পাতা:শ্রীশ্রীনরোত্তমবিলাস.djvu/১৩০

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ృషిy ক্ররোত্তমবিলাস । শ্ৰীসন্তোষ রাজা নরসিংহু আদি সব। দেখিলেন বিপ্রবর্গে পরম বৈষ্ণব ॥ মহামহোৎসব কৈলা তার পরদিনে । বিপ্রগণ উন্মত্ত হইল সংকীৰ্ত্তনে ॥ সভে হইলেন প্রেমভক্তি অধিকারী। ইছে অনুগ্রহের বালাই লৈয়া মরি ॥ শ্ৰীমহাশয়ের চারু চরিত্র অপার। সৰ্ব্ব মনোরথ পূর্ণ করুিল সভার ॥ একদিন মহাশয় অতি প্রাতঃকালে । হৈয়া মহা ব্যাকুল ভাসয়ে নেত্রজলে ৷ অগ্নিশিখা প্রায় দীর্ঘ নিশ্বাস ছাড়িয়া । কতক্ষণ ক্ষিতিতলে রহয়ে পড়িয়া ॥ সে হেন বদন পদ্ম সুখাইয়া যায়। গদগদম্বরে কহে কি হইল হায় ॥ হায় হায় বিধাতা হইল মেরে বাম। আর কি পাইব হে সে হেন গুণধাম ॥ ত্রিপদী যথা । বিধি মোরে কি করিল শ্ৰীনিবাস কোথা গেল হিয়া মাঝে দিয়া দারুশ ব্যথা । গুণে রামচন্দ্র ছিল, সেহ সঙ্গ ছাড়ি গেল, শুনিতে না পাই মুখের কথা ॥ পুনঃ কি এমন হব, রামচন্দ্র সঙ্গ পাব, এই জন্ম মিছা বহি গেল। যদি প্রাণ দেহে থাক, রামচন্দ্র বলি ডাক, তবে যদি যাঙ সেই ভাল ॥ স্বরূপ রূপ সনাতন, রঘুনাথ সকরুণ, ভট্টযুগ দয়া কর মোরে। আচাৰ্য্য শ্ৰীশ্ৰীনিবাস, রামচন্দ্র যার দাস, পুনঃ নাকি মিলিব আমারে। , ন দেখিয় সে না মুখ, বিরিয়া যায় বুক, বিষ শরে কুরঙ্গিনী যেন। আচলে রতন ছিল, কোন ছলে কেবা নিল নরোত্তমের হেন দশা কেন ॥ এত কহি নীরব হইল মহাশয় । শুনি সভে ভাবয়ে না জানি কিবা হয়। মহাশয় জানি প্রিয়গণের অন্তর : সভারে প্রবোধ বাক্য কহিলা বিস্তর ॥ প্রভুর প্রাঙ্গণে আসি বিদায় হইল । প্রভুগণ চরণে জীবন সমৰ্পিল ॥ কে বুঝে অন্তর অতি অধৈৰ্য্য হইয়া। চলিলা বুধরি গোবিনাদি সঙ্গে লৈয় ॥ বুধরি গ্রামেতে একদিন স্থিতি কৈল । শ্ৰীগোবিন্দ চক্রবর্তী আদি তথা আইলা ॥ অতি সুমধুর বাক্যে সভে প্ৰবোধিলা। জীনাম কীৰ্ত্তনে দিবারাত্রি গোঙাঞিল। বুধরি হইতে শীঘ্ৰ চলিলা গাম্ভীলে। গঙ্গাস্নান করিয়া বলি গঙ্গাকূলে। আজ্ঞা কৈলা রামকৃষ্ণ গঙ্গানারায়ণে । মোর অঙ্গ মার্জন করহ দুইজনে ॥ দোহে কিবা মার্জন করিব পরশিতে। . দুগ্ধ প্রায় মিশাইয়া গঙ্গার জলেতে ॥