃষ্ণ ভজ গিয়া। কুটিলটি পরিহার একান্ত হইয়া। সাধ্য সাধন তত্ব যে কিছু সকল। হরি নাম সংকীৰ্ত্তনে মিলিবে সকল ॥ তথাহি ॥ হরের্ণামই হরেণ t মৈব কেবলং। কলেী নাস্ত্যেব নাস্ত্যেব নাস্তোব গতিরণ্যথা ॥ অর্থ মহামন্ত্ৰ ॥ হরে রু ষ হরে কৃষ্ণ ক্ক ব্ল কৃষ্ণ হরে হরে। হরে রান হরে রাম রাম২ হরে হরে ॥ * ৷ এই শ্লোক নামাবলি হয় মহামন্ত্র। শোল নাম বত্ৰিশ অক্ষর এইতস্ত্ৰ ॥ সাধিতে সাধি তে যবে প্রেমাঙ্গুর হবে। সাধ্য সাধন তত্ত্ব জনিবা সেতবে। প্রভুর ক্রমুখে শিক্ষা শুনি দ্বিজবর । পুনঃপুনঃ প্রণাম করয়ে বহুতর ॥ মিশ্র কহে আজ্ঞা হয় আমি সঙ্গে অলি। প্রভু কহে তুমি শীঘ্ৰ যাও বারাণসী। তথাই আমার সঙ্গে হইবে মিলন।