শেষখও বিশ্ব-নামে বন আছে পশ্চিমে তাহার। অৰ্দ্ধ-যোজন সে মথুর। হইতে পার ॥ ৮১ ৷ তাহার উত্তরে অাছে লোহ-নামে বন । তাওঁীর-নামে বন অাছে ভtহার ঈশান ॥৮২৷ একত্রই দুই বন যমুনার কুলে। মহাবল হৈতে লোকে আপ যোজন লোলে ৷ এই দ্বাদশ বন মথুরামণ্ডল । কৃষ্ণের বিহার স্থান দেখাব সকল ॥ ৮৪ ॥ এই মনে কথালাপে প্রভাত হইল ॥ যে লিপি আছিল প্রভু প্রাতঃক্রিয়া কৈল ॥৮৫৷৷ উৎকণ্ঠ।-হৃদয়ে দিল কষ্ণদাসে ডাক । দেহকে জিনিএঃ সে অধিক অনুরাগ ॥ ৮৬ দেখিতে চলিল। প্রভু মথুরামণ্ডল । তাপনে ঈশ্বর কৃষ্ণদাসে করে ছল ॥ ৮৭ ৷ ক্লষ্ণদাস কহে—প্ৰভু ইথে কর মন । পূরীর তিনদিগে দেখ গড়ের পত্তন ॥ ৮৮ ৷ পূরুলে যমুন নদী বহে দক্ষিণমুখে । উত্তর-দক্ষিণ-দ্বার গড়ের দুইদিগে ॥ ৮৯ ৷ কংসের আবাস দেখ পুরীর নৈখতে । পূরুবে উত্তরে দুই দুয়ার তাহাতে ॥ ৯০ ৷ পসিলার চোঁতারা দেখ বাড়ীর উত্তর। পুরার বায়ুকোণে দেখ হের কারাগীর ॥৯.॥ মূত্ৰস্থান হের দেখ ইহার দক্ষিণে । বিবরি’ কহিল কিছু—শুন সাবধানে ॥ ৯২ ৷ কংস ভয়ে বসুদেব লঞ যায় পুত্র। আচম্বিতে কৃষ্ণ তার কোলে কৈল মূত্ৰ ॥৯৩৷ এইখানে বসুদেব বসিলা সত্বর। প্রস্রাব করিলা কৃষ্ণ —দ্রলিল পাথর ॥ ৯৪ ৷ মূত্ৰচিহ্ন রহিল এ পাষাণ উপরে। ‘মূত্ৰস্থান’ ভেঞি লোক লোলয়ে ইহারে ॥৯৫ ইহার উত্তরে দেখ উদ্ধবের ঘর। এ বোল শুনিতে প্রভুর গলে দুই ধার ॥ ৯৬ ৷ কণ্টকিত ভেল অঙ্গ অপাদ-মস্তক । কদম্বকেশর জিনি একটি পুলক ॥৯৭ ॥ >しペ) এই উদ্ধবের ঘর যুঞি আইলু এবে। এথা যে করিল কৃষ্ণ-কহে অনুভবে ॥ ৯৮ ॥ এইখানে কৃষ্ণ আর উদ্ধবের কথা । দেখিয়াছি যেন বাসো—মনে লাগে ব্যথা ॥৯৯ এ বোল বলিতে প্ৰভু চাহে চারিদিগে । তবে কহ কৃষ্ণদাস—কহে অনুরাগে ॥ ১০০ ॥ উদ্ধবের পূৰ্ব্বে দেখ রজকের ঘর। মালাকার-বাস দেখ পূরুবে ইহার ॥ ১০১ ৷ ইহার দক্ষিণে দেখ কুবুজীর ঘর। তাহার দক্ষিণে রঙ্গস্থান মনোহর ॥ ১০২ ৷ বসুদেল-আপ সি দেখ তার অগ্নিকোণে । এ বোল শুনিতে প্রভু হাসে মনে মনে ॥ ১০৩ ৷ গদগদ স্বর কিছু অরুণ লদল । উগ্ৰসেন-বাড়ী দেখ তাঙ্কণর ঈশান ॥ ১০৪ ৷ দেখহ পিশান্তিঘাট দক্ষিণে ভtহর । গতশ্রম নাম মূৰ্ত্তি এথ। পরচার ॥ ১০৫ ৷ কংস মারি’ ট।নিএঃ ফেলিতে হৈল খাল । ভেঞি 'কংসখালি’ ঘাট দক্ষিণে তাহার ॥১০৬৷৷ দেখহ প্রয়াগঘাট তাহার দক্ষিণে । ভtহার দক্ষিণে ঘাট এ তিন্দুক নামে ॥ ১০৭ ৷ সপ্ত তীর্থ পলি’ ঘটি ইহার দক্ষিণে । তাহার দক্ষিণে দেখ ঋষি তীর্থ-নামে ॥ ১০৮ ॥ ইহার দক্ষিণে দেখ মোক্ষউীর্থ আর । তাহার দক্ষিণে কোটি-ভার্থের প্রচার ॥১০৯ তাহার দক্ষিণে দেখ বোধিতীর্থ নামে। দক্ষিণে গণেশতীর্থ দেখ বিদ্যমানে ॥ ১১০ ॥ এইভ দ্বাদশ ঘাট—সৰ্ব্বতীর্থসার। পুরীর দক্ষিণে বঙ্গভূমি দেখ আর ॥ ১১১ ৷ তাহার দক্ষিণে আর দেখ অপরূপ । তুরাশয় কংসরাজ খনিলেক কুপ ॥ ১১২ ৷ কৃষ্ণ মারি ইহাতে ফেলিব—এই কাম। কংস খনিল কুপ—“কংসকুপ’ নাম ॥ ১১৩ ৷ দেখহ অগস্ত্যকুণ্ড নৈখতে তাহার। সেতুবন্ধ-সরোবর উত্তরে ইহার ॥১১৪ ৷
পাতা:শ্রীশ্রীচৈতন্যমঙ্গল.djvu/২৬৬
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।