১৩৪ তলে সব নিজজনে, পড়ি’ তার শ্রীচরণে, বিনয়-বচনে করে স্তুতি । শ্ৰী-স্তল পঢ়ে কেহে, তদানন্দে বিভোর সেহো, লর মাগে—দেহ প্রেমভক্তি ॥ ১২ ০ ॥ সৰ্ব্বজুন স্তব করে, শুনি’ সেই সেইকালে, আছে শক্তি পড়ি গেল মনে । সেই ত আবেশ ধরে, সৰ্ব্বজন চমৎকারে, স্তব পঢ়ে কত সুরগণে ॥ ১২১ ॥ তবে স্তব কৈল সভে সুরকত মহাস্তবে, তুষ্ট হঞ বোলে আছাশক্তি। দেবতা আসলে বসি’. কহে লহু লহু হাসি, দেখিবারে আইলু প্রেমভক্তি ॥ ১২২ ৷ তো-সভার নৃত্যগীতে, আইলু দেখিলার চিতে, কহিলু আপন অভিলাষ এ বোল শুনিঞা পুনঃ, কহে সেই সব জন, নিজভক্তি কর পরকাশ ॥ ১২৩ ৷ এ বর মাঙ্গিল যবে, আদ্যশক্তি বোলে তবে, শুন শুল শুন সবজনে । আমি চণ্ডী পরচণ্ড, তোমারও হবে দণ্ড, এই বর দিল সৰ্ব্বজনে ॥ ১২৪ ৷ এ বোল শুনিঞা তলে, পরণাম করে সম্ভে, দণ্ডবৎ ভূমিতে পড়িয়া। ভবে সেই ঈশ্বরী, হরিদাস-করে পরি’, কোলে বসাইল সে হাসিয় ॥ ১২৫ ॥ বসিয়া তাহার কোলে, হরিদাস ঘল দোলে, পাচ-বরিষের যেন শিশু । আশ্চর্য্য দেখিয়া মনে, আনন্দিত সবজনে, হরিষ পাইল পক্ষ পশু ॥ ১২৬ ৷ এইক্ষণে একজন কহেন এই বচন, মুরারিকে চাহ দয়া-দিঠি। এ তোমার নিজদাস, এ বোল শুনিঞা হাস, অমিয়া-অধিক মহু মিঠি ॥ ১২৭ ৷ নয়ান করুণজলে, প্রেম ছলছল করে, করুণ অরুণ মুখচন্দ্র। ঐচৈতন্যমঙ্গল হেনকালে শচীদেলী’ আপনে শ্ৰীপাদসেণী, প্রেমানন্দে ভেল পরতন্ত্ৰ ॥ ১২৮ ৷৷ ভবে সেই কাভ্যায়নী, সৰ্ব্বজন কাছে আনি, নিজ স্থত করি হেন মানে । মাতৃস্নেহ করে লোকে, সৰ্ব্বজন দেখি তাকে, প্ৰেমজলে ভরে দু-নয়ানে ॥ ১২৯ ৷ হেনকালে সেইক্ষণে, আসি’ এক ব্রাহ্মণে, প্রভু বলি ডাকি উচ্চনদে। আৰ্ত্তজন-আৰ্ত্তি দেখি’, ছলছল করে আঁখি, ভইগেল ঈশ্বর উন্মাদে ॥ ১৩০ ॥ আপনি ঈশ্বর হএঃ, নিজপ্রেম প্রকাশিঞl, নিজ গুণে করে ঠাকুরাল । সবজন পেরি বেরি, দণ্ডপরণাম করি’, দেখি ঈশ্বর-আলেশ পুনৰ্ব্বার ॥ ১৩১ ৷ এই মনে সব মিশে, গোঙাইয়। রসাবেশে, প্রভাতে চলিল। নিজঘরে । যত জল সঙ্গে যায়, দেখে মেন গোরারায়, কেবল প্রচণ্ড দণ্ড ধরে ॥ ১৩২ ৷৷ হেনমতে গৌরহরি, করুণ। প্রকাশ করি’, অখিল ভুবনে এককৰ্ত্ত। করুণাকারণ অসি’, দানভাল পরকাশি’, আপি করে পৃথিবীর চিন্ত ॥ ১৩৩ ৷ হেন অপরূপ কথা, শুনিঞা সংসার-ব্যথl, না ঘুঢ়য়ে যাহার অন্তরে। না ঘুচিব কোনকালে, যে ইথি সংশয় ধরে, তারে ধিক নাহিক পামরে ॥ ১৩৪ ৷৷ যুক্তি অনুভব শাস্ত্র, ভিনে কহে এইমাত্র, সাক্ষণতে না দেখি পরচার। বিচার না করে ইহা, না ছিল সে হৈলসিয়া, কেমনে তার হইব নিস্তার ॥১৩৫। গেণরা-অবতার হেল, করুণা প্রকাশ যেন, নাহি হয় না হইব আর। যে বলু সে বলু লোকে, অনুভব কহি তাকে, মনে মনে করুক বিচার ॥ ১৩৬ ৷
পাতা:শ্রীশ্রীচৈতন্যমঙ্গল.djvu/২১৭
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।