পাতা:শ্রীশ্রীনরোত্তমবিলাস.djvu/১৩১

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

জীনরোত্তম বিলাস । ১২৯ দেখিতে দেখিতে শীঘ্ৰ হৈল অন্তৰ্দ্ধান। অত্যন্ত দুজ্ঞেয় ইহা বুঝিৰ কি আন ॥ অকস্মাৎ গঙ্গর তরঙ্গ উথলিল । দেখিয়া লোকের মহা বিস্ময় হইল ॥ শ্ৰীমহাশয়ের ঐছে দেখি সঙ্গোপন । বরিযে কুসুম স্বর্গে রহি দেবগণ ॥ চতুর্দিকে হৈল মহা হরি হরি ধ্বনি। কেহ ধৈর্য্য ধরিতে নরয়ে ইহা শুনি ॥ সভে ঐঠাকুর নরোত্তম গুণ গায় । ব্যাপিল জগত গুণে পাষাণ মিলায় ॥ শ্ৰীমহাশয়ের সঙ্গে ছিল যত জন । সভে লৈয়া গেলা গৃহে গঙ্গানারায়ণ ॥ হরিরাম রামকৃষ্ণ আদি যত জন । পরম্পর কৈলা সভে ধৈর্য্যাবলম্বন ॥ ঐগোবিন্দ কবিরাজ আদি সভাসনে। মহোৎসব আয়োজন কৈলা সেইক্ষণে ॥ গাম্ভীলা গ্রামেতে মহামহোৎসব করি। বুধরি হইয়া শীঘ্ৰ গেলেন খেতরি ॥ তথা রাজা নরসিংহ রূপনারায়ণ । কৃষ্ণ সিংহ চান্দরায় শ্ৰীগোপীরমণ ॥ শ্ৰীগোবিনী রাজা সন্তোষাদি প্রিয়গণ । লভে শীঘ্ৰ কৈলা মহোৎসব আয়োজন ॥ যৈছে মহোৎসব হৈল খেতরি গ্রামেতে । সহস্ৰেক মূখেও তা না পারি বর্ণিতে ॥ সংকীৰ্ত্তন আরম্ভে,যে হৈল চমৎকার । গ্রন্থের বাহুল্য ভয়ে নারি বর্শিবার ॥ প্রভুর প্রাঙ্গণে আরম্ভিলা সংকীৰ্ত্তন ॥ দেবীদাস গৌরাঙ্গ গোকুল আদি যত । গীত বাস্তে সভাই হইল উনমত্ত ॥ শ্ৰীগোবিন চক্রবর্তী আদি কথোজন। মহামত্ত হৈয়া সভে করয়ে নৰ্ত্তন ॥ শ্ৰীগোবিন্দ কবিরাজ আদি ভাবাবেশে । হুঙ্কার গর্জন করি আট অট্ট হাসে | রাজা নরসিংহ আদি ভূমে গড়ি যায়। চতুর্দিকে সভে সিক্ত নেত্রের ধারায় ॥ সংকীৰ্ত্তন রসের সমুদ্র উথলিল । সেই কালে সভে আত্ম-বিস্মরিত হৈল ॥ গুরু কৃষ্ণ বৈষ্ণবের অলৌকিক লীলা । নরোত্তম করে নৃত্য সকলে দেখিলা ॥ সংকীৰ্ত্তনানন্দে নৃত্য করি কতক্ষণ । অতি অলক্ষিতে হইলেন আদর্শন ॥ শ্ৰীমহাশয়ের প্রিয়গণ প্রেমময় । হইল সভার অতি অধৈৰ্য্য হৃদয় ॥ স্বপ্নছলে সভে পুনঃ দিয়া দরশন। করিলেন স্থির কহি প্রবোধ বচন । এমন করুণাময় কেবা আছে আর । নিজ পরকার দুঃখ নারে সহিবার ॥ ঐঠাকুর মহাশয় গুণে কে না বুরে। ঘণর গুণ শুনি দারু পাষাণ বিদরে: নিরন্তর এ সব শুনহ যত্ন করি। নরোত্তম-বিলাস কহয়ে নরহরি ॥ ইতি শ্ৰীনরোত্তম-বিলাসে একাদশোবিলাসঃ ।