পাতা:শ্রীশ্রীচৈতন্যমঙ্গল.djvu/১২২

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

আদিখণ্ড জন্মমাত্র বালক হইল যেই দেখা । কত কাল ছিল পুরুবের যেন সখা ॥৭৩৷ প্রতি-অঙ্গে অমিয়া সঞ্চরে রাশি রাশি। নিরখিতে নয়নে হৃদয়ে কেলে বাসি ॥ ৭৪ ৷ বালক দেখিয়া বুক ভরল আনন্দে। আলসিত তাখি কেনে শ্লথ নীবিবন্ধে ॥ ৭৫ ॥ জন্মমাত্র বালক দেখিল যেইক্ষণে । কত কোটি কাম জিনি সু দর বদলে ॥ ৭৬ ॥ হেন অনুমানি সবে দেই জয় জয় । স্বরূপে মানুষ নহে শচীর তনয় ॥ ৭৭ ॥ অভিনব-কামদেল শচীর নন্দন । শ্রবণে অমৃত যবে করয়ে ক্র দন ॥ ৭৮ ৷৷ আপনে গোলোক-নাথ কৈল অবতার। নিৰ্দ্ধারিল নারীগণ অনুমান সার ॥ ৭৯ ৷ সবলোকনাথ এ অবনী-পরকাশ । আনন্দে বিভোর কহে এ লোচনদাস ॥ ৮০ ॥ মঙ্গল গুজ্জরী—রাগ । ( মিশ্র পূরন্দর, আনন্দে গরগর, গদগদ ভেল কণ্ঠস্বরে। ইষ্ট কুটুম্ব, আনি অবিলম্ব, পুত্ৰ-মহোৎসব করে। মঙ্গল করহ উৎসাহ । আনন্দে শচীর মন্দিরে গোরাগুণ গাহ নগরে হারে ৷ ক্ৰ ॥ ) জয় জয় জয়, চৌদিগে সুখময়, - আনন্দে ভরল নগরী। কুলবধু যত, অণওল শতশত, বিলাইল সিন্দূর পিঠালি ॥ ৮১ ৷ পুত্ৰ করি কোলে, অণনমেদ প্রেমভরে, গদগদ বোলে শচীদেবী আশীৰ্ব্বাদ কর, পদধূলি দেহ বর, বালক হউ চিরজীবী ॥ ৮২ ৷ ونيلكا বালক মহে মোর, আপন বলি বর, দেহন সব নারীগণে । অমিয়াধিক দেহ, পরিণাম ৰিপৰ্য্যয়, নিমাই বলিয়া খুইল নামে ॥ ৮৩ ৷ -এ অষ্ট-দিবসে, শিশুগণ সন্তোষে, এ অণ্ঠ-কলাই বিলাই। নবরাত্ৰি মহোৎসব, আনন্দময় সব, বাজএ আনন্দ-বাধাই ॥ ৮৪ ৷ বাঢ়য়ে দিনে দিনে, শচীর নন্দনে, অননী-পূর্ণিমার চান্দে। কাজরে উজোর, নয়ানযুগল, গোরোচনা-তিলক-সুছান্দে ॥ ৮৫ ॥ এ কর-চরণ, সঘন চালন, ঈষত হাসয়ে মুচকি । শচী-জগন্নাথ, দেখি অদভুত, নিরখে অলিমিখ আঁখি ॥ ৮৬ ৷ শ্ৰীঅঙ্গমৰ্ত্তন, করয়ে নিতি নিভি, সুগন্ধি-ভৈল হরিদ্র। বদন চুম্বয়ে, হিয়া ভরি থুয়ে, ধন্য শচী সুচরিত ॥ ৮৭ ৷ ঐছন দিনে দিনে, বাঢ়য়ে অনুক্ষণে, আনন্দ নদিয়ানগরে। কিবা দিবা-রাভি, ন জানে বার-ভিথি, প্রেমায় আপনা পাশরে ॥ ৮৮ ৷ নদীয়ানগরে, আনন্দ ঘরে ঘরে, না জানি কি নারী-পুরুষে । বাল, বৃদ্ধ, অন্ধ, প্রেম-পরবন্ধ, মাতল অতুল হরিষে ॥৮৯ ॥ শারদ-শশী জিনি, বদন অনুমানি, মদন-সনে বিরাজে । যুবতী যত ছিল, উমতি সভে ভেল, ছাড়ল গুরু-গৃহ কাজে ॥ ৯০ দিনে তিন-বেরি, ধায় পুৱনী, বালক দেখিবার তরে ।