পাতা:শ্রীশ্রীনরোত্তমবিলাস.djvu/১১৬

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

8 אמ ইনরোত্তমৰিলাস । ঐছে নিষ্ঠ দেখি প্রভু হইল সায়। | লোকমুখে শুনিলু রায়ের বিকল T অকস্থাৎ যবনের হৈল মহাভয় ॥ শুনিতেই মো সভার ফিরি গেল মন ॥ করিয়া প্রার্থনা রায়ে বিদায় করিলা । দূরে রহি পাদপদ্ম দর্শন করিতে। এ দুই চারিদিনে এথায় আইলা ॥ না বুঝিলু কিবা লৈল মো সভার চিতে ॥ শুনিয়া এ সব পুন: জিজ্ঞাসে সভায় । মো সভার সমান অধম নাহি আর । ভ্রষ্ঠাকুর মহাশয় আছেন কোথায় ॥ লইলু শরণ এবে করহ উদ্ধার। কেহ কহে ওই দেখ বৃক্ষের তলাতে। এত কহি কান্দে সভে ব্যাকুল হুইয়া। বসিয়া আছেন নিজ প্রিয়গণ সাথে ॥ মহাশয় স্থির কৈলা সভে প্রবোধিয় ॥ দুরে হৈতে মহাশয়ে করিতে দর্শন। হেনকালে চান্দরায় আইলা সেইখানে । ভক্তিদেবী অনুগ্রহ কৈলা সেইক্ষণ ॥ সভে মহাহৰ্ষ হৈলা তাহার দর্শনে ॥ খড়গাদিক অস্ত্র সব দূরে ফেলাইয়। চান্দরায় এ সভারে দেখি দীন প্রায় । মহাশয় আগে পড়ে ভূমে লোটাইয় ॥ | হইয়া পরম হর্ষ প্রশংসে সভায় ॥ সভে অতি ব্যাকুল দেখিয়া মহাশয়। শ্ৰীঠাকুর মহাশয় কিছুদিন পরে । মুমধুর বাক্যে কহে দেহ পরিচয় ॥ কৃপা করি শিয্য করিলেন সে সভারে ॥ কোথা হৈতে আইলা এথা কিবা প্রয়োজন হইলেন সতে মহাভক্তি অধিকারী। শুনি অশ্রযুক্ত হৈয়া কহে সৰ্ব্বজন ॥ পরম অদ্ভূত চেষ্ট বিস্তারিতে নারি ॥ বঙ্গদেশী দম্য মোরা বিপ্ৰ জ্বরাচার । । এ সব প্রসঙ্গ যার কর্ণে প্রবেশয় । প্রায় চান্দরায় কৰ্ত্ত হন মে সভার ॥ | ঘুচে তার চুবুদ্ধি শ্ৰীভক্তি লভ্য হয় ॥ নৌকাপথে যাই মোরা ডাকাতি করিতে। ] নিরস্তর এ সব শুনহ যত্ন করি । আইলু রায়ের স্থানে পরামর্শ লৈতে ॥ | নরোত্তম বিলাস কহয়ে নরহরি। ইতি শ্ৰীনরোত্তম বিলাসে দশমোবিলাসঃ ।