ঐ লরোত্তম-বিলাস । Soo দিব্য সিংহ কবিরাজ গোবিন্দ তনয় । সে দিবস সংকীৰ্ত্তনানন্দে গোঙাঞিলা । তার ভক্তিরীতি দেখি হইল বিস্ময় ॥ প্রাতঃকালে সভে প্রাতঃক্রিয়াদি করিলা ॥ তথা কর্ণপুর কবিরাজ আদি ছিল। অতি সুমঙ্গল দিন বিচারিয়া মনে । প্রাতঃকালে সভে শীঘ্র থেতরি আইলা ॥ | মহাশয় শিষ্য কৈলা গঙ্গানারায়ণে ॥ সভে গিয়া করিলা গৌরাঙ্গ দরশন। মন্ত্রদীক্ষা দিয়া মহাশয় হর্ষ হৈলা । হইল সভার মহা আনন্দিত মন। শ্ৰীকৃষ্ণচৈতন্ত পাদপদ্মে সমৰ্পিলা ॥ গঙ্গানারায়ণ চক্রবর্তী প্রভু আগে। নরোত্তম মহাশয় ভক্তি অবতার। নিজ মনোরথ সিদ্ধি এই মাত্র মাগে ॥ | গঙ্গানারায়ণে কৈলা স্বশক্তি সঞ্চার ॥ তথাহি শ্ৰীস্তবমুতলহর্য্যাং। নরোত্তমে ভক্ত্যহুবতার এব যস্মিন স্বশক্তিং বিদধে মুদৈব। শ্ৰীচক্ৰবৰ্ত্ত দয়তাঃ সগঙ্গা, নারায়ণং প্রেমরসাম্বুধিমমি ৷ গঙ্গানারায়ণ হৈলা আনন্দে বিহবল ৷ নিবারিতে নারে দুই নয়নের জল ॥ ভূমে লোটাইয় পড়ে পাদপদ্ম তলে। দয়ার সমুদ্র নরোত্তম কৈলা কোলে ৷ রামচন্দ্র কবিরাজে কৈলা সমর্পণ । তেঁহ বন্দিলেন রামচন্দ্রের চরণ। শ্ৰীগোবিন্দ কবিরাজ আদি সে সকলে । প্ৰণমিতে প্রণমি করিলা সভে কোলে ৷ সকল বৈষ্ণব মনে আনন্দ হইল । গঙ্গানারায়ণে কৃপা সৰ্ব্বত্রে ব্যাপিল ॥ সৰ্ব্বশাস্ত্রে বিশারদ গঙ্গানারায়ণ । গোস্বামীগণের গ্রন্থ কৈলা অধ্যয়ন। নিরবধি সংকীৰ্ত্তন মুখের পাথরে। গঙ্গানারায়ণ মহা আনন্দে সীতারে ॥ প্রেমভক্তি ধনে ধনী হৈলা চক্ৰবৰ্ত্ত । পূৰ্ব্বে হৈতে হৈল মহা তেজোময় মূৰ্ত্তি। গঙ্গানারায়ণ কৃষ্ণে হইলা অনন্ত । ঐছে মহাশয়ে বিপ্রাদিকে করে ধন্ত । জগন্নাথ আচার্য্য নামেতে বিপ্রবর। ভগবতী পূজাতে সে পরম তৎপর ॥ তারে দেবী আজ্ঞা দিলা প্রসন্ন হইয়া । নরোত্তমপাদ পদাভ্ৰয় কর গিয় ॥ তবে সে ঘুচিবে তব এ ভব বন্ধন। পাইবে মো সভার ফুল্লভ ভক্তিধন । হইবে অনন্ত সেই প্রভুর চরণে । কৃষ্ণের ভজন বিনা বিফল জীবনে ॥ ঐছে আজ্ঞা পাইয়া বিপ্র রজনী প্রভাতে। আইলা ব্যাকুল হৈয়া থেতরি গ্রামেতে ॥
পাতা:শ্রীশ্রীনরোত্তমবিলাস.djvu/১০৯
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।