পাতা:শ্রীশ্রীনরোত্তমবিলাস.djvu/১১

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

শ্ৰীনরোত্তম বিলাস । শ্ৰীখেতরি গ্রামে হৈল পরম মঙ্গল । ঘুচিল দুবুদ্ধি লোক আনন্দে বিহ্বল । হরিহরি ধ্বনি বিনা মুখে নাছি আর । পুলকে পূর্ণিত দেহ নেত্র অশ্রুধার ॥ ভক্তিদেবী প্রবেশিলা সভার অন্তরে । সভে ধাওয়া ধাই করে কৃষ্ণানন্দ ঘরে ॥ বিবিধ সামগ্ৰী ভেট্ দেন সৰ্ব্বজন। সভারে সম্মানে দত্ত মহাবিচক্ষণ ॥ পুত্রমুখ দেখি আখি নারে ফিরাইতে । কি অদ্ভুত সুখ হইল কৃষ্ণানন্দ চিতে ॥ শ্ৰীকৃষ্ণানন্দের পিতা পরম মহান। পৌত্রের কল্যাণে কৈলা বহু অর্থদান ॥ গায়ক বাদক স্থত মাগধ বন্দিরে। যৈছে তুষ্ট কৈলা তাহা কে বণিতে পারে ॥ প্রকটের কালে যে হইল চমৎকার। বহুল্যের ভয়ে হেথ নারি বর্ণিবার ॥ গৌর নিত্যানন্দাদ্বৈত গণের সহিতে। নুতা কৈলা নারায়ণী দেখিল সাক্ষাতে ॥ ইছে ভাগ্যবতী নাহি নারায়ণী সম । যার গর্ভে জন্মিলা ঠাকুর নরোত্তম ॥ দিনে দিনে বাড়ে নরোত্তম চন্দ্রপ্রায় । পুত্রমুখ দেখি মাতা বিহ্বল সদায় ॥ ভাগ্যবন্ত কৃষ্ণানন্দ পাই পুত্র যত্ন । প্রতিদিন বিপ্রে ভুঞ্জায়েন করি যত্ন ॥ পুত্রমুখ দেখিয়া যুড়ায় নেত্র-প্রাণ। শুভদিনে কৈলা অন্নপ্রাশন বিধান ॥ > যে কৌতুক হৈল অন্নপ্রাশন সময় । তাহা এক মুখে কি কহিতে সাধ্য হয় ৷ তথা এক দৈবজ্ঞ পরম ভাগ্যবান। শিশু সন্দর্শনেতে নিৰ্ম্মল হৈল জ্ঞান ৷ রাজ আজ্ঞামতে দেখি সৰ্ব্ব সুলক্ষণ । কহিল ক্রি হার যোগ্য নাম নরোত্তম ৷ শুনি বিপ্রগণ কহে এই হয় হয় । মনুয্যের মধ্যে ঞিহো উত্তম নিশ্চয় ॥ অন্ত স্ত্রী পুরুষ নামকরণ-কালেতে । যে যাহা কহিল তাহ নারি বিস্তারিতে ॥ অন্নপ্রাশনের কালে হৈল যে প্রকার । তাহা কহি যাতে হয় লোকে চমৎকার ॥ পুত্ৰমুখে অন্ন দেন যতন করিয়া । নাহি খায় অন্ন রহে মুখ ফিরাইয়া ॥ অনেক প্রকার কৈল ন হৈল গ্রহণ। হইল সভার মহা চিন্তাযুক্ত মন ॥ দৈবজ্ঞ কহেন ইথে চিন্ত না করিবে । বিনা বিষ্ণু নৈবেদ্য এ কভু না ভুঞ্জিবে ॥ লক্ষণ বিষ্ণু প্রসাদ আ লা। পুত্ৰমুখে দিতে তেহে খাইলা হর্ষ হৈয়া ॥ | সেইদিন হৈতে রাজা কহিল সভারে। কৃষ্ণের প্রসাদ বিনা না দিহ ইহারে। | হইতে । বিষ্ণুপ্রসাদান্ন শ্রেষ্ঠ বিচারিল চিতে ॥ ছিলেন পূৰ্ব্বের সেবা শ্ৰীকৃষ্ণ বিগ্রহ। র্তার সেবা প্রতি অতি বাড়িল আগ্রহ ॥