পাতা:শ্রীশ্রীনরোত্তমবিলাস.djvu/১২৮

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

○歌や ঐনরোত্তম ৰিলাস । কিছুদিন পরে সভে যাইবা খেতরি। অস্তু আমি এথা হৈতে যাইব বুধরি। এত কহি শীঘ্ৰ করিলেন গঙ্গাস্নান । নয়ন ভরিয়া দেখিলেন ভাগ্যবান । জীমহাশয়ের এই প্রসঙ্গ সকল । ব্যাপিল সৰ্ব্বত্র হৈল সভার মঙ্গল ॥ গঙ্গাতীর হৈতে মহাশয় সভা সনে । গঙ্গানারায়ণ গৃহে গেল। কথোক্ষণে ॥ তথা নানা মিষ্টান্ন ভুঞ্জিলা সভা লৈয়া । অতি শীঘ্ৰ বুথরি আইলা হৃষ্ট হৈয় ৷ শ্ৰীগোবিন্দ কবিরাজ কর্ণপুর আর। কবিরাজ গোকুল বল্লবী মজুমদার। এ সভা সহিত গিয়া খেতরি গ্রামেতে । নিরন্তর রহে কৃষ্ণ-কথা আলাপেতে ॥ শ্ৰীপ্ৰভুগণের সেবা পরিচর্য্যা যত। তাহাতেই নিযুক্ত হইল অবিরত ॥ গৌরাঙ্গ অঙ্গনধুলি ধূসরিত হৈয়। করয়ে ক্রনন প্রভু মুখপানে চাঞ। ॥ হাহা প্ৰভু গৌরাঙ্গ বল্লবীকান্ত কৃষ্ণ । করুশা করছ মুঞি বিষয় সতৃষ্ণ ! ওহে প্রভু রাধাকান্ত তীব্রজমোহন । সংসার যাতনা হৈতে করহ মোচন ॥ হে রাধারমণ মোরে রাখহ চরণে । তোম না ভুলিয়ে যেন জীবনে মরণে ॥ ঐছে কত্ত প্রকার করয়ে নিবেদন । সে সব শুনিতে কান্দে পশু-পক্ষিগণ ।

লোক ভীড় দেখি কভু নির্জনে যাইয়া । নাম উচ্চারয়ে মহাব্যাকুল হইয়া ॥ ওহে নবদ্বীপচন্দ্র গৌরাঙ্গ মুলার। ওহে নিত্যানন্দ পদ্মাবতীর কুমার। ওহে সীতানাথ অদ্বৈত দয়াময়। ওহে শ্ৰীপণ্ডিত গদাধর প্রেমময় ॥ ওহে করুণার সিন্ধু পণ্ডিত শ্ৰীবাস । ওহে বক্রেশ্বর ক্রমুরারি হরিদাস ॥ ওহে শ্ৰীস্বরূপ রামানন্দ দামোদর। ওহে শ্ৰীআচার্য্য গোপীনাথ কাশীশ্বর ॥ ওহে বাচস্পতি সাৰ্ব্বভৌম ভট্টাচাৰ্য্য। ওহে স্বৰ্য্যদাস গৌরীদাস পণ্ডিতাৰ্য্য ৷ ওহে শ্ৰীপণ্ডিত জগদীশ শুক্লাম্বর । ওহে শ্ৰীগোবিন্দ ঘোষ দাস গদাধর ॥ গুহে পুণ্ডরীক বিদ্যানিধি মহাশয়। মুকুন্দ মাধব বাসুঘোষ ধনঞ্জয় ॥ ওহে শ্ৰীজগদানন্দ সঞ্জয় শ্ৰীধর। ওহে শ্ৰীমুকুন্দ নরহরি বিজ্ঞবর ॥ ওহে শ্ৰীমদ্রুপ সনাতন গুণসিন্ধু । ওঃে শ্ৰীভূগর্ভ লোকনাথ দীনবন্ধু। ওহে শ্ৰীগোপাল ভট্ট পতিতের প্রাণ । ওহে রঘুনাথ ভট্ট গুণের নিধান । ওহে কুণ্ডবাসী স্বরূপের রঘুনাথ। ওহে জীব গোস্বামী করহ দৃষ্টিপাত ॥ ওহে গেীর নিত্যানন্দাদ্বৈত প্রিয়গণ । করহ করুণা মুঞি লইলু শরণ ॥