পাতা:শ্রীশ্রীনরোত্তমবিলাস.djvu/১০৪

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

দশম বিলাস । জয় গৌর নিত্যানন্দাদ্বৈতগণ সহ । এ দীন দুঃখিরে প্রভু কর অনুগ্রহ ॥ জয় জয় দয়ার সমুদ্র শ্রোতাগণ । এবে যে কহিয়ে তাহ করহ শ্রবণ ॥ আচার্য্যের শিষ্য রাম ঐরঘুনন্দন। বৃন্দাবন হইতে আইলা দুইজন ॥ ব্রজের মঙ্গল মহাশয়ে নিবেদিয়া । পুনঃনিবেদয়ে অতি উল্লাস হইয়া ॥ শ্ৰীজাহ্নবী ঈশ্বরী প্রেরিত ঠাকুরাণী। কি অপূৰ্ব্ব শোভা তার কহিতে কি জানি গোস্বামী সকল গোপীনাথের আদেশে। বসাইলা শ্ৰীগোপীনাথের বামপাশে ॥ হৈল মহামহোৎসব দেখিলু সাক্ষাতে । ব্ৰজবাসী বৈষ্ণব উল্লাস মহাপ্রীতে ॥ শুনি এ প্রসঙ্গ সব সবে হর্ষ হৈলা । রামচন্দ্র দেহে শীঘ্র স্নানে পাঠাইলা ॥ শ্ৰীঠাকুর মহাশয় রামচন্দ্র সনে। প্রেমাবেশে চলে দোহে পদ্মাবতী স্নানে ॥ সেই পথে আইসে দুই ব্রাহ্মণ কুমার। ছাগ মেষ মহিব শাবক সঙ্গে তার ॥ তাহা দেখি রামচন্দ্রে কহে মহাশয় । কৃষ্ণ ভজনের যোগ্য এই বিপ্রদ্বয় ॥ রামচন্দ্র সেই বিপ্রে লক্ষ করি। নাসা শাস্ত্র প্রসঙ্গে চলয়ে ধরি ধরি ॥ কিছুদূরে সেই দুই বিপ্ৰ বিদ্যমান। শুনি শাস্ত্র প্রমাণ নিৰ্ম্মল হৈল জ্ঞান ৷ দোহে দেখি মনের উল্লাসে দোহে কয়। এই কবিরাজ খ্ৰীঠাকুর মহাশয় ॥ লোকমুখে শুনিলু মহিমা দূরে হতে। আজি সুপ্রভাত হৈল দেখিলু সাক্ষাতে ॥ এত কহি ছাগাদিক দূরে রাখাইলা। মহাসশঙ্কিত হৈয়া নিকটে আইলা ॥ সুমধুর বাক্যে দোহে কহে মহাশয় । কি নাম কাহার পুত্ৰ দেহ পরিচয় ॥ শুনি বিপ্র কহে মোর নাম হরিরাম । আমার কনিষ্ঠ এই বালকৃষ্ণ নাম ॥ শিবাই আচাৰ্য্য মোর পিতা সভে জানে। বহু অর্থ ব্যয় তার ভবানী পূজনে। বলরাম কবিরাজ বৈদ্য ভালমতে । ছাগাদি লইতে আইলু পিতার আজ্ঞাতে