পাতা:শ্রীশ্রীচৈতন্যমঙ্গল.djvu/২৫৫

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ՖԳՀ সত্বরে চলহ তুমি চৈতন্য-সংহতি। সাবধানে শুনিলে—যে কহে মহামতি ॥১৫৮৷৷ শ্ৰীজগন্নাথ মহাপ্রভু যথ। আছে। সঙ্গতি সহিতে ইহায় থোলে তার কাছে ॥১৫৯ এ বোল শুনিয়া হৃষ্ট হৈল গোরারায় । চলিল! ত সৰ্ব্বভৌম-তনুজ সহায় ॥ ১৬০ ৷ সিংহদ্বারে গিয়। প্রভু তনু টলমল । ধরিতে না পারে অঙ্গ—প্রেমায় বিহবল ॥১৬১৷৷ থির চলিবারে নারে --অ উলাইল অঙ্গ । সালপালে কাছে কাছে যায় সব সঙ্গ ॥ ১৬১ ৷ অনেক যতনে সিংহদ্বারে প্রবেশিলা । সেখানে তুরিতে নাটমন্দিরে উঠিলা ॥১৬৩ গরুড়ের পাছে রহি’ থির-দিঠে চায়। দেখিম শ্ৰীমুখচন্দ্র ত্ৰিজগত-রায় । ১৬৪ ৷ অতি-উলসিত হিয়া ভরল আনন্দ । অঙ্গ আচ্ছাদিল ঘল পুলক-কদম্ব ॥ ১৬৫ ৷ সাত পাচ ধার। পহে নয়নের জল । অtপনা পাশরে—প্রেমানন্দ পরবল ॥ ১৬৬ ৷৷ ভূমিতে পড়িল প্রভু—অলশ শ্ৰীঅঙ্গ । বাতাসে খসিলা যেন সুমেরুর শৃঙ্গ ॥ ১৬৭ ৷ প্রেমার আবেশে মূৰ্চ্ছা হৈল ভগবান। দুই হস্ত দৃঢ়যুষ্টি-- মুদ্রিত-নয়ান ॥ ১৬৮ ৷৷ নাচে হরি বলি’ প্রভু শচীর নন্দন। প্রবিষ্ট হইল সভে মন্দিরে তখন ॥ ১৬৯ ৷ গদাধর নাচে নরহরি, নিভ্যানন্দ । শ্ৰীনিবাস, দামোদর, মুররি, মুকুন্দ ॥ ১৭০ ৷ অণর সব ভক্তগণ লণচয়ে হরিষে । রাধা-কানু-গুণগান কীৰ্ত্তল প্রকাশে ॥ ১৭১ ৷ তুবে সভে অনুমানি’ সঙ্গী যত জন । প্রভু লঞা আইলা সাৰ্ব্বভৌমের আশ্রম ॥ সাৰ্ব্বভৌম ঘরে প্রভুর সম্বেদন হৈল। গুণসঙ্কীৰ্ত্তনে পুনঃ নাচিতে লাগিল ॥১৭৩ ৷৷ দেখি’ সাবর্বভৌম বাসুদেব ভট্টাচাৰ্য্য। হৃদয়ে আহলাদ মহা দেখিয়া আশ্চৰ্য্য ॥১৭৪ Gटेम्रङकृभन्नल তলে পুনঃ মহাপ্রভু নৃত্য অবসানে। ভিক্ষা-সামন্ত্রণ তারে দিল সাৰ্ব্বভৌমে ॥১৭৫৷৷ প্রসাদ আগনিতে দিল ব্রাহ্মণের গণ । প্রভুসঙ্গে সাৰ্ব্বভৌম করয়ে মিলন। ১৭৬ ৷ ইষ্টগোষ্ঠী করে বিদ্য। জানিবার তরে। তত্ত্ব জিজ্ঞাসিতে কিছু লাগিল। প্রভুরে ॥১৭৭৷৷ তোর জন্মস্থান কোথ। কহিলে আমারে । প্রভু কহে যে কহিলে সেই সত্য হয়ে ॥১৭৮ ভট্টাচাৰ্য্য কহে—তুমি কি কহ কথন। এক কহি,--আর কহ,—কিসের কারণ ॥১৭৯ প্রভু মৌনী হই রহে সমুদ্র-গম্ভীর। পুনৰ্ব্বার প্রভুরে জিজ্ঞাসে বিপ্র দীর--॥১৮০ ভোর মত। পিতা কে বা কহ না অামারে । , প্রভু কহে—সত্য এই তুমি যে কহিলে ॥১৮১ ভট্টাচাৰ্য্য পুনর্বার তথাপি জিজ্ঞাসে । কহিলে তোমার কোথা হইল সন্ন্যাসে ॥১৮২ প্রভু কহে এই সত্য জানিলে নিশ্চয়। শুনি সৰ্ব্বভৌম মনে বড়ই বিস্ময় ॥ ১৮৩ ॥ বুঝিতে নারিল কিছু প্রভুর নির্ণয়। কোটি-সরস্বর্তীকান্ত অখিলের জয় ॥ ১৮৪। কিব বা ঈশ্বর—কিব। বাতুল-স্বভাল । মনে কুষ্ঠা—ক্রোপ মাত্র হৈল তার লাভ ॥১৮৫ আনাইল ভট্টাচাৰ্য্য অনেক প্রসাদ । উঠিল। প্রসাদ দেখি প্রেমার উন্মাদ ॥ ১৮৬ ॥ জগন্নাথ-অম্ল-মহাপ্রসাদ পাইয়া । মস্তকে বন্দিল প্রভু হাসিয়া হাসিয়া ॥১৮৭ হুঙ্কার করিল এক গম্ভীর শবদে । ব্ৰহ্মাণ্ড ভরিল সেই প্রভু সিংহনাদে ॥১৮৮ ॥ দেব, গন্ধৰ্ব্ব, নর, শৃগাল, কুকুর। আইলা গৌরাঙ্গ কাছে যত নাগকুল ॥ ১৮৯ ॥ সভার মুখেতে সেই প্রসাদ আনন্দে । দেখে গদাধর আদি প্রভু নিভ্যানন্দে ॥১৯০ কেহো না কহিল কিছু তত্ত্ব সব জানে। প্রসাদ পাইল সব লঞা ভক্তগণে ॥১৯১ ॥ f