পাতা:শ্রীশ্রীচৈতন্যমঙ্গল.djvu/২৬৮

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

শেষ খণ্ড পাপিষ্ঠ সে কংসরাজ মারিতে কন্যারে। বিদ্যুৎ হইয়। তেঁহ গেল আকাশেরে ॥১৪৮৷৷ অপরুদ্ধ কংস স্তুভি করয়ে দে হারে । গগনে আকাশ বাণী শুনে হেনকালে ॥১৪৯৷ শুনিএঃ সে বাণী ধৰ্ম্ম হিংসিতে লাগিল । লিশ্চয় করিয়া লিজ মরণ জানিল ॥ ১৫০ ॥ মথুরা আইলা নন্দ পূত্রোৎসব করি । বসুদেব বৈল রাখ শিশুরে অবরি’ ॥ ১৫১ ৷ সাতদিবসের কৃষ্ণ পূতনা বধিল । মাসেকের কালে শকট ভাঙ্গিয়া ফেলিল ॥ তৃণালওঁ মারে কৃষ্ণ হঞা বিশ্বম্ভর । ভূস্তায়ে মায়েরে বিশ্ব দেখাইল উদর ॥১৫৩৷৷ ছয় মাসের পরে নামকরণ হইল । স্মৃত্তিক-ভক্ষণে বিশ্বরূপ দেখাইল ॥ ১৫৪ ৷ মস্থনের দণ্ড ধরি? নাচিল এইখালে। দুগ্ধ উথলিতে এথ যশোদা-গমনে ॥ ১৫৫ ৷ উডুখলে চঢ়ি শিকার ভাণ্ড ছেদ করি’ । উৰ্দ্ধমুখে নবনীত পান কৈল হরি ॥ ১৫৬ ৷ এইখানে চুরি করি কক্ষ খইল ননী । উডুখলে বান্ধে লৈয়। যশোদা জননী ॥ ১৫৭ ৷ যমল-অৰ্জুন-ভঙ্গ কৈল এইখানে । পাল্লা দিয়া ফল খাইল দেব নারায়ণে ॥ ১৫৮ ৷৷ মহাবন-দক্ষিণে দেখ গোকুলনগর। শিশু-সঙ্গে বৎস রাখে এথ দণমোদর ॥ ১৫৯ ৷৷ হের দেখ গোপেশ্বর-মূৰ্ত্তি মনোহর । সপ্তসমুদ্রক-কুণ্ড দেখহ সুন্দর ॥ ১৬০ ৷ , আয়ালের ঘর দেখ গ্রামের পশ্চিমে । সুন্দরগোপের ঘর তাহার দক্ষিণে ॥ ১৬১ ৷ উপনন্দের ঘর এই গ্রামের মধ্যখানে । পশ্চিমে দেখহ রাবণের তপোবনে ॥ ১৬২ ৷৷ দেখহ তুৰ্ব্ব সাশ্রম ইহার উত্তর— নিকটে দেখহ লোহলন মনোহর ॥ ১৬৩ ৷ অপরূপ কহিব এই হের বিল্বলনে। কৃষ্ণ কোলে করি’ নন্দ তা ছিল। এখালে ৷ 、“a >し”(? রাপ কে দেখিয়। নন্দ কহিল উত্তর— কোলে করি’ লেহ কৃষ্ণ থোও লএal ঘর ॥১৬৫৷৷ নন্দের আদেশে রপ। কুষ্ণ কৈল কোলে । চুম্বন করয়ে বাল্য-আচরণ-ছলে ॥ ১৬৬ ৷ কাজ নাহি বুঝে রাপা লঞ যায় পথে । গাঢ়-আলিঙ্গনে কুচ চিরে নখাঘাতে ॥ ১৬৭ ৷ দেখিয়া চরিত্র রাধার বিস্ময় লাগিল । হিয়া উপজিল প্রেম—বেকত ন কৈল ॥১৬৮ হের আর দেখ পূনঃ কৃষ্ণের চরিত। মরয়ে সকল শিশু তৃষ্ণায় পীড়িত ॥ ১৬৯ ৷ পাচনী খনিল কুণ্ড দেখ বিদ্যমান। শুনি মাত্র গৌরচন্দ্র নাহি বাহ্যজ্ঞান ॥ ১৭০ ৷ কথোক্ষণে গৌরচন্দ্রের হইল ভ লাহা । প্রভু কহে—কৃষ্ণদাস কি হইল কাৰ্য্য ॥ ১৭১ ৷ এইখানে দেখ উপনন্দ-অাদি যত । যুকতি করিল সব গোয়ালা-সন্ম ত ॥ ১৭২ ৷৷ অসহ এ রাজপীড়া—নিত্যই সঙ্কট । রজনীপ্রস্তাতে সতে সাজিল শকট ॥ ১৭৩ ৷ গোপীগণ শকটে করিয়া গোপগণ । , নিকট বসতি করিবারে বুন্দাবন ॥ ১৭৪ ৷ হৈ হৈ রবে যায় গোপন চালাইয়।। পায়ে বাধা হাতে লড়ি মাথে পাগ দিয়া ॥ ভদ্র-ভাণ্ডার-বনে ছিল। দুই মাস । আনন্দে গণয়েন গুণ এ লে{চনদাস ॥ ১৭৬ ৷৷ তবে পার হৈল। সে.নিকট বৃন্দবনে। অৰ্দ্ধচন্দ্রাকৃতি শকট রাখিল এইখানে ॥ ১৭৭ ৷৷ কপিথ-গাছের মূলে বৎসক বধিল । পুচ্ছ-পদ ধরি তারে তুলি আছাড়িল ॥১৭৮ গিলি উগারিল কৃষ্ণ এথা বকাস্থর । ” ছুই ঠোঁটে ধরি চিরি’ প্রাণ কৈল দূর ॥১৭৯৷৷ এই গোঠে শিহরে বালক সব সঙ্গে । শিঙ্গা, বেণু বেস্ত্র হাথে নানাবিধ রঙ্গে ॥১৮০৷৷ কেহো কোন জন্তু-ছলে সেই শব্দ করে। উড়িতে পক্ষের ছায়। চাহে ধরিবারে ॥ ১৮১ ॥