দ্বাদশ বিলাস । জয় গোঁর নিত্যানন্দাদ্বৈতগণ সহ। - এ দীন দুঃখীরে প্রভু কর অনুগ্রহ ॥ জয় জয় দয়ার সমুদ্র শ্রোতাগণ । এবে যে কহিয়ে তাহ করহ শ্রবণ। ঐঠাকুর মহাশয় শিষ্য কৈলা যত । র্ত সভার চেষ্টা কেবা বর্ণিবেক কত ॥ শ্ৰীমহাশয়ের শাখা প্রশাখা বিস্তর। তার মধ্যে কহি কিছু মে মূৰ্খ পামর ॥ আগে পাছে নাম ইথে দোয না লইবে । নিজ ভূত্য জানি সভে প্রসন্ন হইবে ॥ জয় জয় শ্ৰীমহাশয়ের শিষ্যগণ । গোর নিত্যানন্দাদ্বৈত সভার জীবন ॥ জয় পূজার বলরাম ভক্তিময়। যার সেবা বশে প্রভু প্রসন্ন হৃদয় ॥১ জয় জয় চক্রবর্তী শ্ৰীগোপীরমণ । গণসহ গৌরচন্দ্র যার প্রাণ ধন ॥২ জয় শ্ৰীআচাৰ্য্য রামকৃষ্ণ গুণমণি। ফণর শাখা প্রশাখায় ব্যাপিল অবনি ॥৩৷ জয় ভক্তিদাতা শ্ৰীপূজারী রবিরায় । মহানন্দ পান যেহ বৈষ্ণব সেবায় ॥৪ জয় জয় চক্ৰবৰ্ত্ত গঙ্গানারায়ণ । যার শাখা প্রশাখায় ব্যাপিল ভুবন ॥৫ জয় রাধাবল্লভ চৌধুরী দয়াময় । যার প্রেমাধীন শ্ৰীঠাকুর মহাশয় ॥ শ্ৰীমহাশয়ের জ্যেষ্ঠ ভ্রাতা রামকান্ত । র্তার পুত্র ত্রীরাধাবল্লভ মহা শান্ত ॥৬ জয় ঐনবগৌরাঙ্গ দাস গুণরাশি । যেহ গৌরচন্দ্র নামে মত্ত দিব নিশি ॥৭ জয় নারায়ণ ঘোষ প্রেমভক্তিময়। যার গানে মত্ত জীঠাকুর মহাশয় ॥৮॥ " জয় কৃষ্ণ সিংহ সিংহ বিক্রম বিদিত। নিরন্তর প্রেমে মত্ত সঙ্গীতে পণ্ডিত ॥৯ জয় শ্ৰীসন্তোষ রায় বিদিত ভূবনে । মহাশয় হর্ষ যার সেবা আচরণে ॥ শ্ৰীগোবিনা কবিরাজ সঙ্ক প্রীত অতি । কবিরাজ গীতে ব্যক্ত কৈলা তার রীতি ॥ জীসন্তোষাদেশে কবিরাজ হর্ষ হৈল। } সঙ্গীতমাধব নাম নাটক বর্ণিল ॥১০ জয় মহাবিজ্ঞ রাজা শ্ৰীগোবিন্দ রাম। নিরস্তর যার জিহবা জপে হরিনাম || ১১ জয় ঐবিনোদ রায় বিনোদ বন্ধনে। করয়ে নৰ্ত্তন প্রেমে মাতি সংকীৰ্ত্তনে ॥১২ জয় কান্ত চৌধুরী পরম বিদ্যারান। গন্ধৰ্ব্ব गांना शुछ শুনি যার গান ॥১৩
পাতা:শ্রীশ্রীনরোত্তমবিলাস.djvu/১৩২
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।