পাতা:শ্রীশ্রীনরোত্তমবিলাস.djvu/১১৩

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ঐনরোত্তম-বিলাস । ללכי ঐঠাকুর মহাশয় আছেন নিভৃতে। সকলে ব্যাকুল তার দর্শন নিমিত্তে ॥ হেনকালে নিবন্ধ সমাধি মহাশয়। আইসেন দূরে সভে শোভা নিরখয় ॥ রাজা নরসিংহ আর রূপনারায়ণ । প্রাঙ্গণ হইতে আগে করিলা গমন ॥ রামচন্দ্র মহাশয়ে করি নিবেদন । রাজা নরসিংহ এই রূপনারায়ণ । দেহে কহে প্রভু কিবা দিব পরিচয় । বিষয়ী অধম অপরাধী অতিশয় ॥ লইলু শরণ নিবেদিতে পাই ত্ৰাস । দীক্ষামন্ত্ৰ দিয়া পূর্ণ কর অভিলাষ ॥ ঐছে কত কহি দোহে পড়ি ভূমিতলে । প্রশময়ে বারবার ভাসে নেত্রজলে ॥ দেহে অতি ব্যাকুল দেখিয়া মহাশয়। করি কত প্রবোধ দোহারে আলিঙ্গয় ॥ ভূমে পড়ি নরসিংহ রূপনারায়ণ । লইলা মস্তকে মহাশয়ের চরণ ॥ দূরে গেল দুঃখ হৈল আনন্দ হৃদয়ে । অধ্যাপকে আনি নিবেদয়ে:মহাশয়ে ॥ যত অধ্যাপক তাহে ঞিহ সে প্রধান । দূরে গেল দর্প এবে কর পরিত্রাণ ॥ মহাশয় আগে অধ্যাপক দাণ্ডাইয়া । কহিলা দেবীর কথা কাতর হইয়া ॥ পুন কহে অপরাধ ক্ষমহ আমার। শরণ লইলু মুঞি অতি স্বরাচার ॥ ইহা বলি ভূমে লোটাইয়া বিপ্র কানে । করয়ে যতন কত ধৈৰ্য্য নাহি বন্ধে ॥ ঐঠাকুর মহাশয় করুশ বিগ্রহ। বিপ্রে আলিঙ্গন কৈলা করি অনুগ্রহ ॥ পাইয়া পরশ বিপ্ৰ হরষ হিয়ায়। লইয়া চরণধুলি ধূলায় লোটায়। রামচন্দ্র স্থির করিলেন অধ্যাপকে । অধ্যাপক ধন্ত করি মানি আপনাকে ॥ সভে হৈলা কৃষ্ণ চৈতন্তের ভক্তিপাত্র। এ সকল কথা ব্যক্ত হইল সৰ্ব্বত্র ॥ মহাশয় সুখে সন্তোষিয়া সৰ্ব্বজনে। সভাসহ আইলেন প্রভুর প্রাঙ্গণে ॥ রাজভোগ আরাত্রিক করিয়া দর্শন। হইল সভার মহা আনন্দিত মন ॥ সভে সমাদর করি ঐসস্তোষ রায় । লইয়া গেলেন অতি অপূৰ্ব্ব বাসায় ॥ বিবিধ সামগ্ৰী তথা শীঘ্র আনাইলা । পাকের নিমিত্তে অতি যত্নে নিবেদিলা ॥ রাজা নরসিংহ আদি অধ্যাপকগণ । সভে কহে শ্ৰীপ্রসাদ করিব সেবন ॥ ইহা শুনি সন্তোষ সঙ্গের লোকগণে । প্রৌঢ় করি ভক্ষ্য দ্রব্য দিলেন যতনে ॥ রাজা নরসিংহ আর রূপনারায়ণ । অধ্যাপক:আদি শিষ্ট লোক কথোজন ॥ সভে মিলিউল্লাসে গমন কৈলা তথা । গোষ্ঠীসহ ঐঠাকুর মহাশয় যথা ॥