পাতা:শ্রীশ্রীচৈতন্যভাগবত.djvu/৮৮

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

टेफ़उनाउांशंदउ । Q:S রবীর আসি মহা লোকের গহনে ৷ চন্দন গুবাক মালা নিয়া নিয়া চলে ॥ সভেই আনন্দে মত্ত কে কাহারে চিনে । প্রভুও হাসিয়া আজ্ঞা করিলা আপনে ॥ স ভারে তামূল মাল দেহ তিনবার। চিন্তা নাহি ব্যয় কর যে ইচ্ছ। যাহার। এক বার নিয়া যেযে লয় আরবার। এই আজ্ঞ তাহারে করিলেন প্রতিকার। পাছে কেহ চিনিয়া বিপ্রেরে মন্দ বলে । পরমার্থে দোষ হয় শাঠ্যসে করিলে ॥ বিপ্ৰ প্ৰ তি প্রভুর চিত্তের এই কথা। তিনবার দিলে পূর্ণ হইবে সৰ্ব্বখ। তিনবার পাই য়া সভার হর্ষমন । শাঠ্য করি আর নাহি লয় কোন জন ॥ এইমত মাল৷ চন্দন গুবাক পান ৷ হইল অনন্ত মৰ্ম্ম কেহ নাহি জান ॥ মনুষ্য পাইল যত সে থাকুক দূরে । ভূমেতে পড়িল নত দিতে মনুষ্যেরে। সেই যদি প্রাকৃত লে৷ কের ঘরে হয় । তfহাতে ই ভাল পাঁচ বিবাহ নিৰ্ব্বাহয় ৷ সকল লোকের চিত্তে হইল উল্লাস। সভে বলে ধন্য২ ধন্য অধিবাস ॥ লক্ষেশ্বর দেখিয়াছি এই নবদ্বী পে । হেন অধিবাস নাহি করে করি বাপে ॥ এমত চন্দন মালা দিব্য গুয়াপান । অকাতরে কেহ কভু নাহি করে দান ৷ তবে রাজ পণ্ডিত আনন্দ চিত্ত হইয়। আইলেন অধিবাস সামগ্ৰী লইয়| বিপ্রবর্গ আপ্তিবর্গ করি নিজ সঙ্গে । বহুবিধ दौमा बूडा গীত মহা রঙ্গে । বেদবিধি পূৰ্ব্বকে পরম হর্ষ মনে । ঈশ্বরেরে গন্ধ স্পর্শ কৈলা শুভক্ষণে ॥ ততক্ষণে মহা জয় জয় হরিধনি ৷ করিতে লাগিল৷ স ভে মহা স্তুতি বাণী ॥ পতিব্ৰতা গণে দেয় জয় জয়কার । বাদ্য গীতে হৈল মহ নন্দ অবতার। হেনমতে করি অধিবাস শুভকাজ। গৃহে চলিলেন সনাতন মিশ্র রাজ ৷ এইমতে গিয়া ঈশ্বরের অপ্তিগণে । লক্ষীরে করিলা অধিবাস শুভক্ষণে ॥ আর যত লোকে কিছু লোকাচার বলে। দোকারাই করিলেন মহা কুতুহলে। তবে প্রভু স্থপ্রভাতে করি গঙ্গাস্নান। আগে বিষ পূজি গৌরচন্দ্র ভগবান। ত বে শেষে সৰ্ব্ব অপ্তিগণের সহিতে। বসিলেন নান্দীমুখ কৰ্ম্মাদি করিতে। বাদ্য নৃত্যগীতে হৈল মহা কোলাহল । চতুৰ্দ্দিগে জয়জয় উঠিল মঙ্গল ॥ পূর্ণ ঘট ধ ন্য দধি দীপ আত্রসার। স্থাপিলেন ঘরে দ্বারে অঙ্গনে অপার । চতুর্দিগে ন৷ নাবর্ণে উড়য়ে পতাকা । কদলীকরুবী বান্ধিবেন আম্রপাত। তবে আই পতি ব্রত গণ লই সঙ্গে। লোকাচার করিতে লাগিলা মহা রঙ্গে ॥ আগে গঙ্গাপূজি য়। পরম হৰ্ষমনে । তবে বাদ্য বীজনে গেলেন ষষ্ঠীস্থানে ॥ ষষ্ঠী পূজি তবে বন্ধু দুয়ারে দুয়ারে। লোকাচার করিয়া আইলা নিজ ঘরে ৷ তবে খইকলা তৈল তাম্বল সিন্দুরে। দিয়া২ পূর্ণ করিলেন স্ত্রীগণেরে । ঈশ্বর ইচ্ছায় দ্রব্য হৈল অসংখ্যাত । শচীও সভারে দেন বারপাচ সাত ॥ তৈলে স্নান করিলেন সৰ্ব্ব ন৷ রীগণ হেন নাহি পরিপূর্ণ নহল যেজন । এইমত মহানন্দ লক্ষীর ভবনে। ল ক্ষীর জননী হর্ষ করিলেন মনে ॥ প্রীরাজ পণ্ডিত মহা মনের উল্লাসে : সৰ্ব্বস্ব