পাতা:শ্রীশ্রীচৈতন্যমঙ্গল.djvu/২৪১

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

১৫৮ প্রেমানন্দে ভাসে প্রভু আনন্দিত হিয়া। ভিক্ষা করিলা প্রভু কথোদুর গিয়া। ১৭৯৷৷ হেনমতে দিব নিশি নাহি জানে সুখে । তিন দিন বহি অন্নজল দিলা মুখে ॥ ১৮০ ৷ হেনমনে প্রেমানন্দে দিনরাতি যায়। ঐচন্দ্রশেখরাচার্য্যে দিলেন বিদায় ॥১৮১৷৷ কহিল ঠাকুর-পূনঃ হৈব দরশন। অচিরে হইবে দেখl—ন হও বিমন ॥ ১৮২ ॥ এ বোল বলিয়া প্রভু চলিলা সত্বর। কান্দিভে কান্দিতে যায় শ্ৰীচন্দ্রশেখর ॥১৮৩ হেথা নবদ্বীপবাসী একমুখে রহে। শ্ৰীচন্দ্রশেখর আসি’ কিবা বাৰ্ত্তা কহে ॥১৮৪৷৷ কহয়ে লোচন—হণ কহনে না যায় । শ্ৰীচন্দ্রশেখরাচার্য্য নবদ্বীপ পায় ॥ ১৮৫ ॥ প্রভুর শান্তিপুরে আগমন =কখাসনার চন্দ্রশেখর আচার্য্য নদীয়াস প্রত্যাগমন করিলে, উtঙ্গকে দেপিয়া শচী ও বিষ্ণুপ্রিয়ার শোকানল আপ ও দ্বিগুণ উদ্দীপ্ত হইল ; তাতার নানাপ্রকারে বিলাপ করিতে করিতে অচিায্যের নিকট খ্ৰীমন্মহাপ্রভুর কথা জিজ্ঞাসা করিতে লাগিলেন । এদিকে অন্তৰ্য্যামী ভগবান গৌরহরি নদিয়াবাসীর অৰ্বিতে র্তাহাদিগকে দেখা দিবার উদ্দেশে শাস্তি পুরে আগমন করিতে ইচ্ছা করিয়া ঐমন্নিত্যানন্দপ্রভুর দ্বারা নদিয়াবাসীর নিকট সংবাদ প্রেরণ করিলেন । ঐমরি জ্ঞানন্দপ্রভূ নদীযায় উপস্থিত হইলে, ভাঙ্গকে দেপিয়া বিরক্তকাতর নদীয়াবাসিগণের দেহে প্রাণের সঞ্চার হইল। শচীদেবী ক্ৰন্দন করিতে আরম্ভ করিলে প্রভু নিত্যানন্দ তাহাকে সাস্তুনাপ্রদান পূৰ্ব্বক শ্ৰীমন্মহাপ্রভুপ শান্তিপুর আগমনবার্তা জ্ঞাপন করিলেন । প্রভুর আগমনবাৰ্ত্ত শুনিয়া নদীর (বাসী সকলে পরমানন্দে শ্রীমূদদ্বৈত্ত শ্রীচৈতন্যমঙ্গল প্রভুর ভবনে শ্ৰীমন্মহাপ্রভুর চরণ-সমীপে উপস্থিত হইলে, প্রভু ও র্তাহাদিগকে যথাযথ আদর করিলেন ; এইরূপে পবমানন্দে সেই রাত্রি অতিবাহিত হইল । করণী—রাগ ॥ অকি আরে রে অারে হয় ॥ ধ্রু॥ নবদ্বীপে প্রবেশিতে আচাৰ্য্য-শেখর। নয়নে গলয়ে জলধারা নিরন্তর ॥ ১ ॥ নবদ্বীপবাসী যত তাহারে দেখিয়া । অন্তরে পোড়য়ে প্রাণ ধকধক হিয়া ॥ ২ ॥ সকস বৈষ্ণব আসি মিশিলা সেখানে । সম্বরিতে নারে অশ্রু—কাতর বয়নে ॥ ৩ ॥ পুছিতে না পারে কিছু—মুখে নাহি রায়ে । শুনি’ শচীদেবী আউদড়-চুলে ধায়ে ॥ ৪ ॥ ‘আচার্য্য’ বলিয়া ডাকে উন্মতি পাগলী । না দেখিয়৷ গৌরাঙ্গে হইল। উভরোলি ॥৫ ॥ আমার নিমাই কোথা খুঞ। আইলে তুমি। কেমনে মুড়িলে মাথ। কোন দেশ ভূমি ॥৬ কোল চার সন্ন্যাসী সে হৃদয় দারুণ । বিশ্বস্তুরে মন্ত্র দিতে না হইল করুণ ॥ ৭ ॥ সে হেন সুন্দর কেশ-লাবণ্য দেখিয় । কোন ছার নাপিত সে লিদারুণ হিয়। ॥ ৮ ॥ কেমন পাপিষ্ঠ তেন কেশে দিল খুর। কেমনে বা জিল সে নিদয়। নিঠুর ॥৯। আমার নিমাই কণর ঘরে ভিক্ষ কৈল । মস্তক মুড়াঞঃ। বাছা কেমন বা হৈল ॥ ১০ ॥ আর না দেখিব পুত্ৰ বদন তোমার। অন্ধকার হৈল মোর সকল সংসার ॥ ১১ ৷ রন্ধন করিয়া আর নাহি দিব ভাত । সে হেন শ্ৰীঅঙ্গে আর নাহি দিব হাত ॥ ১২ ॥ সুন্দর-বদনে চুম্ব না দিব মে আর। ক্ষুধার সময় কেবা বুঝিবে তোমার ॥ ১০ ॥ এতেক বিলাপ যবে শচীদেবী কৈল । বিষ্ণুপ্রিয়া প্রবেশধিত জনকথো গেল ॥ ১৪ ॥