পাতা:শ্রীশ্রীনরোত্তমবিলাস.djvu/১১২

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

So o ক্রয়ােজবিলাস। মৃতপ্রায় হইয়া আছয়ে নিজ স্থানে। পরম্পর কহে কালি কি হবে বিহানে। এ অধ্যাপকগণে পরাজয় করি । বারুই কুমার দোহে চলয়ে খেতরি ॥ রামচন্দ্র কাঙ্গালে ডাকিয়া দিলা পান। গঙ্গানারায়ণ ছাড়া করিলা প্রদান । পরম কৌতুকে দোহে খেতরি আইলা। ঐঠাকুর মহাশয়ে সব নিবেদিলা ॥ এথা রাজা নরসিংহ চিত্তে মনে মনে। অনুগ্রহ করিব কি এ হেন দুর্জনে ॥ করি কত খেদ কহে রূপনারায়ণ। র্তার অনুগ্রহ বিনা বিফল জীবন ॥ অকস্মাৎ দূরে থাকি কহে এক জনে। তেহ অনুগ্রহ করিবেন নিজ গুণে ॥ অতি উৎকণ্ঠিত হৈলা একথা শ্রবণে । মনে এই রজনী পোহাবে কতক্ষণে ॥ হইল অনেক রাত্রি করিলা শয়ন। মনে মনে ভাবে এথা অধ্যাপকগণ । সভ মধ্যে শ্রেষ্ঠ অতিশয় গৰ্ব্ব যার । রজনীর শেষে কিছু নিদ্র হৈল তার। দেখয়ে স্বপনে দেবী হাতে খড়গ লৈয়া । সম্মুখে কহয়ে মহাক্রোধ যুক্ত হৈয় । বৃথা অধ্যয়ন কৈলি ওরে দ্রষ্টমতি । বৈষ্ণৰ নিন্দিল তোর হবে অধোগতি ॥ তোর মুণ্ড কাটি যদি করি খান খান। তবে সে মনের দুঃখ হয় সমাধান ॥ ওরে দুষ্ট অসুর কি দিব তোরে দীক্ষা। নরোত্তম অনুগ্রহ হৈলে তোর রক্ষা। ঐছে কত কহি রক্তলোচনে চাহিয়া । অন্তৰ্দ্ধান হৈলা দেবী ক্ষণেক রহিয়া ॥ নিদ্রাভঙ্গ হৈল অধ্যাপক র্কাপে ডরে। করি মহাঘোর শব্দ জাগায় সভারে ॥ | ক্রনন করিয়া বিপ্র কহে সভাপ্রতি । ভাগ্যে ভাগ্যে রক্ষা মুঞি পাইলু সম্প্রতি ॥ নরোত্তমে হেয় বুদ্ধি কৈলু এ নিমিত্তে। মোরে সংহারিতে দেবী আইলা খড়গ হাতে যদি অনুগ্রহ করে সেই মহাশয়। তবে ঘোর নরক হইতে রক্ষা হয় ॥ ঐছে করিতেই হৈল রজনী প্রভাত। কহিল এ সব গিয়া রাজার সাক্ষাত ॥ | রাজা কহে পূৰ্ব্বে নিষেধিলু না মানিলা। মহাশয়ে সামান্ত মনুষ্য বুদ্ধি কৈলা ॥ যে কাৰ্য্য সে করে একি মনুষ্যের সাধ্য। ঐঠাকুর মহাশয় পরম আরাধ্য। ঐছে কত কহি অধ্যাপকে স্থির কৈলা। প্রাতঃকালে স্নানাদিক করি সজ্জা হৈলা ॥ বিনা যানে রাজা অধ্যাপক আদি সনে । গেলেন খেতরি শীঘ্ৰ গৌরাঙ্গ প্রাঙ্গণে ॥ গৌরাঙ্গ দর্শনে অতি দীন প্রায় হৈয়া । করয়ে প্রণাম মহীতলে লোটাইয়া ॥ মহা বিজ্ঞ রামচন্দ্র গোবিনাদি তথি । কৈল সমাদর সড়ে হৈল হৃষ্ট অতি ॥