পাতা:শ্রীশ্রীনরোত্তমবিলাস.djvu/১২৫

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

èमटबांडय-विजांण । ১২৩ গণসহ আচাৰ্য্য ঐবীরচন্দ্ৰে লৈয়া । গেলেন বুধরি গ্রামে গন্নাপার হৈয়া ॥ এখা অতি অধৈর্য্য হইয়া মহাশয়। সভা সহ আইফেন গৌরাঙ্গ আলয় ॥ গৌরাঙ্গ বল্লবীকান্ত তীব্রজমোহন। রাধাকান্ত রাধাকৃষ্ণ হীরাধারমণ। দর্শনে সভার হৈল উল্লসিত হিয়া । অতি শীঘ্ৰ করিলেন স্নানাদিক ক্রিয়া ॥ সভা লইয়া মহাশয় প্রসাদ ভুঞ্জিল । কৃষ্ণকথLরসে দিব রাত্ৰি গোঙাইলা ॥ সেই দিন হৈতে ঐছে হৈল মহাশয়। ক্ষণে অতি স্থির ক্ষণে ব্যাকুল হৃদয় ॥ এইরূপ কথোক দিবস গোঙাইতে । রামচন্দ্র আইলেন জাজিগ্রাম হৈতে ॥ রামচন্দ্র গমনাগমন আদি করি। ভক্তি রত্নাকর গ্রন্থে বর্ণিলু বিস্তারি ॥ রামচন্দ্রীগমনে আনন্দ মহাশয়। সভার হইল অতি প্রসন্ন হৃদয় ॥ গোবিন্যাদি লৈয়া গৌরচন্দ্রের প্রাঙ্গণে । দিবা-নিশি মত্ত্ব মহাশয় সংকীৰ্ত্তনে ॥ রাজা নরসিংহ চান্দরায় আদি যত । সভে সংকীৰ্ত্তন রসে হইল উন্মত্ত ॥ কিছুদিন পরে ঐঠাকুর মহাশয়। শ্ৰীগোবিন্দ চক্রবর্তী আদি সভে কয় ॥ বহু দিন হৈল গৃহে ন কৈলা গমন। শীঘ্ৰ করি একবার স্বাহ সৰ্ব্বজন ॥ যদ্যপি যাইতে কার মন নাহি হয়। তথাপিহ গেলা আজ্ঞা লঙ্ঘনের ভয় ॥ শ্ৰীগোবিন্দ চক্ৰবৰ্ত্তী গঙ্গানারায়ণ । । হরিরাম রামকৃষ্ণ শ্ৰীগোপীরমণ ॥ বলরাম কবিরাজ আদি এ সভার । গমন হইল যৈছে নারি বর্ণিবার ॥ রামচন্দ্ৰে লৈয়া শ্ৰীঠাকুর মহাশয়। কথোদিন পরম আনন্দে বিলসয় ॥ একদিন দোহে বসি পরম নির্জনে । না জানি কি পরামর্শ কৈলা দুই জনে ॥ রামচন্দ্র কবিরাজ কিছু দিন পরে। জাজিগ্রামে গেলা অতি ব্যাকুল অস্তরে t তথা হৈতে সংবাদ আইলা কথোদিনে । ঐআচাৰ্য্য ঠাকুর গেলেন বৃন্দাবনে ॥ রামচন্দ্র কবিরাজ সঙ্গে নিরন্তর। কে বুঝিতে পারে এই দোহার অন্তর। একদিন মহাশয় স্থির হৈতে নারে । কি হইল কান্দিয়া কহয়ে বারে বারে ॥ ত্রিপদী। গৌরাঙ্গের সহচর, শ্ৰীনিবাস গদাধর নরহরি মুকুন্দমুরারি । ঐরাপ দামোদর, হরিদাস বক্রেশ্বর এ সব প্রেমের অধিকারী ॥