শ্ৰীনরোত্তম-বিলাস । > o (t র্তেই অলক্ষিতে দণ্ডইয়৷ নিজালয়ে। হরিনাম রামকৃষ্ণাচার্য্যে নিরীক্ষয়ে ॥ দেখি দিব্য তেজ মনে করয়ে বিচার। পূৰ্ব্বেও দেখিলু এবে দেখি চমৎকার। দুবরাজ আর শ্ৰীঠাকুর মহাশয়। এ দেহে করিলা কৃপা হইয়া সদয় ॥ হইয়া বৈষ্ণব চিত্তাকর্ষয়ে শোভাতে । ক্ষুরিল সকল শাস্ত্র সেতুহু কৃপাতে ॥ করিলেন পরাজয় অনেক পণ্ডিতে । দ্বিগ্বিজয়ী ভিক্ষুক হইলেন লজ্জামতে ॥ এ দু'হু প্রভাব হেতু সে কৃপার বল । জুহু মহাভাগ্যবন্ত জনম সফল ৷ এ ত ভু সম্বন্ধে মহাশয়ে যে নিন্দিল । ভগবতী ক্রমে সে পাষণ্ডে দণ্ড দিল । মুঞি বিপ্র প্রধান তুচ্ছ বিদ্যা অহঙ্কারে। না বুঝি আজ্ঞা কৈলু সে মহাশয়েরে ॥ যদি মোরে অনুগ্রহ করে মহাশয় । তবে মোর নরক হৈতে ত্রাণ হয় ॥ মে পাপীরে অবগু করিব অঙ্গীকার । শুনিয়াছি এমন দয়ালু নাহি আর ॥ ঐছে মনে বিচারিলা গঙ্গানারায়ণ । আপন মানয়ে দীন করয়ে ক্ৰন্দন ॥ করিতে ক্ৰন্দন হৈল ভক্তির উদয় । করি কত খেদ পুনঃ ফুকারিয়া কয় ॥ বৈষ্ণব ধৰ্ম্মের পর ধৰ্ম্ম নাহি আর । এ হেন ধৰ্ম্মেতে মন না হৈল আমার ॥ ধিক ধিক কিবা ফল এছার জীবনে । গোঙাইলু জন্ম বৃথা কৃষ্ণভক্তি বিনে ॥ ওহে নরোত্তম প্রভু দেহ ভক্তিধন । তুয়া পাদপদ্মে মুঞি লইলু শরণ ॥ ঐছে কত খেদে দিবারাত্রি গোঙাইল । iম রাত্ৰি হৈতে কিছু নিদ্রা আকৰ্ষিল ॥ স্বপ্নে দেখা দিলেন ঠাকুর মহাশয় । করুণা নিৰ্ম্মিত মূৰ্ত্তি মহাতেজোময়। মন্দ মন্দ হাসি কহে গঙ্গানারায়ণে । তুমি মোর কিঙ্কর করহ খেদ কেনে ৷ সব মনোরথ সিদ্ধি হইব তোমার। কালি গঙ্গাস্নানে দেখা পাইবা আমার: খেতরি তৈতে আমি আইলাম এথা । স্নানকালে তোমারে কহিব সব কথা ৷ এত কহি আদর্শন হৈলা মহাশয়। স্বপ্নভঙ্গে চক্ৰবৰ্ত্তী ব্যাকুল হৃদয় ॥ হইল প্রভাত শীঘ্র প্রাতঃক্রিয়া করি"। গঙ্গাতীর গিয়া বসিলেন ধান ধরি ॥ হরিরাম রামকৃষ্ণাচার্য আইলা তথি । দেহে মহাসমাদর কৈলা চক্রবর্তী । অতি দীন প্রায় হৈয়া কঙ্গে মুহুভষে । কিছুকাল এথাতে রচিব মোর পাশে ॥ যদি মোর ভাগ্যে প্রভু দেন দরশন। তবে তারে জানাবা তোমরা দুইজন ॥ পরম্পর ঐছে বহু কহে হেনকালে । সভাসহ মহাশয় আইলা গঙ্গাকুলে ৷
পাতা:শ্রীশ্রীনরোত্তমবিলাস.djvu/১০৭
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।