পাতা:শ্রীশ্রীচৈতন্যমঙ্গল.djvu/১৮৯

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ンo 。 শ্রীচৈতন্যমঙ্গল রাপা সঙ্গে চিদানন্দ শ্যামতিরিভঙ্গী । মদন-মোহন নটবর বছরঙ্গী ॥ ৫১ ৷ বৃন্দাবন-মাঝে নল-রতন-মন্দিরে । বল্লবসুন্দরী সব বেঢ়ি’ মনোহরে ॥ ৫২ ॥ কোকিল, ময়ূর, সারী, শুক, অলিকুলে। প্রফুল্লিভ বৃন্দাবন শোভে নীলাফুলে ॥ ৫৬৷৷ চিন্তামণি-ভূমি কল্পতরুগণ যত। কামধেনুগণ যেন সুরভিগণযুত ॥ ৫৪ ৷ যমুনা পেষ্টিত মনোহর অতি শোভা । সে রসলাবণ্য দেখি’লক্ষনী মনোলোভ ॥৫৫ উঠিল প্রেমের ধারা বহে তুলয়ানে । পুলকিত কলেবর—অরুণ নয়ানে ॥ ৫৬ ॥ ক্ষণে হাসে, ক্ষণে কান্দে, ক্ষণে নাচে গায় । কহিল সবারে প্রভু গদগদভাষায় ॥ ৫৭ ৷ ঐছন আমার যেই যেই ভক্তগণ । নিজগুণে পবিত্র করয়ে ত্ৰিভুবন ॥ ৫৮ ॥ ইহা ললি’ হৃষ্ট হঞা নিজভক্ত-সনে। নাচায় সভারে প্রভু নাচয়ে আপনে ॥৫৯ ॥ এইমনে সুখে নিবসয়ে নপদ্বীপে। নিজভক্তগণ মেলি গঙ্গার সমীপে ॥৬০ ॥ অদ্বৈত-আচাৰ্য্য-গোসাঞি তবে আর দিনে নবদ্বীপে আইলা বিশ্বম্ভর-দরশনে ॥ ৬১ ৷ গিয়াছিল। মহাপ্রভু শ্ৰীনিবাস-ঘরে। আগমন চাহি আচাৰ্য্য স্নানপূজা করে ॥৬২ শ্ৰীনিবাস-ঘরে প্রভু আনন্দিত মনে । দণ্ডাগ্রে পুষ্প দিয়া কহিল বদলে— ॥ ৬৩। গদাপূজা কৈল এই দুষ্ট নাশিবারে। আমার ভকতহিংস যেই যেই করে ॥ ৬৪ । ইহাতে শাসিব আমি সেই সেই জন। সভা-বিদ্যমানে প্রভু কহিল বচন ॥ ৬৫ ॥ মোর ভক্ত-দ্বেষী এক আছে দুষ্টজন। কুণ্ঠব্যাধি হইবে তার অনেক জনম ॥৬৬। পৈশাচ-নরকে বাস করাইব আমি। বিড় ভুজ শূকর সেই হইবে আপনি ॥৬৭। তাহার শিষ্যের আমি করাইব দণ্ড । আমার গদণয় সব নাশিব পাষণ্ড ॥ ৬৮ ॥ বনেরে যাইব বলি’ ছিল মোর মন । এথাই আমার সেই হৈল মহাবল ॥৬৯ ॥ ব্যাঘ্রসদৃশ কেহো—কেহো বা পাষাণ । বৃক্ষের সদৃশ কেহো তৃণের সমান ॥৭০ ॥ পশুর সমান করি গণি কোনজন । এতেক বলিয়ে—মোরে এই মহাবল ॥৭১ ॥ অদ্বৈত-আচাৰ্য্য এথা আইল ইহা শুনি । এথা না আইলা—তথা যাইব আপনি ॥ ৭২ ৷ হেনই সময়ে আচাৰ্য্য আইলা আচম্বিত । প্রভুর সম্মুখে গিয়া হৈল। উপনীত ॥ ৭৩ ৷ পাদগম্বুজ-সন্নিকটে উপায়ন দিয়া । দণ্ডপরণাম করে ভূমিতে পড়িয় ॥ ৭৪ ৷ তার কর পরি’ প্ৰভু বোলয়ে বচন। এথ। আগমন মোর তোমার কারণ ॥৭৫৷৷ মোর পাদপদ্ম নিজ মস্তকে ধরিয়া । তুলসী-মঞ্জরী দিয়া পূজিলে কান্দিয় ॥৭৬ ভাগবতচিত্ত তুমি হুঙ্কারে আনিলা। ভোমার পীরিভি লাগি মোরে সভে পাইলা ॥ ইহা বলি মহাপ্রভু খটায় বসিলা । “নাচহ’ বলিয়া আচার্য্যেরে আজ্ঞ। দিলা ॥৭৮৷ তলে সেই অদ্বৈত-আচাৰ্য্য দ্বিজবর । দশ-অবতার গীতে লাচিলা বিস্তর ॥ ৭৯ ৷ শ্ৰীবাসপণ্ডিত-অাদি যত ভক্তগণ । আনন্দে বিভোর—করে গুণ-সঙ্কীৰ্ত্তল ॥ ৮০ ॥ তী দেখিয়া মহাপ্ৰভু গেীর ভগবান। হৃষ্ট হইয়া বৈল ভারে প্রসন্নবয়ান— ॥৮১ এ তোর বালক সব প্রেম মাগে মোরে । দিব প্রেমভক্তিদান--কহিল ভোমারে ॥৮২ এ বোল শুনিঞ তুষ্ট হইল। আচাৰ্য্য। অন্তরে জানিল মোর সিদ্ধ হৈল কাৰ্য্য ॥৮ s॥ আচাৰ্য্য কহয়ে--প্রভু শুনহ বচন । এই-সব জন ভোর পরপরায়ণ ॥৮৪ ॥