পাতা:শ্রীশ্রীচৈতন্যভাগবত.djvu/৯১

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

br?, আদ্যিখণ্ড হস্তে সমৰ্পিলেন দুহিত। তবে দিব্য ধেনু ভূমি শয্যা দাসী দাস। অনেক যৌতু ক দিয়া করিলা উল্লাস ॥ লক্ষী বসাইলেন প্রভুর বাম পাশে। হোম কৰ্ম্ম করি তে লাগিল তবে শেষে ॥ বেদাচার লোকাচার যত কিছু অাছে। সব করি বর কন্য। তবে নিলা পাছে ৷ ভোজন করিয়া শুভ রাত্রি সুমঙ্গলে । লক্ষী কৃষ্ণ এক ত্র রহিল কুতুহলে। সনাতন পণ্ডিতের গোষ্ঠীর সহিতে। যে সুখ হইল তাহ কে পারে কহিতে ॥ লগ্নজিত জনক ভীষ্মক জাম্ববন্ত। পূৰ্ব্বে তার যেহেন হইল ভা গ্যবন্ত। সেই ভাগ্য এবে গোষ্ঠীসহ সনাতন পাইলেন পূৰ্ব্ব বিষ্ণু সেবার কারণ তবে রাত্রি প্রভাতে যে ছিল লোকাচার। সকল করিলা সৰ্ব্ব ভুবনের সার। অপ রাহে গৃহে আসিবার হৈল কাল। বাদ্য নৃত্য গীত হৈতে লাগিল বিশাল। তবে জয় জয় দ্বনি লাগিল হইতে। নারীগণে জয়কার লাগিলেন দিতে। বিপ্ৰগণে আশীৰ্ব্বদি লাগিল করিতে। যাত্র। যোগ্য শ্লোক সভে লাগিলা পড়িতে ॥ ডুক পড়া সানাঞি বরগী করতাল । অন্যোন্যে বাদ করি বাজায়ে বিশাল। তবে প্রভু নমস্কার সর্ব মান্যগণে । লক্ষী সঙ্গে দোলায়ে করিলা আরোহণে ॥ হরি২ বলি সভে করি জয় দ্বনি। চলিলেন নিজ গৃহে দ্বিজ কুলমণি ॥ পথে যত লোক দেখে চ লিয়া আসিতে। ধন্য২ সভেই প্রসংশে ভালমতে ॥ স্ত্রীগণে দেখিয়া বলে এই ভাগ্য বর্তী। কত জন্ম সেবিলেন কমলা পাৰ্ব্বতী ॥ কেহ বলে বুঝি ছেন এই হর গৌরী। কেহ বলে হেন জানি কমলা শ্ৰীহরি। কেহ বলে এই দুই কামদেব রতি। কেহ বলে ইন্দ্র শচী হেন লয় মতি ॥ কেহ বলে হেন বুঝি রামচন্দ্র সীতা । এইমত বলে সৰ্ব্ব মুরুতি বনিতা। হেন ভাগ্য স্ত্রীপুরুষ সব নদীয়ার। এসব সম্পত্তি দে থিবীর শক্তি যার ॥ লক্ষী নারায়ণের মঙ্গল দৃষ্টপাতে। সুখময় সৰ্ব্বলোক হৈল নবদ্বীপে ॥ নৃত্য গীত বাদ্য পুষ্প বর্ষিতে বৰ্যিতে। পরম আনন্দে আইলেন সর্ব পথে। তবে শুভক্ষণে প্রভু সকল মঙ্গলে। আইলেন গৃহে লক্ষী কৃষ্ণ কুতুহলে। তবে আই পতিব্ৰতাগণ সঙ্গে লৈয়া । পুত্ৰ বধূ গৃহে আনিলেন হৃষ্ট হৈয়া। গৃহে আসি বসিলেন লক্ষনী নারায়ণ । জয় দ্বনিময় হৈল সকল ভুবন ॥ কি আনন্দ হইল সে অকথ্য কথন । সে মহিমা কোন জনে করিবে বর্ণন । যাহার শ্রীমুক্তি মাত্র দেখিলে নয়ানে। সৰ্ব্বপাপে মুক্ত যায় ঐবৈকুণ্ঠ স্থানে। সে প্রভুর ৰি বীহ লোক দেখ যে সাক্ষাতে । তেঞি তার নাম দয়াময় দীন নাথে। তবে যত নট ভাট ভিক্ষুক সভেরে। তুষিলেন বস্ত্র ধনে বচন প্রকারে । বিপ্ৰগণে আপ্ত গণে সভারে প্রত্যক্ষে। আপনে ঈশ্বর বস্ত্র দিলেন সভাকে। বুদ্ধিমন্ত খানে প্ৰভু দিল আলিঙ্গন। তাহার আনন্দ অতি অকথ্য কথন। এসৰ লীলার কভু নাহি পরিচ্ছেদ । আবির্ভাব তিরোভাব মাত্র কহে বেদ ॥ দণ্ডেকে এসব লীলা ষত হই য়াছে। শতবর্ষে তাহ কে বর্ণিব হেন আছে। নিত্যানন্দ স্বৰূপের আজ্ঞা ধরি