মধ্যখণ্ড লক্র গ্রীব দু-ভিত লেহগলে রাঙ্গ। আঁখি । ক্ষণে উনমাদে ধtয় উচ্চনাদে ডাকি ॥ ১০ ॥ এইমত শত শত লোক পাছে ধtয়। আনন্দে লিভোর গেল। যথা গোরারায় ॥১১ নিত্যানন্দ দেখি’ প্রভু গৌরাঙ্গসুন্দর। দৃঢ় আলিঙ্গন করে—প্রেমে গরগর ॥ ১২ ॥ দোহার নয়নে ঝরে প্রে নানদ-নীর। আনন্দে বিভোর দোহুে অগির-শরীর ॥ ১৩ ॥ আনন্দে নাচয়ে তুহে সঙ্গে নিজজন । কৃষ্ণ-বলরাম-সঙ্গে মেন শিশুগণ ॥ ১৪ ॥ নৃত্য-অবসানে প্রভু কহিল সভারে। নিত্য নন্দ-পাদপ্রক্ষালন করিবারে ॥ ১৫ ॥ নিত্য নন্দ-পাদোদক লহ শিরে পরি। পাইপে পরম-প্ৰেম-আনন্দ-লহরী ॥ ১৬ ॥ হেনমস্তে মহাপ্রভু অজ্ঞে যবে কৈল । শুনি এ সপার হিয়া-তমানন্দ লাঢ়িল ॥ ১৭ ॥ একে চাহে—আরে পাএ প্রভু-আজ্ঞাবাণী । মস্তকে পরিল পাদপ্রক্ষালন-পানী ॥ ১৮ ॥ তলে অলপেীতপ্রভু প্রভু-আজ্ঞা শুনি । রঙ্গিম-নয়নে ছলছল করে পানী ॥ ১৯ ॥ উঠিয়া আনন্দে সলজন করি? কোলে । উথলিল প্রেমসিন্ধু আনন্দহিল্লোলে ॥ ২০ ॥ প্রেমায় লি হবল সন্তে করয়ে ক্ৰন্দন । হৃদয়ে পরয়ে অবধূতের-চরণ ॥ ২১ ॥ প্রেমমহামহোৎসব লাঢ়িল অপার। অন্তরে ঝলমল করে-বাহোঁতে বিকার ॥ ২২ ॥ ঐছন দেখিয় প্রভু গেীর ভগবান। অন্তর-সন্তোষে চণহে প্রসন্নলয়ান ॥২৩৷৷ সবজন স্তব করে বেঢ়ি চারিপাশে । হেনকালে আচম্বিতে আইলা হরিদাসে ॥২৪ শুদ্ধ অস্কুর মণি ভটিক গলায়। হেমমণি মুঞ্জীর রাঙ্গ পায় ॥ ২৫ ॥ পুলকিত সব অঙ্গ— সজল-নয়ন। প্রেমে টলমল তনু—-হুঙ্কার গর্জন ॥ ২৬ ॥ A No নির্ভর প্রেমায় নাচে প্রভুর সম্মুখে। ব্ৰহ্মাণ্ডে না পরে তার প্রেমানন্দসুখে ॥ ২৭ ॥ পাদ্য, তৰ্ঘ্য, আচমনীয় গৃহব্যবহারে । আদেশিল আপনে ভোজন করিলারে ॥ ২৮ ॥ হেনকালে অদ্বৈত আচাৰ্য্য আচম্বিত । প্রভুর নিকটে আসি হৈল উপনীত ॥ ২৯ ॥ ঠাকুর উঠিয়া কৈল বন্দন তাহার। সবজন উঠিয়া করিলা নমস্কার ॥ ৩০ ॥ লাচিতে নাচিতে ব্রহ্মা মূৰ্ত্তিমান হএঃা । দণ্ডৱৎ করে প্রভুর চরণে পড়িয়া ॥৩১ ॥ চতুমুখে স্তল করে বেদ উচ্চারিয়। সাম্য হও বলি’ প্ৰভু তোলে কোলে লঞ ॥৩২ সাম্য কএঃ! হরিপ{স নাচে কঁ দে হাসে । দিগ্বিদিগ নাহি—প্রেমানন্দে ভাসে ॥৩৩ ॥ সন্ত্রম পাইল ভলে আচার্য্যগোসাঞি। আজ্ঞ। শিরে করি অন্ন ভূঞ্জিলা তথাই ॥ ৩৪ ॥ হেনমতে সব-মিজজন-সঙ্গে পহু । নিভৃতে বসিয়া ঘরে হাসে লহু লহু ॥ ৩৫ ॥ নিজ-জন-সঙ্গে পন্থ নিজকথা কহে । যে কারণে কৈল প্রভু পৃথিবী-বিজয়ে ॥৩৬৷৷ নিজ-ভাৰ-অস্ব দিন তাপম্মলিলাশ । ধৰ্ম্মসংস্থাপন নামকীৰ্ত্তনপ্রকাশ ॥৩৭৷ দেশে দেশে প্রকাশ করিব ঘরে ঘরে । ব্রজ ভাব—দাস্য-সখ্য-বাৎসল্য-শৃঙ্গারে ॥৩৮ ভুঞ্জলি অধিক রাপারুফ-প্রেমধন। আপনি ভুঞ্জিমু— ভুঞ্জাইমু ত্রিভুবন ॥৩৯ সুরাসুরগণে দিমু এই প্রেমথন । চণ্ডাল যবন মূখ স্ত্রী বালক জন ॥৪০৷৷ বৃন্দাবনসুখ আমি নদীয়া আনিঞা। দেশে দেশে ভুঞ্জাইল তো সভারে লঞা ॥৪১ অতি অপরূপ কথা নদীয় (বিহার। একত্র এ সল কথা করিল প্রচার ॥৪২॥ গদাধর, নরহরি বৈসে দুইপাশে । ঐীরঘুনন্দন পদনিকটে বিলাসে ॥৪৩
পাতা:শ্রীশ্রীচৈতন্যমঙ্গল.djvu/২০০
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।