পাতা:শ্রীশ্রীচৈতন্যমঙ্গল.djvu/২৫৯

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

১৭৬ কহিল পূর্বের কথ। অপূৰ্ব্ব কাহিনী । প্রেমায় বিহবল কথা কহয়ে আপনি ॥ ১৬ ॥ শুন শুন সৰ্ব্বলোক রহস্য আনন্দ । যেন মতে অবতার জীয়ড়-লুসিংহ ॥ ১৭ ॥ স্মরণ হইল মোর পূর্বের কাহিনী । একচিত্তে সাবধালে শুন সভে বাণী ॥ ১৮ ॥ এখানে আছিল এক পূড়য়া গোয়াল । কষিকৰ্ম্ম করে পূড়া বিহান-বিকাল ॥ ১৯ ॥ শসা-নামে খন্দ মহী কৈল উপার্জন । হইল মায়াম্মু খন্দ বড়ই সম্পূর্ণ। ২০ ॥ দিব।-রণত্রি রাখে খন্দ—নাহি অবসর । লা জানি কখন সেই যায় নিজঘর ॥ ২১ ॥ একদিন মনে মনে করিল বিচার—। খন্দ রাখিবারে আমি ন আসিব আর ॥ ২২ ॥ এইমনে আছে পূড় মনের হরিষে। আচম্বিতে দেখে খন্দ খtএ3 যায় কিসে ॥ ২৩ আরদিন রাত্রি জাগে তৃতীয় প্রহর । আচম্বিত আইল এক বরাহ ডাগর ॥ ২৪ ॥ দেখিয় গোয়াল৷ সেই হৈল সাবধান । খন্দ খায় বরাহ সে সারে দুই কাণ ॥ ২৫ ॥ খন্দ খায়, লতা ছিঁড়ে, আপনার সুখে । দেখিয়া গোয়ালা গুণ দিলেক ধনুকে ॥২৬৷৷ খন খাও, লত। ছিড়ি, সার’ দুই কাণ । আজি মোর হাতে তুমি হারালে পরাণ ॥২৭ ইহা বলি সন্ধান পূরিয়া এড়ে বাণ। নির্ভরে বাজিল—বরাহ স্মরে রামনাম ॥২৮৷ পাঞা সাম্ভাইল পৰ্ব্বত-গুহার ভিতরে । দেখিয়া গোয়ালা পূড় পড়িল র্যাপরে ॥২৯ পরাহ হইয়া কেনে স্মরে’ রাম রাম। বরাহ না হয় এই, সেই ভগবান ॥ ৩০ ॥ এতেক চিন্তিয় পুড়ি কাতর:অন্তর। গহবর-নিকটে ঘাঞা কহিছে উত্তর- ॥ ৩১ ॥ কে তুমি ? কে তুমি ? বোলে—উত্তর না পায়। তিন উপলাস কৈল কাতর-হিয়ায় ॥ ৩২ ॥ শ্রীচৈতষ্ঠ্যমঙ্গল কি কাজ করি আমি অসম-দুরন্ত । মো-সম পাতকী নাহি পামর-পাষণ্ড ॥ ৩৩৷ দয়া উপজিল প্রভু করুণ।-নিপান । আকাশ-কথায় কহে—অামি ভগবান ॥ ৩৪ ৷ আমারে মারিলি--তোর কৈল অপচয় । চিন্ত না করিহ—যাহ আপিন অtলয় ॥ ৩৫ ৷ এ বোল শুনিঞ পূড়। অধিক কাতর। উপবাসে উপপাসে দিযু কলেবর ॥ ৩৬ ॥ এইমনে উপবাস করিল অনেক । আচম্বিতে গগনে উঠিল ধ্বনি এক—॥ ৩৭ ৷ কেনে রে ; আলোপ পুড়ি মর আকারণ। তাপরাধ নাহি—যাহ আপন ভবন ॥ ৩৮ ৷৷ পুনরপি বোলে পুড়ি কাতরলচনে । তোমারে মারিমু বাণ—কি কাজ জীবনে ॥৩৯ মরিলেহ নাহি ঘুচে এ দোষ আমার । এ দোষের উচিত হবে যমের প্র হার ॥ ৪০ ৷ শুদ্ধ হইব আর আমি কোন প্রতিকারে । সলে আমি মাত্র বাণ মারিল তোমারে ॥৪১৷৷ এ বোল শুনিএ বাণী আইল অরবার— নাহি অপরাধ—তুষ্ট হইল অপর ॥ ৪২ ৷ এ বোল শুনিঞ। পুড়ে কহে কর জুড়ি’ – । তোমার তা জ্ঞায় যুঞি লোলে ভয় ছাড়ি’ ॥ কেমনে জমিল—মোর ঘুচিল এ দোষ । পরসাদ সাক্ষা পাইলে হঙ মে সন্তোষ ॥৪৪৷৷ এ কথা কহিল আমি রাজার গোচরে। এইমত আজ্ঞ তুমি কহিলে তাহারে ॥৪৫ ॥ তবেসে প্রভাত মুঞি পাঙ হিয়া-সাক্ষী। সলজন জানে তুমি হৈলে মোরে সুখী ॥৪৬ তলে পুনরপি তাজ্ঞা করিলা ঈশ্বর। যে বলিল। সে-ই হলে—পাইলে তুমি বর ॥৪৭৷ এ লেtল শুনিএঃ পুড়ে। হরষিত হঞা । মহালেগে রাজদ্বারে উত্তরিল গিয়া ॥ ৪৮ ৷৷ দ্বারিকে কহিল –তারে শুন দ্বারিবর। যে কিছু কহিয়ে --রাজার করহ গোচর ॥৪৯