পাতা:শ্রীশ্রীচৈতন্যমঙ্গল.djvu/২৫৮

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

dro, শ্ৰীশ্ৰীকৃষ্ণচৈণ্ড দ্যচন্দ্রে জয়তি শ্রীচৈতন্যমঙ্গল। শেষখণ্ড । প্রভুর দক্ষিণাত্য ভ্রমণ কথাসার খ্ৰীমন্মহাপ্রভূ পূৰ্বতে সাৰ্ব্বভৌম সহ কীৰ্ত্তনানন্দে কিছু দিন অবস্থান করিয়া, সেতুবন্ধ দর্শনার্থ দক্ষিণ দেশে গমন করিয়োন । তপ হইতে কৃষ্মক্ষেত্রে বসুদেব নামক জনৈক লিপ্রকে কৃপা করিয়া কলিযুগের ধৰ্ম্ম একমাণ শ্ৰীহরিনাম উপদেশান্তর জীয়ড় নৃসিংহে উপনীত হইলেন । এই স্থানে কথাপ্রসঙ্গে গ্রন্থকার জীগড় নসিংহের প্রাচীন ইতিবৃত্ত বর্ণন করিয়াছেন । শ্ৰীমন্মহাপ্রভু জীয়ড় নুসিংহ হইতে কাঞ্চীনগরে প্রীপার রামানন্দ সন্নিধানে উপনীত হক্টর, তাহাকে রসরাজ মহাভাবধাপে দর্শনপ্রদানপূৰ্ব্বক গোদাবরী হইয়া পঞ্চবটাতে গমন করিলেন এবং রামচন্দ্র বনবাস কালে এই স্থলে অণস্তান কলিয়। সে স্থানে যে লীলা করিয়াছিলেন, প্রেমাবেশে সেই সব স্থান দশন করিয়া কাবেরী তীরে শ্রীরঙ্গনাথে উপস্থিত হইলেন । তথাধ ত্রিমল্লভট্টকে কৃপা করিম, তাহার গৃহে চতুৰ্ম্মান্ত কাল যাপন করিলেন । তা ঠার পল মাধবেন্দ্রপুরীপাদের শিষ্ণ পরমানন্দপুরীর সঙ্গ সাক্ষাং হয়। মাধবেন্দ্রপুরীপাদের মুখে শ্ৰীমন্মহাপ্রভুপ অবতার বিষধক ভবিষাদ বচন স্মরণ করিয়া, পরমানন্দপুর প্রভুকে স্বয়ং ভগবান বলিয়া জানিতে পারিয়৷ বহু স্তব-স্তুতি করেন । জয় নরহরি-গদাধর-প্রাণনাথ । কৃপা করি কর প্রভু শুভ দৃষ্টিপাত ॥১ ॥ শেষখণ্ডকথা কহি’—অমৃভের সার । শুনিতে বাঢ়য়ে সুখসাগরপাথার ॥ ১ ॥ সাৰ্ব্বভৌম-ভট্টাচাৰ্য্য যে করিল স্তুতি । কথোদিন বঞ্চিল কীৰ্ত্তন দিলারাতি ॥ ৩ ॥ সেতুবন্ধ দেখিবারে চলিলা ঠাকুর । কুৰ্ম্মনামে বিপ্র দেখে কুৰ্ম্মনামে পুত্র ॥ ৪ ॥ বাসুদেব-নামে বিপ্ৰ আছে সেই গ্রামে । দুইজন-সঙ্গে দেখা হৈল এক-ঠামে ॥ ৫ ॥ প্রভু-দরশনে তার হইল নিৰ্ম্মল । নিরীখয়ে গোরাদেহ প্রেমায় বিহবল ৷৷ ৬ ৷ সুমেরুসুন্দর তমু—বাহু জামু-সম । সিংহগ্রাব, কম্বুকণ্ঠ, স্নদীর্ঘ-লোচন ॥ ৭ ॥ দেখিতে দেখিতে হিয়|-আনন্দ বাড়িল । এই কৃষ্ণ গৌরচন্দ্র নিশ্চয় জানিল ৷৷ ৮ ৷৷ হা হা মহাপ্রভু ! বলি’ পড়িলা চরণে। সৰ্ব্বলোক কন্দে তার প্রেমার কান্দলে ॥ ৯ ॥ তুলিয়া দোহারে প্রভু কৈল আলিঙ্গন। প্রকাশ করিল কথ। মধুর বচন—॥ ১০ ॥ শুন শুল অহে দ্বিজ বচন আমার ! কি কাজে আইল। মহী—কি কর আচার ॥১১॥ কলিযুগে ধৰ্ম্ম—হরিনামসঙ্কীৰ্ত্তন। প্রকাশ করিল কৃষ্ণ-নাম-মহাধন ॥ ১২ ॥ নাম-গুণ-সঙ্কীৰ্ত্তনে করহ আনন্দ ।. নাচহ্ন নাচহ লোক হউ মুক্তবন্ধ ॥ ১৩ ৷৷ এ বোল বলিয়৷ প্ৰভু চলিলা সত্বর। আপনাকে আপে তার হৈল অগোচর ॥১৪ চলিতে ন পারে পথে বাড়ে প্রেমরঙ্গ । কথোদুর গিয়! দেখে জীয়ড়-নৃসিংহ। ১৫ ৷