כל סכ শ্ৰীনরোত্তম বিলাস । হরিরামাচাৰ্য্য কহে দেখ বিদ্যমানে। কেহ কহে ঞিহার সম্ভব কভু নয়। অকস্মাৎ প্রভুর গমন গঙ্গাস্নানে ॥ কিরূপ হইল ঐছে ভক্তির উদয় ॥ গঙ্গানারায়ণ মহা আনন্দিত হৈল। কেহ কহে ওহে ভাই বিচারিনু মনে। যৈছে স্বপ্নে দেখে তৈছে সাক্ষাতে দেখিলা | সকল সম্ভব মহাশয়ের দর্শনে ॥ চক্ৰবৰ্ত্ত কহে হরিরাম আচার্য্যেরে। কেহ কহে য'রে কৃপা করে মহাশয়। কি নাম কাহার মোরে:চিনাহ সভারে। অনায়াসে তাহার সকল সিদ্ধি হয়। " দূরে হইতে হরিরাম সভে জানাইয়া। ধন্য ধন্ত গঙ্গানারায়ণ বিপ্রবংশে । চক্ৰবৰ্ত্ত প্রসঙ্গ কহিলা আগে গিয়া ॥ হইলা বৈষ্ণব ঐছে কহিয়া প্রশংসে ॥ হাসিয়া কহয়ে মহাশয় মৃত্নভাষে । চক্ৰবৰ্ত্তী কিছু নিবেদিতে মনে করে। গঙ্গানারায়ণে শীঘ্ৰ আন মোর পাশে বুঝিয়া ঠাকুর মহাশয় কহে তারে ॥ হরিরাম গঙ্গানারায়ণে লৈয়া আইলা । এখন ওসব কিছু না করিছ মনে । গঙ্গারাম ভূমে পড়ি পদে প্ৰণমিলা ৷ স্নান করি বুধরি যাইব এইক্ষণে ॥ প্রেমাবেশে মহাশয় করি আলিঙ্গন। খেতরি যাইব কালি প্রভাত সময়ে। চক্ৰবৰ্ত্তী প্রতি কহে মধুর বচন । আছয়ে বিশেষ কাৰ্য্য গৌরাঙ্গ আলয়ে ॥ ওহে বাপু তোমার এ সব আচরণে। হরিরাম রামকৃষ্ণ দোহার সহিতে । এথা বিপ্র বর্গ কিবা করিবেক মনে ॥ | রহিবে যাইয়া কালি বুধরি গ্রামেতে ॥ চক্রবর্তী কহে প্রভু কৃপা কর যারে। | কর্ণপুর আদি তথা একত্র হইয়। সে কি হেন ভক্তিহীন বিপ্রে ভয় করে ॥ | খেতরি যাইবে শীঘ্র প্রভাতে উঠিয়া ॥ এত কহি রামচন্দ্র চরণ বন্দিল । এত কহি স্নানাদিক ক্রিয়৷ শীঘ্ৰ করি। সভাসহ যথাযোগ্য মিলন হইল ॥ সভাসহ মহাশয় আইলা বুধরি। গঙ্গানারায়ণ চেষ্টা দেখি কোনজন । গঙ্গানারায়ণ গঙ্গাস্নান শীঘ্ৰ কৈলা । কহে কণর প্রতি অতি করি সঙ্গোপন ॥ | হরিরাম রামকৃষ্ণে গৃহে লৈয়া আইলা ॥ এই গাম্ভীলায় দেখিলাম কতবার। সে দিবস গাম্ভীলাতে রহি তিনজন । এরূপ স্বভাব কভু না দেখি ঞিহার ॥ অতি প্রাতঃকালে তিনে করিলা গমন ॥ কেহ কহে বিদ্যাদি মত্তেতে মত্ত যেহ। ] বুধরি যাইয়া শীঘ্র উল্লাস অন্তরে। অতি দীন প্রায় কৈছে হইলেন তেহ ॥ রহিলেন শ্ৰীগোবিন্দ কবিরাজ ঘরে।
পাতা:শ্রীশ্রীনরোত্তমবিলাস.djvu/১০৮
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।