পড়িতে পড়িতে উঠে বলিয়৷ ‘সাম্ভাল’ । সভাকে পুছয়ে—কঁহ কণনাঞী গোয়াল ॥৫৬ অলৌকিক বাল্যভাবে ক্ষণে কান্দে হাসে । ‘মধু দেহ’ বলি ক্ষণে রেবতী প্রশংসে ॥ ৫৭ ৷ ক্ষণে যুগ-পদ করি লাফে-লাফে যায়। এক লোলে আর করে—বুঝলে না যায় ॥৫৮ অঙ্গের সৌরভে যত যুবতীর গণ । কুললতীমদ তারা ছাড়িল। তখন ॥ ৫৯ ৷৷ ভূমিতে পড়িয়া প্রভু পরণাম করে। করিল মঙ্গলস্তুতি মধুর-অক্ষরে ॥ ৬০ ॥ পড়িলেন প্রভুপদে নিভ্যানন্দরায় । র্দোহার চরণ পরিবারে দোহে চায় ॥ ৬১ ৷ দোহে আলিঙ্গন করে র্কাদিয়া-কঁ দিয়া । কতি ছিল, বলি হাসে শ্ৰীমুখ চাহিয়৷ ॥ ৬২ ৷৷ সকল অবনী তামি ফিরিয়া আইলু । কোথাহ তোমার লাগি যুঞি না পাই ॥৬৩। শুনিলাম-গৌড়দেশে নবদ্বীপপুরে। লুকাঞা আছে তথা নন্দের কুমারে ॥ ৬৪ ৷ চোর ধরিবারে মুঞি আইলাম এথা । পরিলাম চোর –আজি পলাইবা কোথা ॥৬৫৷৷ ইহ। বলি নিত্যানন্দ হাসে কান্দে নাচে। গৌরাঙ্গ আনন্দে নাচে নিত্যানন্দ-কাছে ॥৬৬৷৷ কলিদপ-দমন পাইল নিত্যানন্দ । ভারিনু পতিত পঙ্গু জড় আদি অন্ধ ॥ ৬৭ ৷ নিত্যানন্দ-প্রতাপে পবিত্র ত্রিভুবন । ন জানে পাষণ্ডী তুরাচার মূঢ় জন ॥৬৮ সভাই পড়িবে পাছেনিভানন্দ-ফান্দে। " এই কথা কহিলেন প্রভু গোরাচান্দে ॥৬৯ হরিগুণসঙ্কীৰ্ত্তন করয়ে আনন্দে । আপনে নাচয়ে সঙ্গে নাচে নিত্যানন্দে ॥৭০৷৷ নৃত্য সম্বরিয়া সে বসিলা দুইজনে । আনন্দিত সবজন দেখয়ে নয়নে ॥৭১৷৷ তবে নিত্যানন্দ-পদ-অরবিন্দ-ধূলি । আপনে অগনিএঃ দিল ভক্ত-শিরোপরি ॥৭২ Σ Σ Σ নিত্যানন্দপদধূলি পাঞ ভক্তগণ । প্রেমে গরগরচিত্ত— ঝরয়ে নয়ন ॥৭৩৷ এইমতে কৌতুকে আছিল। কথোক্ষণ। ঘরেরে চলিলা প্রভু শচী । নন্দন ॥৭৪৷৷ পথে যাইতে কহে নিত্য নন্দের মহিমা । ত্ৰিজগতে দিভে নাঞি ইহার উপমা ॥ ৭৫ ॥ শুন শুন সৰ্ব্বজন অণমার বচন । কৃষ্ণ-প্রেমভক্তি এই নহে সংসারণ ॥ ৭৬ ৷ আগে জ্ঞান হয় তলে উপজে ভকতি । তবে সে জনমে সৰ্ব্বভোগে বিরকতি ॥ ৭৭ ৷ এই মনে ক্রমে ক্রমে বাঢ়ে অমুদিন । কৃষ্ণ-অনুরাগ বাঢ়ে—হয় পরবীণ ॥ ৭৮ ৷৷ তার দিনে মহাপ্রভু আপনার ঘরে । আমন্ত্রণ দিল নিত্যানন্দ ছ্যালিবরে ॥ ৭৯ ৷ ভিক্ষ অনন্তরে অঙ্গে লেপিল চন্দনে । দিব্য-মালা নিবেদিল পূজার বিধানে ॥ ৮০ ॥ নিত্যানন্দ দেখি শচীর জুড়াইল নয়ান । পিরিতি-পাগল হএও নেহণরে বয়ান ॥ ৮১ ॥ প্রভু বোলে—নিজপুত্র বলিয়া জানিবে। আমারে অধিক করি ইহারে পালিবে ॥৮২৷ পুত্রভাবে শচী নিত্যানন্দ-মুখ চাহে। মোর পুত্ৰ তুমি হৈলা—শচীদেবী কহে ॥৮৩৷ মোর বিশ্বস্তুরে কৃপা করিবে আপনে। আজি হৈতে তোরা দুই আমার নন্দনে ॥৮৪৷ বলিতে বলিতে শচীর অশ্রুনেত্রে ঝরে। পুত্রভাবে শচী নিত্যানন্দ কোলে করে ॥৮৫৷৷ নিত্যানন্দ মাতৃভাবে শচীর চরণে । দণ্ডলত করি বোৰে মধুরবচনে ॥ ৮৬ ৷ যে কহিলে মাতা তুমি—সব সত্য হয়। তল পুত্ৰ হই আমি—জানিহ নিশ্চয় ॥ ৮৭ ৷ পুত্র-অপরাধ কিছু না লইবে মাতা। তব পুত্ৰ ৰটি মুঞি—জানিবে সৰ্ব্বথা ॥৮৮ নিত্যানন্দের মাতৃভাব পাঞ শচীরাণী । নয়নে গলয়ে জল - গদগদ বাণী ॥ ৮৯ ৷
পাতা:শ্রীশ্রীচৈতন্যমঙ্গল.djvu/১৯৪
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।