পাতা:শ্রীশ্রীনরোত্তমবিলাস.djvu/১৯

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

۔۔۔-------۔-------۔-م۔۔-- ------ নরোত্তম প্রতি সভে মহা হৃষ্ট হৈয়া । অন্তৰ্দ্ধান হৈলা অনুগ্রহ প্রকাশিয়া ॥ সে বিচ্ছেদে নরোত্তম অধৈর্য্য হিয়ায়। করয়ে বিলাপ জাগি চতুদিকে চায় ॥ কোথ গেল বলি নেত্ৰে বহে অশ্রধার। নরোত্তম চেষ্টা দেখি বিপ্রে চমৎকার ॥ ব্যগ্ৰ চৈয় বিপ্র নরোত্তমে করি কোলে। পবিত্র হইলু বলি ভাসে নেত্রজলে ॥ নরোত্তমে কহি কত মধুর বচন। কতক্ষণ স্থির হৈলা প্রাচীন ব্রাহ্মণ ॥ হইল প্রভাত নিশি দেখি বিপ্রবর। নরোত্তমে লইতে চাহেন নিজ ঘর ॥ নবোত্তম বিপ্রেরে করিয়া নমস্কার। বাকুল হইয়া আজ্ঞ মাগে বারবার ॥ অনুগ্রহ কর মোরে করিয়ে গমন। দেখি গিয়া শ্ৰীগোস্বামী সভার চরণ ॥ এই কর যেন পূর্ণ হয় মোর সাধ । বিপ্র স্নেহে কাঁর কোলে কৈলা আশীৰ্ব্বাদ । নরোত্তম সঙ্গেতে চলিলা কথোদুর। না চলে চরণ শ্রম হইল প্রচুর ॥ বুন্দাবনপথ নরোত্তমে দেখাইয়া । দিলেন মনুষ্য সঙ্গে স্নেহাবিষ্ট হৈয়া ॥ নরোত্তম চলে প্ৰণমিলা বিপ্রপায়। বিচ্ছেদ ব্যাকুল বিপ্র পথপানে চায়। নরোত্বম চলিতে চিন্তয়ে মনে মনে। মো ক্ৰেন জযোগে আনিলেন বৃন্দাবনে ॥ 3. ঐনরোত্তম বিলাস । 3 * কৃপাময় প্রভু শ্ৰীগোস্বামী লোকনাথ । মো হেন পতিতে কি করিব আত্মসাথ ॥ শ্ৰীগোপাল ভট্ট শ্ৰীভূগর্ভ মহাশয়। শ্ৰীজীব গোস্বামী আদি প্রেমের আলয় ॥ এ সভার পাদপদ্ম ধরিব কি মাথে । সভে কি করিব কৃপা মো হেন অনাথে ॥ " শ্ৰীনিবাস আচাৰ্য্য প্রেমের মূৰ্ত্তি ঘেঁহে। মো হেন দীনে কি প্রীত করিবেন তেহে ॥ এতে কহিতেই নেত্ৰে বহে প্ৰেমজল ৷ চলিতে নারয়ে অঙ্গ করে টলমল ॥ এথা অকস্মাৎ গতরাত্রে শ্ৰীনিবাস । হইল অধৈর্য্য চিত্ত ব্যপিলা উল্লাস ॥ দেখি মহামঙ্গল চিন্তয়ে মনে মনে । অবস্ত মিলিব কোন প্রাণবন্ধু সনে ॥ স্বাভাবিক প্রেমোদয়ে ঝরে চু নয়ন। বহু রাত্রি কৈল মুখে নাম সংকীৰ্ত্তন ॥ অকস্মাৎ অল্প নিদ্র হৈল রাত্রি শেষে । স্বপ্নচ্ছলে স্ত্রীরূপ কহেন শ্ৰীনিবাসে। ষ্টহে শ্ৰীনিবাস এই রজনী প্রভাতে । হইব তোমার দেখা নরোত্তম সাথে ॥ ইছে কহি গোস্বামী হইলা অন্তৰ্দ্ধান। খ্ৰীনিবাস জাগি দেখে রজনী বিহান ॥ অতিশয় প্রজীব গোস্বামী পাশে গিয়া। রজনী-বৃত্তান্ত জানাইল প্রশমিয়া ॥ শ্ৰীজীব গোস্বামী কহে শ্ৰীনিবাস প্রতি । ঐছে প্ৰভু মোরে জানাইলা তার গতি ॥