পাতা:শ্রীশ্রীচৈতন্যমঙ্গল.djvu/১১৪

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

সূত্রখণ্ড নিজৰ্বন্দ লঞা প্রভু কহে নিজকথ। মহামহেশ্বর করে পৃথিবীর চিন্ত ॥ ৫৪৬। ডাহিনে রাধিকা—বামে দেবী শ্রীরুক্সিণী । তাহার অন্তরে যত প্রধান রঙ্গিণী ॥ ৫৪৭ ॥ তাহার অন্তরে যভ প্রিয় পারিষদ । তাহার অন্তরে যত আর অনুগত ॥ ৫৪৮ ॥ প্রাণনাথ-প্রিয় কথা শুনিব শ্রবণে । লাখ লাখ আঁখি এক সুন্দর-বদনে ॥ ৫৪৯ ॥ অনেক চকেণর যেন একচন্দ্র-অাশে । পিবই অমিয়। রাশি মুখ-পরকাশে ॥ ৫৫o ॥ যুগে যুগে জন্ম মোর পৃথিবীর মাঝে । সাধুজন-ত্ৰাণ ধৰ্ম্ম রাখিবার কাজে ॥ ৫৫১ ৷ ধৰ্ম্মসংস্থাপন করি –ন বুঝই কেহো । অপিকে লাঢ়য়ে পাপ-পরমাদ সেহে ॥৫৫২৷৷ সত্যযুগ-অধিক ত্রেতায় বাঢ়ে পাপ। দ্বীপরে তাহার অধিক—এ লড় সন্ত প ॥৫। ৩৷ চলিল। নারদ শুনি, যাইতে ন পথ দেখে, \రి) এই মতে কলি-পাপ করিব সংহার। সত্তে চল—আগে পাছে না কর বিচার ॥৫৬ সা এলে নাম-সঙ্কীৰ্ত্তন খড়গ তাঙ্কু লঞ । অন্তর আস্থর জীবের ফেলিল কাটিয়া ॥৫৬৪ ॥ যদি পাপী ছাড়ি ধৰ্ম্ম দূর দেশে যায়। মোর সেনাপতি ভক্ত যাইলে তথায় ॥ ৫৬৫ ৷ নিজপ্রেমে ভাসাইল এ ব্রহ্মাণ্ড সব ! কতু না রাখিব দুঃখ-শোক এক-লব ॥ ৫৬৬ ৷ ভ{সাইপ স্থাবর, জঙ্গম দেবগণে । শুনি আনন্দিত কহে এ দাস লে চলে ॥ ৫৬৭ ॥ বরাড়ি--রাগ । উঠিল বণর ধ্বনি, পাণি-পদ না চলয়ে আর । প্ৰেমজলে তাঁখি ঝাপে টলমল যেন মতোয়ার ॥ ৫৬৮ ৷৷ কলি ঘোর অন্ধকার—নাহি ধৰ্ম্মলেশ । পদ দুই চারি যাই, পুনঃ পরে সেই ঠাই, করুণ বঢ়ল দেখি সৰ্ব্বজনক্লেশ ॥ ৫৫৪ ৷ প্রভু-নাম আপ-আপ বোলে। অধৰ্ম্ম-বিনাশ-হেতু মোর অবতার। অধৰ্ম্ম বাঢ়য়ে পুনঃ কি কাজ আমার ॥ ৫৫৫ ॥ ঐছন জানিএঃ দয়া উপজিল চিতে । জনম লণ্ডিব নিজ প্রেম প্রকাশিতে ॥ ৫৫৬ ॥ এমত তুল্লভ প্রেমভক্তি প্রকাশিয়া । বুঝাইল লোকে ধৰ্ম্মাধৰ্ম্ম বিচারিয়া ॥ ৫৫৭ ৷ নবদ্বাপে জন্ম মোর শচীর উদরে । গঙ্গার সমীপে জগন্নাথমিশ্র ঘরে ॥ ৫৫৮ ॥ আর অবতার হেন অবতার নহে। ' অসুর-সংহার-হেতু পুথিবী বিজয়ে ॥ ৫৫৯ ॥ মহাকায়, মহাস্থর, মহা-অস্ত্র মোর। মহারণে সংহার করিয়া করে চুর ॥ ৫৬o ॥ এবে সৰ্ব্বজন সেই হৃদয় আস্থরি। খড়গ-ছেষ্ঠ নহে— অস্ত্রবলে কিবা করি ॥ ৫৬১ ৷ নাম, গুণ, সঙ্কীৰ্ত্তন—বৈষ্ণবের শক্তি। প্রকাশ করিব অণর নিজ প্রেমভক্তি ॥ ৫৬২ ॥ অনেক শকতি উঠি, ক্ষণে মহা উনমাদ, বাহ নাহি অন্তরে, কোটি-রবি-তেজঃ যেন, উত্তরিল। সেই ঠাম, পুরী পরিসরে রহি, বায়ু বহে মন্দমন্দ, সত্ত্বগুণ সৰ্ব্বলোক, ধরিয়া ধরণী-কোটি, নদী বহে নয়নের জলে ॥ ৫৬৯ ॥ " হুহুঙ্কার সিংহনাদ, গোর।-রূপ হৃদয়ে পেয়াল । ন। চিনে অপেন। পরে, সবে এক গেীর-গেয়ান ॥ ৫৭০ ॥ আসর কিরণ হেন, নারদ চলিলা অন্তরাক্ষে । - যথা প্রভু বলরাম, চমক লাগিল শ্বেতদ্বীপে । ৫৭১ ॥ চমকি চৌদিকে চাহি, লাখ-লtখ হিমকর দু্যতি। দিব্য সুকুসুম-গন্ধ, প্রতিদ্বারে লম্বে গজমতি ॥ ৫৭২ ॥. নাহি জরা, মৃতু্য, শোক, সৰ্ব্বজন সভাকার বন্ধু।