পাতা:শ্রীশ্রীনরোত্তমবিলাস.djvu/১৬

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

8 শ্ৰীনরোত্তম-বিলাস । গোবিন্দ মাধব বাস্থঘোষ শুক্লাম্বর । গৌরীদাস ত্রমান সঞ্জয় দামোদর ৷ মহেশ শঙ্কর যত্ন আচাৰ্য্য নন্দন। প্ৰভু বেড়ি ভক্তগোষ্ঠ করে সংকীৰ্ত্তন। নবদ্বীপবাসী লোক ধায় চারিভিতে । না হয় কাহার সাধ সে শোভা দেখিতে ? ব্ৰহ্ম-শিব শেষ সুখে মত্ত অতিশয়। অনিমিখ নেত্রে রূপ নিরথিয় রয় ॥ সৰ্ব্বদেব সহিত স্বর্গেতে পুরন্দর। সে শোভা দেখিতে পুষ্প বর্ষে নিরন্তর। গন্ধৰ্ব্ব কিন্নর সব মনুষ্যে মিশাই । প্রভুগুণ গায় নাচে করে ধাওয়-ধাই। উথলে সে প্রেমসিন্ধু ভুবন ভাসায় । পতিত অধম জড় কেহ না এড়ায় ॥ লক্ষ লক্ষ পশু পক্ষ ভুলে শোভ দেখি । জনমের অন্ধগণ ধায় পাঞ আঁখি ৷ এ হেন অদ্ভূত রঙ্গ দেখে নরোত্তম। ঝরয়ে নয়ন নদী প্রবাহের সম ॥ প্ৰভু গৌরচন্দ্র নরোত্তমে নেহারিয়া। ধরি কোলে না ধরিতে পারে ছিয়া ॥ নরোত্তমে সিক্ত করিলেন নেত্রজলে। নরোত্তম পড়িয়া প্রভুর পদতলে ॥ ভূমে হৈতে তুলি বাৎসলোতে গৌরহরি। সমৰ্পিলা নিত্যানন্দাদ্বৈত করে ধরি ॥ প্রিয় ভক্তগণ অনুগ্রহ করাইয়। বৃন্দাবন যাইতে আজ্ঞা দিলা ব্যগ্ৰ হৈয়। পুনঃ কহে কৃপা করু মোর প্রিয়গণ । ঐছে কহি বিদায় করিলা বৃন্দাবন ॥ নুরোত্তম তিলাৰ্দ্ধেক নারে স্থির হৈতে। প্রভু নিত্যানন্দ শোভা বারেক চাহিতে ॥ ভূমিতে পড়িয়া প্রভুপদে প্রশমিল । প্রভু শ্ৰীচরণ র্তার মস্তকে ধরিলা ॥ ত্রভুজ পসারি করিলেন আলিঙ্গন। দিলেন অমূল্য গৌরাঙ্গের প্রেমধন ॥ বৃন্দাবন যাইবারে অনুমতি দিলা। দেখিয়া ব্যাকুল বহু প্রবোধ করিলা ॥ প্রভু অদ্বৈতের মহা সৌন্দৰ্য্য দেখিয়া। নরোত্তম সে পদে পড়িলা লোটাইয়৷ ৷ প্রভু শ্ৰীঅদ্বৈত ধৈর্য্য ধরিতে না পারে । হাতে ধরি তুলি কোলে করে বারে বারে। গৌরাঙ্গের পাদপদ্মে করি সমর্পণ । আজ্ঞ দিলা বৃন্দাবনে করহ গমন ॥ গদাধর শ্ৰীবাসাদি প্রভু প্রিয়গণ । র্ত সভার শোভা দেখি প্রফুল্ল নয়ন ॥ সভার চরণে প্রণময়ে পড়ি ভূমে। সভে প্রেমাবেশে আলিঙ্গয়ে নরোত্তমে ৷ নরোত্তম সভা নেত্রজলে কৈলা স্নান । সভীর চরণে সমপিল মনঃপ্রাণ ॥ প্রভু পরিকর নরোত্তমে প্রবোধিয়ান দিলেন বিদায় প্রভুপদে সমৰ্পিয় ॥ নরোত্তম বৃন্দাবন গমন করিতে। হেনকালে নিদ্রাভঙ্গ মহা দুঃখচিতে ॥