পাতা:শ্রীশ্রীচৈতন্যমঙ্গল.djvu/২৩৩

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

S6 o শ্রীচৈতন্যমঙ্গল তোমার নিছনি লঞl, মরে মুঞি বিষ খাঞl, সুখে নিবসহ নিজঘরে ॥ ১৮ ॥ প্রভু না যাইহ দেশান্তরে, কেহো নাহি এসংসারে সত্য আর বৈষ্ণব, বদন চাহিতে পোড়ে হিয়া । কহিতে না পারে কথা, অন্তরে মরম ব্যথা, কান্দে মাত্র চরণে ধরিয়া ॥ ১৯ ॥ শুনি বিষ্ণুপ্রিয়া-বাণী, তবে সেই গৌরমণি, হাসিয়া তুলিয়া নিল কোলে। লসনে মুছিয়। মুখ, করে নানা কৌতুক, মিছ (তুঃখ না ভাবিহ লোলে ॥ ১০ ॥ আমি তোরে ছাড়িয়া, সয়্যাস করিব গিএal, এ কথা বা কে কহিল তোকে । যে করি সে করি ফলে, তোমারে কহিল ভবে, এখনে না মর মিছাশোকে ॥ ২১ ॥ ইহ বলি গৌরইরি’ আশ্লেষ-চুম্বন করি, নানা রস-কৌতুক-বিহারে । অনন্ত বিনোদ প্রেম, লীল-লবণ্যের সীমা, বিষ্ণুপ্রিয় তুষিলা প্রকারে ॥ ২২ ॥ বিনোদ-বিলাস-রসে, ভৈগেল রজনীশেষে, পুনঃ কিছু পুছে বিষ্ণুপ্রিয়া । হিয়ায় আগুনি আছে, তে-কারণে পুনঃ পুছে, প্রিয়-প্রাণনাথ-মুখ চtঞা ॥ ২৩ ॥ প্রভূ-কর বুকে দিয়া, পুছে দেবী বিষ্ণুপ্রিয়া, মিছা না কহিও মোর ডরে। হেন অনুমান করি, যত কহ–চাতুরী, পলাইবে মোর অগোচরে ॥ ১৪। তুমি নিজবশ প্রভূ, পরবশ নহ কভু, যে করহ আপনার সুখে। সন্ন্যাস করিবে তুমি, কি বলিতে পারি আমি, নিশ্চয় করিয়া কহ মোকে ॥ ২৫ ॥ এ বোল শুনিঞা পহু, মুচকি হাসিয়া লছ, কহে শুন মোর প্রিয়-প্রিয়া । কিছু না করিহ চিতে, যে কহিয়ে তোর হিতে, সাবধালে শুন মন দিয়া ॥২৬ ॥ জগতে যতেক দেখ, মিছা করি’ সব লেখ, সত্য এক সবে ভগবান। তা-বিনে যতেক সব, মিছা করি’ করহ গেয়ান ॥ ২৭ ॥ মিছা সুভ, পতি, নারী, পিত্তা মাতা যত বলি, পরিণামে কেবা বা কাহার। শ্ৰীকৃষ্ণচরণ বহি, আর ত কুটুম্ব নাহি, যত দেখ এ মায় তাহার ॥ ২৮ ॥ কিবা নারী, পুরুষ, সভারি সে আত্ম এক, মিছ মায়ানন্ধে রহে দুই। ঐকৃষ্ণ সভার পতি, আtয় সল প্রকৃতি, এই কথা ম বুঝয়ে কে।ই ॥২৯ ॥ রক্ত-রেতঃ-সম্মিললে, জন্ম পিষ্ঠ-সূত্র-স্থানে, ভূমে পড়ে হএ আগেয়tণ । বাল, যুদ, বুদ্ধ হঞা, নান(দুঃখে কষ্ট প'এঃ, দেহে গেহে করে অভিমন ॥ ৩০ ॥ বন্ধু করি ঘারে পালি, ভার। সব দেই গালি, অভিমানে বুদ্ধকাল বঞ্চে । শ্রবণ নয়ান-অন্ধে, বিষাদ ভাবিয়া কামো, তভু নাহি ভজয়ে গোবিনে ॥ ৩১ ॥ কৃষ্ণ ভজিবার তরে, দেহ ধরি’ এ সংসারে, মায়ানন্ধে পাশরে অ পিল । অহঙ্কারে মত্ত হএ37, নিজপ্রভু পাশরিয়া, শেষে মরে নরকযন্ত্রণ ॥ ৩২ ৷৷ ভোর নাম বিষ্ণুপ্রিয়, সার্থক করহ ইহা মিছ৷ শোক না করিহ চিতে । এ তোরে কহিলু কথা, দূর কর আন-চিন্ত, মন-দেহ কষ্ণের চরিতে ॥ ৩৩ ৷ আপনে ঈশ্বর হঞ, দূর করে নিজ-মায়া, বিষ্ণুপ্রিয়া পরসন্নচিত। দুরে গেল দুঃখ-শোক, আনন্দে ভরল বুক, চতুভূজ দেখে আচম্বিত ॥ ৩৪ ৷ ভবে দেবী বিষ্ণুপ্রিয়া, চতুভূজ দেখিয়া, পতি বুদ্ধি নাহি ছাড়ে তভূ।